ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

হাজার হেক্টর জমিতে ফসল উৎপাদনে আশঙ্কা

নওগাঁ প্রতিনিধি
নওগাঁ প্রতিনিধি
শেয়ার
হাজার হেক্টর জমিতে ফসল উৎপাদনে আশঙ্কা

নওগাঁয় পৌরসভার ৮ নং ওয়ার্ডের সুলতানপুর মটেরঘাট ও সুলতানপুর জেলেপাড়া সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী কৃষকদের ব্যানারে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান ইমাম তমাল, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাবেদুল ইসলাম সাবু, কৃষক মুনসুর আলী মাস্টারসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের দোসর নওগাঁ সদর আসনের অবৈধ সাবেক সংসদ সদস্যের চাচাতো ভাই সালমান ফারসি সৌরভ এই দুই চলতি ইরি-বোরো মৌসুমে আমরা জানতে পারি দুই প্রকল্পের প্রায় সাড়ে সাত লাখ টাকা বিদ্যুৎ বিল বাকি রেখে পালিয়েছে সালমান ফারসি সৌরভ।

এতে দুই সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ।  এমতাবস্থায় হাজার হাজার হেক্টর জমিতে ফসল উৎপাদন অনিশ্চয়তার মুখে পড়ে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বালিয়াকান্দিতে নির্বাচন কর্মকর্তা লাঞ্ছিত

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি
শেয়ার
বালিয়াকান্দিতে নির্বাচন কর্মকর্তা লাঞ্ছিত

বালিয়াকান্দিতে নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানকে লাঞ্ছিত এবং তাঁর মোবাইল ফোন ভাঙচুর করার অভিযোগ উঠেছে নাজমুল হাসান বিপু ও সালমান হাসান নয়নের বিরুদ্ধে। গতকাল শুক্রবার উপজেলা পরিষদ অডিটরিয়ামের বারান্দায় এ ঘটনা ঘটে। নাজমুল হাসান বিপু বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আযম চুন্নুর ভাগ্নে। নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলাকালে ছবি তোলার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে থাকলেও অভিযুক্ত ব্যক্তিরা নিয়ম না মেনে সরাসরি ঢুকে ছবি তুলতে চান।

এ সময় তিনি লাইনে দাঁড়িয়ে ছবি তোলার অনুরোধ করলে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নেন, তা ভেঙে ফেলেন এবং দুজনেই তাঁর গায়ে হাত তোলেন। অভিযুক্ত নাজমুল হাসান বিপু দাবি করেন, তাঁদের কাগজে ভুল থাকায় একবার ফেরত যেতে হয়েছিল। দ্বিতীয়বার গেলে নির্বাচন অফিসার ছবি তুলতে বাধা দেন। বালিয়াকান্দি ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।

 

 

মন্তব্য

চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে ঝরেছে গুটি আম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে ঝরেছে গুটি আম

চাঁপাইনবাবগঞ্জে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর থেকে জোরালো বাতাস বইতে শুরু করে। রাত ৯টার দিক থেকে শুরু হয় বৃষ্টি। রাত সাড়ে ১১টা পর্যন্ত কখনো মাঝারি আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরতে থাকে।

এর সঙ্গে কখনো বজ্রপাতের শব্দও শোনা যায়। তবে শিলাবৃষ্টির কোনো খবর কৃষি বিভাগ বা স্থানীয় সূত্রে পাওয়া যায়নি। ঝোড়ো হাওয়ায় ঝরে গেছে প্রচুর গুটি আম। তবে কৃষি বিভাগ বলছে, ঝড়ে আমের গুটি ঝরে যাওয়া প্রতি মৌসুমের স্বাভাবিক ঘটনা।
এটি আশঙ্কার কোনো কারণ নয়। বরং জেলাব্যাপী মৌসুমের প্রথম উল্লেখযোগ্য বৃষ্টিতে আমের জন্য বয়ে আনবে আশীর্বাদ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী বলেন, ঝোড়ো বাতাসে প্রচুর আমের গুটি ঝরে পড়লেও শিলা ছাড়া বৃষ্টি অবশিষ্ট আমের জন্য প্রচুর উপকার বয়ে আনবে। আম দ্রুত আকারে বড় হবে।
আম ঝরা কমে যাবে।

 

মন্তব্য

হরিহর নদীর ওপর ব্রিজে ফাটল, আতঙ্ক

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
শেয়ার
হরিহর নদীর ওপর ব্রিজে ফাটল, আতঙ্ক

যশোর-সাতক্ষীরা মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হরিহর নদীর ওপর ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত পাঁচ মাসে যশোর-সাতক্ষীরা মহাসড়কে অন্তত শতাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। যার এক-তৃতীয়াংশই সংঘটিত হয়েছে হরিহর নদীর ওপর নির্মিত ওই ব্রিজ ও ব্রিজসংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের ওপর উঠলে রেলিং ভেঙে যায় ও  ব্রিজে অসংখ্য ফাটল ধরেছে।

খোঁজখবর নিয়ে জানা যায়, তিন যুগ আগে সাবেক বন ও পরিবেশমন্ত্রী তরিকুল ইসলাম হরিহর নদীর ওপর ব্রিজটির উদ্বোধন করেছিলেন। স্থানীয় বাসিন্দা শাহিন হোসেন বলেন, আমার বাড়ির পাশেই ব্রিজটি। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি দুর্ঘটনায় ব্রিজটির রেলিং ভেঙে পড়েছে।
দেখা দিয়েছে ফাটল।

মন্তব্য

বিদ্যালয়ের জায়গা দখল করে দোকান নির্মাণ

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
বিদ্যালয়ের জায়গা দখল করে দোকান নির্মাণ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিদ্যালয়ের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করে সাত বছর ধরে ভাড়া তুলছেন এক আওয়ামী লীগ নেতা। অভিযুক্ত সাইফুল আলম বিপ্লব উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়রা জানান, সাত বছর আগে বিপ্লব প্রভাব বিস্তার করে চরআফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে ছয়টি দোকান নির্মাণ করেন। সাত বছরে ২০ লাখ ১৬ হাজার টাকা ভাড়া আদায় করেছেন।

আছিয়া মার্কেট এলাকার তিনজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০১৮ সালের দিকে দলের প্রভাব দিয়ে স্কুলের জায়গা দখল করে ছয় রুমবিশিষ্ট মার্কেট নির্মাণ করেন বিপ্লব ও তাঁর ভাই মাহবুবুল আলম রাসেল। এ বিষয়ে অভিযুক্ত সাইফুল আলম বিপ্লব বলেন, এটা ঠিক যে জায়গাটি স্কুলের। এই জায়গাটি স্কুলের জন্য আমরাই দিয়েছি। স্কুলটির প্রধান শিক্ষক সুবীর চন্দ্র দে এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আবু ইউছুফ বলেন, খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নিতে বলবেন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ