নাটোরের গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে ছেলের লাশ দেখে মারা গেছেন বাবা। গত শনিবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে উপার্জনক্ষম দুই ব্যক্তি হারিয়ে দিশাহারা পরিবার। জানা যায়, বাবা ছাবেদ আলী (৫৮) কৃষিকাজ করতেন।
ছেলের লাশ দেখে বাবার মৃত্যু
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সম্পর্কিত খবর

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার বিতরণ
আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর

‘হাতেখড়ি ফাউন্ডেশন’ ও সমাজসেবক এ আর মামুন খানের উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়ার জানখালী জেলেপল্লীর স্কুলপড়ুয়া সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় কাটাখাল ও জানখালী এলাকার জেলেপল্লীর ১০০ পরিবারের শিশুদের মধ্যে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, লুডলস, ট্যাং, বাদাম, কিশমিশ, চিড়া ওমুড়ি বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে স্থানীয় উত্তর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তাসকিয়া আক্তার বলে, ‘এক বাক্স ঈদের উপহার পেয়ে আমরা অনেক খুশি।

বাঁশখালীতে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার চেচুরিয়া হাবিবের দোকান এলাকায় গতকাল শুক্রবার সকাল ৮টায় ঘটনাটি ঘটে। দোকানিরা আসন্ন ঈদের আগে বেচাকেনার উদ্দেশে ধারকর্জ করে বিভিন্ন ধরনের মাল মজুদ করেছিল বলে জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন শওকত আলী মিষ্টির দোকান, জাকারিয়ার কুঠির শিল্পের দোকান, মো. কালু, এন্তুু মিয়া ও মো. নেছারের শুঁটকির দোকান।

গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ম্যানেজার
সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি

গ্রাহকদের কোটি টাকার বেশি হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার লালমাই উপজেলার এনআরবিসি ব্যাংকের এজেন্ট আউটলেটের ম্যানেজার কার্তিক চন্দ্র বণিকের (২৬) বিরুদ্ধে। গত ছয় দিন ধরে দোকান বন্ধ রেখে তিনি পলাতক রয়েছেন। ক্ষতিগ্রস্তরা টাকা ফেরতের দাবি জানিয়েছে। জানা যায়, চার-পাঁচ বছর আগে হরিশ্চর বাজারের মোস্তফা কামাল মজুমদার সুজন তাঁর দোকানের পাশের একটি কক্ষে এনআরবিসি ব্যাংকের এজেন্ট আউটলেট চালু করে কার্তিক চন্দ্র বণিককে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন।
এনআরবিসি ব্যাংক, লাকসাম শাখার ব্যবস্থাপক নাজমুল হাসান বলেন, ‘হরিশ্চর বাজার এজেন্ট আউটলেটে আমরা কোনো ব্যবস্থাপক নিয়োগ দিইনি। আমাদের একমাত্র প্রতিনিধি মজুমদার ট্রেডার্সের মালিক মোস্তফা কামাল মজুমদার সুজন।’

দিনাজপুরে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
দিনাজপুর প্রতিনিধি

ছয় দফা দাবিতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছেন। এ সময় তাঁরা রাস্তার ওপরেই জুমার নামাজ আদায় করেন। এতে পঞ্চগড় হয়ে দিনাজপুর দিয়ে পার্বতীপুর রেলওয়ে জংশন পর্যন্ত রুটে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আন্দোলনরতরা জানান, ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিটের পরিপ্রেক্ষিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনসহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করে গত বুধবার (১৯ মার্চ) ছয় দফা দাবিতে আন্দোলনে নামেন।