টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাদিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের নির্গত রাসায়নিক শিল্পবর্জ্যে দূষিত হচ্ছে পাকুল্যা খাল ও লৌহজং নদীর পানি। কেমিক্যালের দুর্গন্ধে বিপর্যয়ের মুখে পড়েছে পরিবেশ। মরে যাচ্ছে নদী ও খালের মাছ। দুর্গন্ধে খালের আশপাশের বাড়িতে থাকা দায় হয়ে গেছে।
শিল্পবর্জ্যে দূষিত হচ্ছে খাল ও নদী
মো. এরশাদ মিঞা, মির্জাপুর

জানা যায়, এ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত পাকুল্যা খালের পানি প্রবাহিত হয় লৌহজং নদীতে। এই খাল ও নদী এ উপজেলার জামুর্কী, ভাতগ্রাম ও বানাইল ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের গুরুত্বপূর্ণ পানির উৎস। এ পানি স্থানীয় বাসিন্দারা মাছ ধরা ছাড়াও গোসল, গৃহস্থালি কাজ, অজু, জমি আবাদ এবং গরু-মহিষকে গোসল করানোর জন্য ব্যবহার করে থাকে। সম্প্রতি খাল ও নদীর পানি কালো কুচকুচে হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।
কয়েক বছর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন এ উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা মৌজায় আবাদি জমিতে সাদিয়া টেক্সটাইল মিলস লিমিটেড নামে একটি কারখানা প্রতিষ্ঠা করা হয়। কারখানার দূষিত বর্জ্য খালে ফেলতে গত দুই বছর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে মহাসড়কের জমিতে কংক্রিটের পাইপ স্থাপন করা হয়।
কয়েকটি বসতবাড়ির ভেতর দিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে পাকুল্যা খালে নিয়ে সংযুক্ত করা হয় ওই পাইপের ড্রেন। ওই পাইপের ড্রেন দিয়ে নিয়মিত কারখানার দুর্গন্ধযুক্ত দূষিত বর্জ্য খালে ফেলা হচ্ছে। ওই খালের পানি প্রবাহিত হচ্ছে লৌহজং নদীতে।
শ্রমিক আরশাদ মিয়া বলেন, ‘পানি কালো হয়ে গেছে। নদীর বড় বড় মাছ মাঝেমধ্যে মরে ভেসে ওঠে।
জামুর্কী ইউপির সাবেক সদস্য মো. সেলিম আহমেদ বলেন, ‘দুর্গন্ধে খালের পাশের বাড়িঘরে বসবাস করা দুষ্কর হয়ে পড়েছে। এ ছাড়া দুর্গন্ধে খালের পাশে সাটিয়াচড়া শিবনাথ উচ্চ বালিকা, সাটিয়াচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাদরাসা ও একটি কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে লেখাপড়া করতে পারছে না।’
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (বিএমবিএফ) পর্যবেক্ষণ সম্পাদক ব্যারিস্টার আকিব আকবর খান চৌধুরী বলেন, ‘সাদিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের শিল্পবর্জ্যের দূষণ চরম আকার ধারণ করেছে।’
জামুর্কী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডি এ মতিন জানান, দুর্গন্ধযুক্ত কালো পানিতে এলাকার পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
এসব বিষয়ে সাদিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের নির্বাহী পরিচালক আব্দুর রহমান বলেন, ‘কারখানার পানি ইটিপি করে রেঞ্জের মধ্যে রেখে পাইপের ড্রেনের মাধ্যমে খালে ফেলা হচ্ছে। এই পানিতে দুর্গন্ধ ও পোকার উৎপত্তি হবে না।’ পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল অফিসের উপপরিচালক মিয়া মাহমুদুল হক মুঠোফোনে বলেন, মঙ্গলবার সকালে পাকুল্যা খাল ও লৌহজং নদীর বিভিন্ন স্থান থেকে দুর্গন্ধজনিত কালো কুচকুচে পানি সংগ্রহ করা হয়েছে। ওই পানি ল্যাবে পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, পরিবেশ ও কলকারখানা কর্তৃপক্ষের কাছে কপি পাঠানো হয়েছে। মঙ্গলবার পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
সম্পর্কিত খবর

ঝুঁকি


২৪ ঘণ্টায় তিন কোটি টাকা টোল আদায়
টাঙ্গাইল প্রতিনিধি

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও গণপরিবহন বেড়েছে। যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। গতকাল শনিবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত ভাড়া ঠেকাতে বিআরটিএর অভিযান
রাজশাহী ব্যুরো

ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে লক্ষ্যে বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনালে এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন আল্পনা ইয়াসমিন। সরেজমিনে গিয়ে জানা যায়, যাত্রী যাবেন রাজশাহী থেকে ফেনী, কিন্তু যাত্রীর কাছ থেকে নেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে কক্সবাজারের ভাড়া এক হাজার ৮০০ টাকা।

ঠাকুরগাঁওয়ে পাঁচ টাকায় ঈদ বাজার
ঠাকুরগাঁও প্রতিনিধি

মাত্র পাঁচ টাকায় ঈদের বাজার করতে পেরে খুশি ঠাকুরগাঁওয়ের পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবার। গতকাল শনিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে স্থানীয় মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায় জুলুমবস্তি’ এই ঈদ বাজারের আয়োজন করে। সহায়তা পাওয়া জরিনা বেগম বলেন, ‘আমার পরিবারে পাঁচজন সদস্য। স্বামী ও সন্তান দিনমজুরের কাজ করে সংসার চালাই।