৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে গত দুই দিনে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজন চোরাকারবারীকেও আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার। বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে হাতিপাগাড় বিওপির সদস্যরা রঙ্গনপাড়া এলাকা থেকে ভারতীয় পাঁচটি গরু, রামচন্দ্রকুড়া বিওপির সদস্যরা একই এলাকা থেকে আরো দুটি গরু, বান্দরকাটা বিওপির সদস্যরা চায়না মোড় এলাকা থেকে ৫৪০ কেজি চিনি ও ৫৭১ পিস ডাব সাবান ও হলদীগ্রাম বিওপির সদস্যরা হলদীগ্রাম এলাকা থেকে এক হাজার ১৫২ পিস ভারতীয় সানগ্লাস ও ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।