ব্রহ্মপুত্র নদের তীরে বেড়ে ওঠা দুরন্ত কন্যা শাহীনুর আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি অনুষ্ঠিত ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফ ও ১০০ মিটার স্প্রিন্ট দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। শাহীনুর আক্তারের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী গ্রামে।
এর আগে ২০২৪ সালে একই ইভেন্টে চ্যাম্পিয়ন এবং ২০২৩ সালে রানার আপ হয়েছিল শাহীনুর।
তার এ অর্জনে সহপাঠী ও শিক্ষকরা উচ্ছ্বসিত। রমজান ও ঈদের ছুটি শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শাহীনুর আক্তারের বাবা হাবিবুর রহমান একজন কৃষক ও মা হাফিজা গৃহিণী। দুই ভাই ও তিন বোনের মধ্যে শাহীনুর চতুর্থ।
শাহীনুর আক্তার বলে, ‘মায়ের উৎসাহ ও অনুপ্রেরণায় আজ এতটুকু এগোতে পেরেছি। আমার স্কুলের স্যারদের সার্বিক সহযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে খেলে জাতীয় পর্যায়ে গেছি। সরকারিভাবে সহায়তা পেলে আন্তর্জাতিকভাবে খেলে বাংলাদেশের সুনাম বয়ে আনতে পারব।’
শাহীনুরের মা মোছা. হাফিজা বলেন, ‘দোয়া করবেন সে যেন একজন দেশসেরা ক্রীড়াবিদ হতে পারে।
’
পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছার উদ্দীন মানিক বলেন, ‘শাহীনুর আমাদের সবার গর্ব। তার এই অর্জনে স্কুলের সব শিক্ষার্থী ও শিক্ষক উচ্ছ্বসিত।’
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, ‘সে যেন ভবিষ্যতে একজন সফল ক্রীড়াবিদ হিসেবে সফলতা অর্জন করতে পারে, সে জন্য দোয়া করি।’