সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ফের পৃথক অভিযান চালিয়ে কোটি টাকার অধিক মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন। চোরাইপথে ভারত থেকে আনা পণ্যের মধ্যে রয়েছে গরু, মহিষ, কসমেটিকস, খাদ্যপণ্য। বাংলাদেশ থেকে পাচারের সময় জব্দ করা হয় শিং মাছ।
গতকাল সোমবার সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, বাসমতী চাল, মহিষ, গরু, হেয়ারওয়েল, জিরা, ক্লপ জি ক্রিম, কমলা, চিনি, মেহেদি, চকোলেট, ট্যাং, শুঁটকি, সাবান ও সুপারি জব্দ করা হয়।