ঢাকা, মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১, ২৪ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১, ২৪ রমজান ১৪৪৬

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ফের পৃথক অভিযান চালিয়ে কোটি টাকার অধিক মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন। চোরাইপথে ভারত থেকে আনা পণ্যের মধ্যে রয়েছে গরু, মহিষ, কসমেটিকস, খাদ্যপণ্য। বাংলাদেশ থেকে পাচারের সময় জব্দ করা হয় শিং মাছ।

গতকাল সোমবার সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, বাসমতী চাল, মহিষ, গরু, হেয়ারওয়েল, জিরা, ক্লপ জি ক্রিম, কমলা, চিনি, মেহেদি, চকোলেট, ট্যাং, শুঁটকি, সাবান ও সুপারি জব্দ করা হয়।

এ সময় বাংলাদেশ থেকে শিং মাছও জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের মূল্য আনুমানিক এক কোটি চার হাজার ৮৭৫ টাকা।

মন্তব্য

সম্পর্কিত খবর

মান্দার জমিদারবাড়িতে ইফতার মাহফিল

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
শেয়ার
মান্দার জমিদারবাড়িতে ইফতার মাহফিল

প্রতিবছরের মতো এবারও নওগাঁর ঠাকুর মান্দার জমিদার অমিত রায় (ইসলাম ধর্ম গ্রহণের পর নাম নেন মাহবুব ইসলাম) উত্তরসূরি অশোক রায়ের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গত রবিবার ঠাকুর মান্দার জমিদারবাড়িতে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, মাহবুব ইসলামের ছেলে অশোক রায় বাপ্পি, দেবাশীষ রায় প্রমুখ।

 

মন্তব্য

নবজাতক উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
নবজাতক উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় এক জীবিত নবজাতক (কন্যাশিশু) উদ্ধার হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা জামালপুর মহেশালী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান। স্থানীয় লোকজন জানায়, ভুট্টাক্ষেতের পাশের মরিচক্ষেতে কাজ করছিলেন এক নারী শ্রমিক।

তিনি শিশুটির কান্নার শব্দ শুনতে পেয়ে ভুট্টাক্ষেতের ভেতরে প্রবেশ করে কাপড়ে মোড়ানো নবজাতকটিকে দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইউএনও খাইরুল ইসলাম। তিনি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

প্রাসঙ্গিক
মন্তব্য
সংক্ষিপ্ত

সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লা সীমান্তে পৃথক দুটি অভিযানে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল সোমবার দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ কালের কণ্ঠকে এ তথ্য জানান।   অন্যদিকে, সোমবার ভোরে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী হাই স্কুলসংলগ্ন এলাকা থেকে ভারতীয় ১৭ হাজার ৯৭০ পিস বিভিন্ন প্রকার বাজি, ৫৮০ পিস শাড়ি, ১৩৫ পিস কাশ্মীরি শাল, ৫৭ পিস শার্ট, ৩৯৬ পিস গেঞ্জি এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

 

 

মন্তব্য

প্রবাসে থাকা আসামিদের জামিন, কারাগারে ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
প্রবাসে থাকা আসামিদের জামিন, কারাগারে ৪

লক্ষ্মীপুরে একটি মারামারি মামলায় আদালতে ভুয়া ব্যক্তিদের দাঁড় করিয়ে প্রবাসে থাকা আসামিদের জামিন নেওয়ার ঘটনায় জড়িত আইনজীবী সহকারীসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল সদর আদালতের বিচারক আবু সুফিয়ান মো. নোমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন আইনজীবী সহকারী আবুল কাসেম, জামিনের তদবিরকারক আনোয়ার হোসেন, জামিনপ্রাপ্ত ভুয়া আসামি সাইফুল ও ফরহাদ।

২০২৪ সালের ১৯ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান আদালতে চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

তাঁরা হলেন তাজুল ইসলাম খোকা, সজীব, আনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম শুভ। এদিকে ঘটনার পর আসামি সজীব সৌদি আরব ও সাইফুল কাতারে চলে যান।

মন্তব্য

সর্বশেষ সংবাদ