গ্রাহকের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জয়পুরহাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের ক্যাশিয়ারের বিরুদ্ধে।
গত রবিবার ঘটনাটি জানাজানির পর গ্রাহকরা সন্ধ্যা থেকে ব্যাংকটির কার্যালয় ঘিরে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ উপস্থিত হলে অভিযুক্ত মাসুদ রানা প্রাথমিকভাবে ৭০ থেকে ৮০ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় গতকাল সোমবার করা মামলায় মাসুদ রানাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত মাসুদ রানা জানান, ব্যাংকে কেউ তাঁর আকাউন্ট থেকে টাকা তুলতে এলে তিনি ওই গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে চাহিদার তুলনায় বেশি টাকা তুলতেন। এরপর গ্রাহকের চাহিদার টাকা দিয়ে অতিরিক্ত টাকা নিজের কাছে রেখে দিতেন। টাকা লেনদেনের মেসেজ গ্রাহকের কাছে যেত না। এভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রায় ৫৫ থেকে ৬০ লাখ টাকা তুলে নিয়েছেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, ‘এখন পর্যন্ত বিভিন্ন গ্রাহকের ৬০ থেকে ৭০ লাখ টাকা আত্মসাতের কথা শুনেছি। এখন কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে শুনতে পাচ্ছি।’