সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়ন। চোরাই পথে ভারত থেকে আনা পণ্যের মধ্যে রয়েছে খাদ্যপণ্য, কসমেটিকস, ওষুধ, গরু, ছাগল ও মাদকদ্রব্য। সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানি মালপত্র জব্দ করা হয়।