নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় পুলিশসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এ ছাড়া কুষ্টিয়ার মিরপুর ও ঠাকুরগাঁও সদরে আরো দুই নারীর লাশ উদ্ধার করেছে পুুলিশ। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :
নড়াইল : কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় হাসিম মোল্যা (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
এ সময় পুলিশসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় অস্ত্রসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। নিহত হাসিম মোল্যা উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের বাসিন্দা। ঘটনার পর ওয়ান সুটারগান ও গুলিসহ সিরাজ মোল্যা (৪৪) ও আজিজার (৫৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত সিরাজ মোল্যা গ্রামের মৃত আহমেদ মোল্যার ছেলে ও একই গ্রামের মকবুল শেখের ছেলে আজিজার শেখ।
কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান গ্রামের একটি তামাকের মাঠ থেকে সন্দেশী বালা দাসী (৪৯) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের মাঠ থেকে এই মরদেহ উদ্ধার করে মিরপুর থানার পুলিশ।
এর আগে শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিহত সন্দেশী বালা দাসী ঋষিপড়ার ঝন্টু দাসের স্ত্রী।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে রুমা বেগম (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের চেরাডাঙ্গী ঢোলকালি এলাকায় একটি ভুট্টাক্ষেতে লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে।
রুমা বেগম চেরাডাঙ্গী ঢোলকালি এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে গাঁঢাকা দিয়েছেন নিহতের স্বামী দেলোয়ার।