বগুড়ার চিকন সেমাইয়ের চাহিদা রয়েছে দেশজুড়ে। ঈদ সামনে রেখে ব্যস্ত এখানকার কারিগররা। সম্প্রতি শহরতলির বেজোড়া ও কলিশামাটি গ্রামে। ছবি : ঠাণ্ডা আজাদ
।
বগুড়ার চিকন সেমাইয়ের চাহিদা রয়েছে দেশজুড়ে। ঈদ সামনে রেখে ব্যস্ত এখানকার কারিগররা। সম্প্রতি শহরতলির বেজোড়া ও কলিশামাটি গ্রামে। ছবি : ঠাণ্ডা আজাদ
।
সম্পর্কিত খবর
আজ চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌ রুটে আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে ফেরির সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্ত ও সন্দ্বীপের গুপ্তছড়ায় ফলক উন্মোচন করা হবে। এ ছাড়া সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে ভার্চুয়ালি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের যুক্ত হওয়ার কথা রয়েছে। সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন সরকারের সাত উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ দুই সহকারী।
মণিরামপুরের হরিদাসকাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আরজান হোসেনকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আসাদুজ্জামান মিন্টু জানান, সম্প্রতি হরিদাসকাটি এলাকায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আরজান হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, ঘের দখল, সরকারি গাছ কাটা, অবৈধ মাটি কাটা ছাড়াও এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ ওঠে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে সুলভ মূল্যের দোকানে ৬৫০ টাকা কেজি গরুর মাংস ও ১০০ টাকায় এক ডজন মুরগির ডিম বিক্রি করা হচ্ছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে সুলভ মূল্যের দোকান গতকাল রবিবার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সুলভ মূল্যের দোকানে গরুর মাংস ও ডিম বিক্রি করা হবে। লাইনে দাঁড়িয়ে একজন ব্যক্তি ৬৫০ টাকায় এক কেজি গরুর মাংস ও ১০০ টাকায় এক ডজন ডিম কিনতে পারবেন।
নওগাঁর আত্রাইয়ে গরু চুরির অভিযোগে আন্ত জেলা গরুচোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহর (৪০) গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়। গতকাল রবিবার দুপুর ২টায় নওগাঁ জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাফিউল সারোয়ার এসব তথ্য জানান। পুলিশ সুপার বলেন, গত ১৪ মার্চ আত্রাই উপজেলার নৈদীঘি গ্রামের মোরশেদ আলী শেখের গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয়।