ভাঙ্গায় ঈদের কেনাকাটার জন্য চাহিদামতো টাকা না পাওয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রী শিরিনা বেগম (২৫) আত্মহত্যা করেছেন। ভাঙ্গা থানার পুলিশ বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। তিনি ওই গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। শিরিনা বেগম এক ছেলে ও এক মেয়ের মা।