নরসিংদীতে মালবাহী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদীর রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। ট্রেনটি স্টেশন অতিক্রমের প্রায় ৫০ মিটার পরে ওই ব্যক্তি কাটা পড়েন।