যাত্রীসেবায় অতিরিক্ত গতিরোধ, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বিআরটিএ, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে পরিবহনে জরিমানা, যাত্রীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত এবং অতিরিক্ত টাকা না আদায়ে বাস কাউন্টারগুলোকে সতর্ক করা হয়। কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবর—
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ঈদকে ঘিরে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে চেয়ারকোচ বাসসহ ১৪টি পরিবহনকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত রায়পুর উপজেলা বাস টার্মিনাল ও ল্যাংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বাস পরিবহন ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের অর্থদণ্ড দেওয়া হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। সহকারী কমিশনার শাহেদ আরমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অর্থদণ্ডপ্রাপ্ত চেয়ারকোচগুলোর মধ্যে ঢাকা এক্সপ্রেসকে ১০ হাজার টাকা, শাহী পরিবহনকে ১০ হাজার, জোনাকি পরিবহনকে তিন হাজার ও ইকোনো পরিবহনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া চাঁদপুরগামী ১০ সিএনজিচালিত অটোরিকশাচালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নীলফামারী : নীলফামারীতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদর ও জলঢাকা উপজেলায় অভিযান পরিচালিত হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিক্রীত টিকিটের অর্থ ফেরতসহ পাঁচটি মামলায় দুই হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ। অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান, মেকানিক্যাল সহকারী রোহান সরকার রঞ্জুসহ পুলিশ প্রশাসনের সদস্যরা।
বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান জানান, ঈদ-পরবর্তী সময়ে অতিরিক্ত গতি ও যাত্রী পরিবহন রোধ, হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের লক্ষ্যে বিশেষ ওই অভিযান পরিচালিত হয়।
দুর্গাপুর (নেত্রকোনা) : দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর গত শুক্রবার রাতে পৌর শহরের দক্ষিণপাড়া মোড় ও বিরিশিরি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মা মনি এন্টারপ্রাইজ, সাথী পরিবহন, সেন্ট মার্টিন সিবিসি পরিবহনসহ বিভিন্ন বাসে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দিতে বাধ্য করা হয়। সেই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করা হয়, সে জন্য কাউন্টারগুলোকে সতর্ক করা হয়।