<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কদিন আগেই যথানিয়মে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উৎসবের ঘোষণা দেয় বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। ঘোষণা মোতাবেক আজ শুরু হচ্ছে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু বুধবার রাতে আরেক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উৎসবটি স্থগিতের বার্তা দেন সংগঠনের প্রবীণ সদস্যরা। ডাক দিয়েছেন বয়কটের। এ নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আঙিনায় দেখা দিয়েছে বিভাজন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"><img alt="বয়কটের ডাক প্রবীণদের, অনড় বর্তমান কমিটি" height="145" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/20-12-2024/6666.jpg" style="float:right" width="200" />বুধবার শর্ট ফিল্ম ফোরামের প্যাডে পাঠানো প্রবীণ সদস্যদের ওই বিজ্ঞপ্তির নিচে নাম রয়েছে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য মোরশেদুল ইসলাম, তানভীর মোকাম্মেল ও মানজারে হাসীন মুরাদের নাম। তাঁদের সম্মিলিত বার্তা এ রকম, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কোনো কোনো মহলের অযাচিত হস্তক্ষেপের ফলে চলচ্চিত্র উৎসবটি তার নিজস্ব মূল্যবোধ ও চরিত্র হারাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের জরুরি সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্তক্রমে এ উৎসবটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে অনুকূল পরিবেশে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের নিজস্ব ঐতিহ্য ও স্বকীয়তা বজায় রেখে চলচ্চিত্র উৎসবটির আয়োজন করা হবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">উৎসবটি বয়কটের ডাক দিয়ে তারা লিখেছেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কেউ যদি এ উৎসবটি আয়োজনের চেষ্টা করে থাকে, তবে সে উৎসবটি বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উৎসব হবে না। সে ক্ষেত্রে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সব সদস্যকে সে উৎসবটি বর্জন করার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে আমরা এ দেশের জনগণ ও গণমাধ্যমকেও ওই চলচ্চিত্র উৎসবটিকে বয়কট করার আহ্বান জানাচ্ছি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এর পরই বিপরীত একটি বার্তা দিয়েছেন শর্ট ফিল্ম ফোরামের বর্তমান সভাপতি জহিরুল ইসলাম কচি। তার বক্তব্য, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এই তিনজন নির্মাতা বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রাচীনতম সদস্য হলেও বর্তমানে তাঁরা শর্ট ফিল্ম ফোরামের কোনো নির্বাহী দায়িত্বে নেই। শর্ট ফিল্ম ফোরামের প্যাড ব্যবহার করে এ ধরনের বিবৃতি বা উৎসব স্থগিত করার এখতিয়ার তাদের নেই। আমরা স্পষ্ট করে বলতে চাই যে উৎসব যথারীতি চলবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য সামাজিক মাধ্যমে অনেকেই পোস্ট করছেন। ফলে সাধারণ সদস্যদের মাঝে বিভাজন স্পষ্ট হয়ে উঠছে। বিষয়টি নিয়ে জানতে তানভীর মোকাম্মেলের নাম্বারে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে সাড়া দিয়েছেন মোরশেদুল ইসলাম। তিনি কালের কণ্ঠকে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ওরা একটা গ্রুপ, কারো সঙ্গে কথা না বলে, কারো মতামত না নিয়ে নিজেদের মতো করে উৎসবটা করতে চাচ্ছিল। সেটা অন্যরা মানতে চায়নি। এ নিয়ে মিটিং হয়েছে, মিটিংয়ে আশি শতাংশ সদস্য মতামত দিয়েছে আপাতত স্থগিত করে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে পরে উৎসবটি করতে। কিন্তু ওরা সেটা মানেনি। এটা নিয়েই সমস্যা।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সংগঠনের জ্যেষ্ঠ সদস্য হওয়ার দায়িত্ব থেকে এ বিভাজন সমাধানের চেষ্টা করেছেন কি না? এমন প্রশ্নের জবাবে মোরশেদুল ইসলাম বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সুরাহার চেষ্টাও করেছি আমরা। তিন ঘণ্টার মতো অনলাইনে মিটিং করেছি। কিন্তু ওরা যদি বুঝতে না চায়, তাহলে কিছু করার থাকে না। এখন তারা যদি উৎসব করে, করুক। আমরা বর্জন করলাম। অন্যদেরও বর্জন করার আহ্বান জানাই।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে শর্ট ফিল্ম ফোরামের বর্তমান কমিটির অবস্থান ঠিক এর বিপরীত। ২০২২ সাল থেকে এর কার্যকরী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন জহিরুল ইসলাম কচি। জানালেন, চেতনাগত, পদ্ধতিগত ও প্রেরণাগত কিছু কারণে এই বিভাজন দেখা দিয়েছে। তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যারা উৎসবের বিরোধিতা করছেন, তারা মূলত পুরনো রেজিমের চিন্তা-চেতনা ধারণ করেন। ফলে নতুন রেজিমের চিন্তা গ্রহণ করতে পারেন না। এর প্রকাশ ঘটে তানভীর মোকাম্মেলের একটি সাক্ষাৎকারে, যেটা তিনি একটি ভারতীয় পত্রিকায় দিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানকে সিআইয়ের অর্থায়নে আইএস এর সহযোগিতায় জামায়াত, হিজবুত ও ইসলামী দলগুলোর অভ্যুত্থান বলে আখ্যায়িত করেন। এটা সামাজিক মাধ্যমে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। তখনো কিন্তু তিনি উৎসব কমিটির চেয়ারম্যান ছিলেন। এ কারণে আমরাও বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছি। উৎসবের ক্ষেত্রেও একটা সংকট তৈরি হয়। এরপর আমরা সরকারের পরামর্শ ও নির্বাহী পরিষদের বৈঠকে তানভীর ভাইসহ উৎসব কমিটি স্থগিতের সিদ্ধান্ত নিই। এরপর থেকেই তারা নানাভাবে উৎসব ব্যাহত করার চেষ্টা করে আসছেন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">উৎসবের উদ্বোধন করবেন বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এ বিষয়েও তানভীর মোকাম্মেলরা বিরোধিতা করেছেন বলে দাবি জহিরুল ইসলামের। তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এই সরকারের উপদেষ্টা, ডিজি যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের নিয়েও আপত্তি জানিয়েছেন তাঁরা। এই সরকারকে তাঁরা মানেন না। অথচ বিগত দিনে ফোরাম যত উৎসব করেছে, সব আয়োজনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রীকে ডেকেছে। এখন তাঁরা বিরোধিতা করার মাধ্যমে পুরনো দলের প্রতি তাঁদের আনুগত্য বুঝিয়ে দিচ্ছেন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নানা আলোচনার পর উৎসব পিছিয়ে দেওয়ারও প্রস্তাব দেন তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলামরা। তবে জহিরুল ইসলাম কচির ভাষ্য, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রস্তাবের পক্ষে কোনো যৌক্তিক কারণ তাঁরা দেখাতে পারেননি। একটাই কারণ বলেছেন, যদি উপদেষ্টাদের বাদ দেওয়া হয়, তাহলেই তাঁরা উৎসবে সমর্থন দেবেন। এটা আমাদের কাছে একেবারে অগ্রহণযোগ্য মনে হয়েছে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span>  </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সবশেষে জহিরুল ইসলাম কচি জানান, স্থগিত কিংবা পেছানো নয়, আজ থেকেই উৎসব মহাসমারোহে চলবে। সেই সঙ্গে এবার তরুণদেরও বিপুল অংশগ্রহণ হবে বলে প্রত্যাশা করছেন তিনি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">উল্লেখ্য, এবার শতাধিক দেশের ২৭৬ চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। আজ বিকেল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে হবে উৎসবের উদ্বোধন। উৎসবটি উৎসর্গ করা হয়েছে জুলাই-আগস্ট অভ্যুথানে শহীদ ও শিল্পী এস এম সুলতানকে।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>