বৈশাখী টেলিভিশনে আজ রয়েছে রমজান মাসের বিশেষ ধারাবাহিক নাটক ‘পরকাল’। প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা টিপু আলম মিলন, চিত্রনাট্য ও পরিচালনা আকাশ রঞ্জন। অভিনয়ে সাঈদ বাবু, বৃষ্টি ইসলাম, আব্দুল্লাহ রানা, মিষ্টি মারিয়া, মাসুম বাসার, আমিন আজাদ, গুলশান আরা, শিখা প্রমুখ।
স্টুডিও বি
আলজাজিরায় দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে আলোচনা অনুষ্ঠান ‘স্টুডিও বি’। আজকের পর্ব ‘দি এআই সিরিজ: ইনট্রোডাকশন টু এআই’। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কত দূর এগিয়েছে, বিশ্বের ওপর এর প্রভাব কেমন, তা নিয়ে কথা বলবেন শান্তিতে নোবেলজয়ী মারিয়া রেসা ও অধ্যাপক মাইকেল উল্ডরিজ।