প্রেম-ভালোবাসা হোক কিংবা জীবন-বাস্তবতার আরো নানা দিক তাঁর মতো করে কে আর ফুটিয়ে তুলতে পেরেছেন গানে! তিনি কবীর সুমন। আজ এই গানওয়ালার জন্মদিন। জীবনের প্লাটিনাম জয়ন্তী তথা ৭৫ পূর্ণ করে পা রাখলেন ছিয়াত্তরে। এ উপলক্ষে কলকাতার মধুসূদন মঞ্চে সন্ধ্যা ৬টায় রয়েছে বিশেষ আয়োজন—‘কবীর সুমন ছিয়াত্তরে’।
সেখানে গাইবেন ‘গানওয়ালা’।
কবীর সুমনের জন্ম ভারতের ওড়িশার কটকে, ১৯৪৯ সালের ১৬ মার্চ। ৪৩ বছর বয়সে প্রকাশ করেন মৌলিক গানের প্রথম অ্যালবাম ‘তোমাকে চাই’ [১৯৯২]। এর মধ্য দিয়ে বাংলা গানে নতুন এক ধারা সৃষ্টি করেছেন তিনি।

২০ বছর পর উইল স্মিথের অ্যালবাম
অনেকে হয়তো ভুলতেই বসেছে, উইল স্মিথ যে গানও করেন। গত দুই দশকে ডুবে ছিলেন অভিনয়ে। দুনিয়াজোড়া খ্যাতিও পেয়েছেন। অথচ স্মিথের ক্যারিয়ার শুরুই হয়েছিল র্যাপ গান দিয়ে।
শৈশব থেকেই গাইছেন। বড় হয়ে জিতেছেন চারটি গ্র্যামি। একসময়ের তুমুল জনপ্রিয় এই র্যাপার দীর্ঘ দুই দশক পর নতুন অ্যালবাম নিয়ে আসছেন। গতকাল স্মিথ ঘোষণা দিয়েছেন, তাঁর নয়া অ্যালবাম ‘বেজড অন আ ট্রু স্টোরি’ প্রকাশিত হবে ২৮ মার্চ। এর আগে ২০০৫ সালে প্রকাশিত হয়েছিল তাঁর অ্যালবাম ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’। স্মিথের গানে ফেরার খবরে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। স্মিথ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটা অফিশিয়াল ঘোষণা। অ্যালবামটি ২৮ মার্চ আসবে। অনেক দিন ধরে অ্যালবামটি নিয়ে কাজ করছি। এখন শুধু আপনাদের কাছে পৌঁছানোর অপেক্ষা।’