আরো খবর

গানওয়ালার জন্মদিনে কনসার্ট

শেয়ার
গানওয়ালার জন্মদিনে কনসার্ট
কবীর সুমন

প্রেম-ভালোবাসা হোক কিংবা জীবন-বাস্তবতার আরো নানা দিক তাঁর মতো করে কে আর ফুটিয়ে তুলতে পেরেছেন গানে! তিনি কবীর সুমন। আজ এই গানওয়ালার জন্মদিন। জীবনের প্লাটিনাম জয়ন্তী তথা ৭৫ পূর্ণ করে পা রাখলেন ছিয়াত্তরে। এ উপলক্ষে কলকাতার মধুসূদন মঞ্চে সন্ধ্যা ৬টায় রয়েছে বিশেষ আয়োজন—‘কবীর সুমন ছিয়াত্তরে’।

সেখানে গাইবেন ‘গানওয়ালা’।

কবীর সুমনের জন্ম ভারতের ওড়িশার কটকে, ১৯৪৯ সালের ১৬ মার্চ। ৪৩ বছর বয়সে প্রকাশ করেন মৌলিক গানের প্রথম অ্যালবাম ‘তোমাকে চাই’ [১৯৯২]। এর মধ্য দিয়ে বাংলা গানে নতুন এক ধারা সৃষ্টি করেছেন তিনি।

 

গানওয়ালার জন্মদিনে কনসার্ট

২০ বছর পর উইল স্মিথের অ্যালবাম

অনেকে হয়তো ভুলতেই বসেছে, উইল স্মিথ যে গানও করেন। গত দুই দশকে ডুবে ছিলেন অভিনয়ে। দুনিয়াজোড়া খ্যাতিও পেয়েছেন। অথচ স্মিথের ক্যারিয়ার শুরুই হয়েছিল র‌্যাপ গান দিয়ে।

শৈশব থেকেই গাইছেন। বড় হয়ে জিতেছেন চারটি গ্র্যামি। একসময়ের তুমুল জনপ্রিয় এই র‌্যাপার দীর্ঘ দুই দশক পর নতুন অ্যালবাম নিয়ে আসছেন। গতকাল স্মিথ ঘোষণা দিয়েছেন, তাঁর নয়া অ্যালবাম ‘বেজড অন আ ট্রু স্টোরি’ প্রকাশিত হবে ২৮ মার্চ। এর আগে ২০০৫ সালে প্রকাশিত হয়েছিল তাঁর অ্যালবাম ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’।
স্মিথের গানে ফেরার খবরে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। স্মিথ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটা অফিশিয়াল ঘোষণা। অ্যালবামটি ২৮ মার্চ আসবে। অনেক দিন ধরে অ্যালবামটি নিয়ে কাজ করছি। এখন শুধু আপনাদের কাছে পৌঁছানোর অপেক্ষা।’

 

 

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

পনম্যান

শেয়ার
পনম্যান
‘পনম্যান’ ছবিতে বাসিল জোসেফ

৩০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মালয়ালম ছবি ‘পনম্যান’। পেয়েছিল ভূয়সী প্রশংসা। ১৪ মার্চ ছবিটি এসেছে জিও হটস্টারে। ভারতীয় লেখক জিআর ইন্দুগোপানের উপন্যাস ‘নালাঞ্চু চিরুপাকার’ অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি।

আজেশ গয়নার সেলস কর্মী। বিয়ের কনে পরিবারের কাছে সোনা বিক্রি করে। শর্ত বিয়েতে পাওয়া উপহার থেকে সোনার দাম পরিশোধ করবে তারা। কিন্তু ঘটনা মোড় নেয় অন্যদিকে।
অভিনয়ে আছেন বাসিল জোসেফ, সাজিন গোপু, লিজোমল জোসে, দীপক পরমবোল প্রমুখ।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

তবুও ভালোবাসি

শেয়ার
তবুও ভালোবাসি
‘তবুও ভালোবাসি’ ছবিতে বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি

অভিনয়ে বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহি, অমিত হাসান। পরিচালনা মনতাজুর রহমান আকবর।
সকাল ৯টা, এনটিভি।

গল্পসূত্র : সৎ ও প্রতিবাদী যুবক সংগ্রাম।

পড়াশোনা শেষ করে বাবার ব্যবসার দায়িত্ব নেবে। এর আগে বন্ধুর বিয়ের দাওয়াতে যায় গাজীপুর। সেখানে পরিচয় হয় চঞ্চল মেয়ে সুনয়নার সঙ্গে। সুনয়নার প্রেমে পড়ে সংগ্রাম; কিন্তু তার বাবার ভয়ে বলতে পারে না।
সুনয়নার বাবা অসুস্থ হয়। তাকে চিকিৎসা করাতে হরতালের মধ্যেও ছুটে যায় সংগ্রাম। বিরোধে জড়িয়ে পড়ে সন্ত্রাসী লালের সঙ্গে।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

গোলমাল

শেয়ার
গোলমাল
‘গোলমাল’ ধারাবাহিকের দৃশ্য

আরটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘গোলমাল’। প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা আহমেদ শাহাবুদ্দিন, পরিচালনা কায়সার আহমেদ ও আল হাজেন। অভিনয়ে আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, নাদিয়া খানম, প্রাণ রায়, আজিজুল হাকিম প্রমুখ।

 

ওয়ান্ডারস অব তুর্কি

বিবিসি নিউজে আজ দুপুর ১টা ৫৫ মিনিটে রয়েছে ভ্রমণ ও ঐতিহ্য বিষয়ক অনুষ্ঠান ‘ওয়ান্ডারস অব তুর্কি’। ইউরোপ-এশিয়ার মধ্যবর্তী দেশ তুরস্কের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থান ও স্থাপনার গল্প তুলে ধরা হবে এতে। সঞ্চালনায় ইতিহাসবিদ বেটানি হিউজ।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সাত বছর পর নাবিলা প্রথমবার ইমন

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
সাত বছর পর নাবিলা প্রথমবার ইমন

ঈদ উৎসবে টিভি পর্দার অন্যতম আকর্ষণ ‘আনন্দমেলা’। অনেক বছর ধরে বিটিভিতে প্রচারিত হয়ে আসছে এই ম্যাগাজিন অনুষ্ঠান। এবারের আনন্দমেলা উপস্থাপনা করবেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও অভিনেতা মামনুন ইমন। আনন্দমেলায় এটি নাবিলার জন্য দ্বিতীয়বার উপস্থাপনা, সাত বছর আগে ২০১৮তে তিনি একবার এ দায়িত্ব সামলেছিলেন।

অন্যদিকে ইমনের জন্য প্রথমবার এ অভিজ্ঞতা হতে যাচ্ছে। আনন্দমেলায় ফেরা প্রসঙ্গে নাবিলা বলেন, ‘এই অনুষ্ঠানের প্রতি দেশের মানুষের এখনো অনেক আগ্রহ। তাই ভালো লাগছে। ঈদের আমেজ অনুভব করছি।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ