আরো খবর

ঈদে টিভিতে ‘দরদ’

শেয়ার
ঈদে টিভিতে ‘দরদ’
‘দরদ’-এ শাকিব খান ও সোনাল চৌহান

ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে দেখা যাবে অনন্য মামুনের ‘দরদ’। এই ছবিতে শাকিব খান প্রথমবারের মতো বলিউডের নায়িকা সোনাল চৌহানের সঙ্গে জুটি বাঁধেন। যদিও ছবিটি যতটা সাফল্য পাওয়ার কথা ছিল, ততটা পায়নি। বড় পর্দার পর ওটিটি প্ল্যাটফরমেও মুক্তি পেয়েছিল ‘দরদ’।

গত মাসে মুক্তি পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। অনন্য মামুন বলেন, ‘প্রতি ঈদেই নতুন ছবির টিভি প্রিমিয়ারের আয়োজন করে চ্যানেল আই। এবারও বেশ কয়েকটি সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারের আয়োজন করেছে চ্যানেলটি। সে তালিকায় ঈদের দ্বিতীয় দিন দেখা যাবে আমার ছবিটি।

সাইকো থ্রিলার গল্পের ‘দরদ’ ছবিতে দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় শাকিব-সোনাল জুটির সঙ্গে আরো অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ প্রমুখ।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

ওয়েলকাম টু দ্য ফ্যামিলি

শেয়ার
ওয়েলকাম টু দ্য ফ্যামিলি
‘ওয়েলকাম টু দ্য ফ্যামিলি’ সিরিজের দৃশ্য

নেটফ্লিক্সে গতকাল মুক্তি পেয়েছে মার্ক অ্যালাজ্রাকির স্প্যানিশ সিরিজ বিয়েনভেনিদোস আ লা ফ্যামিলিয়ার ইংরেজি সংস্করণ ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। গঞ্জালোর মৃত্যু হয় তার মেয়ে ক্রিস্টিনা ও স্ত্রী লুসিয়ানার সামনেই। কিন্তু মরদেহ তারা লুকিয়ে রাখে। প্রতিবেশী, পুলিশ সবার কাছেই খবরটি চেপে যায়।

নেপথ্যে রয়েছে সম্পত্তিজনিত জটিলতা। অভিনয়ে আছেন নোনা কারদোনার, জর্জিনা আমোরোস, ইয়োলান্দা রামোস, আইভান ম্যাসাজ প্রমুখ।

 

মন্তব্য
চলচ্চিত্র

দবির সাহেবের সংসার

শেয়ার
দবির সাহেবের সংসার
‘দবির সাহেবের সংসার’-এ মাহিয়া মাহি ও বাপ্পী চৌধুরী

অভিনয়ে মাহিয়া মাহি, বাপ্পী চৌধুরী, রোজ, আলীরাজ। পরিচালনা জাকির হোসেন রাজু। সকাল ৯টা, এনটিভি।

গল্পসূত্র : অবসরপ্রাপ্ত বিচারক দবির সাহেব বিপত্নীক।

তার দুই মেয়ে। বড় মেয়ে থাকে বিদেশে। ছোট মেয়ে প্রতীক্ষা অল্প বয়সেই হারিয়ে যায়। তার বিশ্বাস প্রতীক্ষা একদিন ঠিকই ফিরে আসবে।
নিজের ও সংসারের দেখাশোনার জন্য কুদ্দুস ও আক্কাসকে নিয়োগ দেয়। পাশের ফ্ল্যাটে কাজের মেয়ে চুমকীর প্রেমে পড়ে দুজনই। দবির সাহেব ও চুমকীর মনরক্ষায় প্রতিযোগিতায় নামে কুদ্দুস ও আক্কাস।

 

 

মন্তব্য
টিভি হাইলাইটস

টকিং মুভিজ

শেয়ার
টকিং মুভিজ

বিবিসি নিউজে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান টকিং মুভিজ। বিশ্ব চলচ্চিত্রের সাপ্তাহিক খবরাখবর তুলে ধরেন সঞ্চালক টম ব্রুক। পাশাপাশি থাকে বিভিন্ন তারকার সাক্ষাৎকার এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ছবির খুঁটিনাটি।

 

মন্তব্য
কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল

আজ দেবাশীষের অতিথি সালমা

শেয়ার
আজ দেবাশীষের অতিথি সালমা
‘বিশ্বাসে মিলায় বন্ধু’ অনুষ্ঠানের ফাঁকে দেবাশীষ বিশ্বাস ও সালমা

রাত ৯টায় কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একযোগে আসবে বিশ্বাসে মিলায় বন্ধুর নতুন পর্ব। দেবাশীষ বিশ্বাসের এই শোতে আজকের অতিথি কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। জনপ্রিয় এই গায়িকা বলেছেন তাঁর ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের অনেক না-বলা কথা। এরই মধ্যে বেশ জমে উঠেছে বিশ্বাসে মিলায় বন্ধু

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ