ভারতীয় চলচ্চিত্রে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের বিচরণ অনেক দিনের। জনপ্রিয়তা ও সাফল্যে হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের প্রথম সারির তারকা। সেখানকার অন্যতম জনপ্রিয় পুরস্কার ফিল্মফেয়ার বাংলা জিতেছেন চারবার। এবার তাঁর হাতে উঠল ফিল্মফেয়ারের ভিন্ন একটি পুরস্কার।
ভারতীয় চলচ্চিত্রে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের বিচরণ অনেক দিনের। জনপ্রিয়তা ও সাফল্যে হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের প্রথম সারির তারকা। সেখানকার অন্যতম জনপ্রিয় পুরস্কার ফিল্মফেয়ার বাংলা জিতেছেন চারবার। এবার তাঁর হাতে উঠল ফিল্মফেয়ারের ভিন্ন একটি পুরস্কার।
সোমবার [১৭ মার্চ] রাতে কলকাতায় দেওয়া হয়েছে ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড বাংলা ২০২৫’। এতে ‘ট্রাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন জয়া আহসান। জমকালো অনুষ্ঠানের মঞ্চে তাঁর হাতে পুরস্কারটি তুলে দেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। প্রথমবার এ পুরস্কার দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে।
এই আসরে বিভিন্ন বিভাগে আরো পুরস্কৃত হয়েছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, পাওলি দাম, শুভশ্রী গাঙ্গুলি, কোয়েল মল্লিক, জিত্, শর্মিলা ঠাকুর, মনামী ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্তসহ অনেকে।
গেদিকে গতকাল রাতে পশ্চিমবঙ্গে বসার কথা ফিল্মফেয়ার বাংলার মূল আয়োজন। যেখানে চলচ্চিত্রের জন্য দেওয়া হয় পুরস্কার। এখানেও মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। ‘ভূতপরী’ ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে লড়ছেন তিনি।
সম্পর্কিত খবর
মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপড়েন ও সংসারের ঘানি টানতে টানতে অতিষ্ঠ জীবন নিয়ে এবারের ‘ইত্যাদি’তে গান গেয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। গানটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র্যাপার মাহমুদুল হাসান। চমৎকার চারটি বক্তব্য নিয়ে এবারের এই মিউজিক্যাল ড্রামা দর্শকদের ভালো লাগবে বলে মনে করেন বাবু। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর।
২০২২ সালে মুক্তি পেয়েছিল নীরাজ পাণ্ডের প্রশংসিত সিরিজ ‘খাকি : দ্য বিহার চ্যাপ্টার’। তিন বছর পর নতুন অধ্যায় নিয়ে এলেন নির্মাতা। আজ নেটফ্লিক্সে এসেছে ‘খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার’। কলকাতার সন্ত্রাস দমনে দায়িত্ব পায় পুলিশ অফিসার অর্জুন মৈত্র।
অভিনয়ে শাবনূর, রিয়াজ, অমিত হাসান। পরিচালনা আবিদ হাসান বাদল। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : সাগর ছবি আঁকে।
ফাউল জামাই
এনটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘ফাউল জামাই’। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, আব্দুল্লাহ রানা, আশরাফ সুপ্ত, মুসাফির সৈয়দ বাচ্চু, তানহা তাসনিয়া, রোবেনা রেজা জুঁই, সুজিত বিশ্বাস প্রমুখ।
আফ্রিকা’স ঘোস্ট রিপোর্টারস
আল জাজিরায় দুপুর ১২টা ৩০ মিনিটে রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন ‘আফ্রিকা’স ঘোস্ট রিপোর্টারস’। আফ্রিকার বেশ কিছু দেশে রাজনৈতিক প্রপাগাণ্ডা ছড়ানোর জন্য ভুয়া সাংবাদিকতা একটি হাতিয়ার হয়ে উঠেছে। এর রহস্য উদঘাটন করেছে আল জাজিরার অনুসন্ধানী টিম।