<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাতে সেলাই করেছেন জামা, সঙ্গে নিখুঁত কারুকার্য করা। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ নিয়েছেন, শিখেছেন ব্লক বাটিক আর হ্যান্ড পেইন্টিংয়ের কাজ। হাতে সেলাই করা জামা নিয়ে সেদিন হাজির হয়েছিলেন সুমি, সানজিদাসহ আরো অনেকে। প্রত্যেকের সামনে একটি নতুন সেলাই মেশিন। মেশিনের ওপর রাখা তাদের নিজ হাতে কারুকার্য করা জামা। চোখেমুখে রাজ্যের হাসি, যেন সুই-সুতায় স্বপ্ন বুনে এনেছেন তারা। এবার দিনবদলের পালা। বসুন্ধরা গ্রুপের দেওয়া সেলাই মেশিন পেয়ে মনে হচ্ছিল দিনবদলের স্বপ্ন তাদের হাতছানি দিচ্ছে। আজই সেই স্বপ্ন নিয়ে বাড়ি ফিরবেন প্রত্যেকে। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মেশিন পাওয়া নারীদের দেখে এমনটিই মনে হচ্ছিল। সম্প্রতি শরীয়তপুর, মাদারীপুর ও চট্টগ্রামে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বিনা মূল্যে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তিন দিনে তিনটি উপজেলায় ২০ জন করে মোট ৬০ জনের হাতে বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে এই সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামের বোয়ালখালীতে প্রশিক্ষণ নেওয়া ২০ অসচ্ছল অতিদরিদ্র নারী জানান, এবার তারা নতুন উদ্যমে স্বপ্ন বুনবেন। সবাইকে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ, ব্লক বাটিকের কাজ, হ্যান্ড পেইন্টের কাজ শেখানো শেষে বিনা মূল্যে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা গ্রুপ। এখন আর আয়ের পথে কোনো বাধা থাকল না। চট্টগ্রামের সেলাই মেশিন পাওয়া ২০ জনের মধ্যে ১৫ জনই শিক্ষার্থী। তারা জানিয়েছেন স্বপ্নের কথা। শুনিয়েছেন আশার বাণী। সংসারে সচ্ছলতা ফেরানোর পাশাপাশি নিজের পড়ালেখাও সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন বলে জানান দরিদ্র পরিবারের এই শিক্ষার্থীরা। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা মিত্র, কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈম, বসুন্ধরা শুভসংঘ বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক এম এ তালেব, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, মো. মোশরাফুল হক, প্রশিক্ষক তাসলিমা জিন্নাত, এস এম এ জুয়েল প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের আর্থিক সহায়তায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে মাদারীপুরে ২০ নারীকে প্রশিক্ষণ ও সেলাই মেশিন দেওয়া হয়েছে। মাদারীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজের পিছিয়ে থাকা অসচ্ছল নারী ও শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মেশিন তুলে দেন মাদারীপুর জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহান, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জিএম (হিসাব) শহিদুর রহমান শাহীন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হুমায়ুন কবির, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ডা. সোহেলুজ্জামান, ছাত্র প্রতিনিধি ইমন আহমেদ শুভ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ মাদারীপুর জেলার সভাপতি ওহিদুজ্জামান কাজল। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাহান্দার আলী জাহান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আর্থিকভাবে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ ও মেশিন দিয়েছে বসুন্ধরা গ্রুপ। দেশে আরো অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। দারিদ্র্য বিমোচনের জন্য দরকার কর্মসংস্থান। মাদারীপুরের অসচ্ছল নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ায় বসুন্ধরাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই সেলাই প্রশিক্ষণ ও মেশিন পেয়ে নারীরা সংসারের ভরণ-পোষণের দায়িত্ব নিতে পারবেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মো. হুমায়ুন কবির বলেন, অসহায় এই নারীদের প্রশিক্ষণ শেষে বিনা মূল্যে সেলাই মেশিন দেওয়া হলো। তারা এই মেশিনের মাধ্যমে কাপড় সেলাই করে যা উপার্জন করবেন, সেটি কিছুটা হলেও সংসারের চাহিদা মেটাতে সহায়ক হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভবিষ্যতে এমন কর্মকাণ্ড অব্যাহত থাকবে জানিয়ে শহিদুর রহমান শাহীন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সামাজিক দায়বদ্ধতা থেকেই অসচ্ছল নারীদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমাদের কার্যক্রম চলমান থাকবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংগঠনের সদস্যরা জানান, গ্রামীণ পিছিয়ে পড়া নারীদের জন্য এমন উদ্যোগ সুফল পেতে শুরু করেছে। বসুন্ধরা শুভসংঘের বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ পিছিয়ে পড়া নারীদের জীবন আলোকিত করছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শরীয়তপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দুস্থ ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে পাঁচ মাসের প্রশিক্ষণ শেষে ২০ নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। সদর উপজেলার কলোনি মাঠের পাশের একটি বাড়িতে সম্প্রতি এই সেলাই মেশিন বিতরণ করা হয়। বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলার সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় টিম, জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের শরীয়তপুর প্রতিনিধি শরিফুল আলম ইমন, নিউজ টোয়েন্টিফোরের শরীয়তপুর প্রতিনিধি বিধান মজুমদার অনি, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান শামীম মোল্লা, প্রশিক্ষক মুন্নি বেগম প্রমুখ। অতিথিরা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কঠিন জীবনযুদ্ধের মধ্যে থাকা সীমিত আয়ের পরিবারকে নতুন আশা দেখিয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ করায় পিছিয়ে পড়া নারীরা এখন এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারেন। শুধু প্রশিক্ষণ দিলে তার ফল ভালো হতো না, কিন্তু এই প্রশিক্ষণ ও সেলাই মেশিন দরিদ্র নারীদের জীবন পরিবর্তন করতে সাহায্য করবে।</span></span></span></span></p>