<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাত্র তিনটা প্রথম শ্রেণির ম্যাচের অভিজ্ঞতা নিয়ে ১৮ বছর বয়সে টেস্ট অভিষেক হয়েছিল প্যাট কামিন্সের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে ৭৯ রানে ৬ উইকেটের সঙ্গে জয়সূচক রানও এসেছিল অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়কের ব্যাট থেকে। কামিন্স ঠিক তেমন কিছুই আশা করছেন স্যাম কন্সটাসের কাছ থেকে, আজ ভোরে যিনি প্রথমবার নেমে পড়েছেন টেস্ট ভুবনে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের বিপক্ষে এবারের বক্সিং ডে টেস্ট স্মরণীয় হয়ে থাকবে ১৯ বছর বয়সী কন্সটাসের। সেটিকে রঙিন করার পরামর্শও দিয়েছেন কামিন্স, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্যামকে বলেছি, অভিষেকে আমার ব্যর্থতার দায় নির্বাচকদের। কারণ, তারাই তো আমাকে খেলিয়েছেন। তুমি স্রেফ উপভোগ করো।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ক্রিকইনফো</span></span></span></span></span></p>