এবার আর নির্দিষ্ট সময়ের জন্য নয়, জাতীয় ক্রিকেট দলের পাইপলাইন মজবুত করতে বছরব্যাপী হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের কার্যক্রম চালাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১ মে থেকে এবারের কর্মসূচি শুরু হবে বলে জানান এইচপি বিভাগের নতুন চেয়ারম্যান মাহবুব আনাম।
মাহবুব বলছিলেন, ‘খণ্ডকালীন ক্যাম্প করলে সেগুলো খুব বেশি কাজে আসে না। এ জন্য আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছি।
’ এবারের ক্যাম্পে অভিজ্ঞদের ঠাঁই হবে না বলে জানিয়ে রাখলেন তিনি, ‘নির্বাচকদের সঙ্গে আমি খুব দ্রুত বসব। এর আগে যখন কথা হয়েছে, আমি বলেছি, খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো গুরুত্বপূর্ণ নয়। যারা ভবিষ্যতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারে, এমন খেলোয়াড়দের নিয়ে এবারের ক্যাম্প হবে।’
ঘরোয়া লিগের ব্যস্ততা থাকলেও এই ক্যাম্প চলবে বলে জানা গেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দল না পাওয়া তরুণরা এই ক্যাম্পে অনুশীলন করতে পারবেন। এইচপির হেড কোচের দায়িত্ব পাওয়া ডেভিড হেম্পের আজ বাংলাদেশে আসার কথা আছে। তাঁর সঙ্গে আগামীকাল আলোচনা করে গোটা বছরের পরিকল্পনা ঠিক করবেন এইচপি চেয়ারম্যান।
আগামী ৭ মে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।
এই সফরে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের টেস্ট খেলবে সফরকারীরা। ওয়ানডে তিনটি হবে রাজশাহীতে। চার দিনের ম্যাচের প্রথমটি হবে চট্টগ্রামে, দ্বিতীয় ও শেষ ম্যাচটি মিরপুরে হবে বলে জানা গেছে। চলতি বছর এর বাইরে আরেকটি দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করা যায় কি না, এ বিষয়েও পরিকল্পনা করছে বিসিবি।
এদিকে মিজানুর রহমান বাবুলকে টপকে এইচপির সহকারী কোচ হওয়ার দৌড়ে হান্নান সরকার এগিয়ে আছেন বলে জানা গেছে।