প্রতিভার খোঁজ চলবে বছরজুড়ে

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
প্রতিভার খোঁজ চলবে বছরজুড়ে

এবার আর নির্দিষ্ট সময়ের জন্য নয়, জাতীয় ক্রিকেট দলের পাইপলাইন মজবুত করতে বছরব্যাপী হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের কার্যক্রম চালাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১ মে থেকে এবারের কর্মসূচি শুরু হবে বলে জানান এইচপি বিভাগের নতুন চেয়ারম্যান মাহবুব আনাম।

মাহবুব বলছিলেন, খণ্ডকালীন ক্যাম্প করলে সেগুলো খুব বেশি কাজে আসে না। এ জন্য আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছি।

এবারের ক্যাম্পে অভিজ্ঞদের ঠাঁই হবে না বলে জানিয়ে রাখলেন তিনি, নির্বাচকদের সঙ্গে আমি খুব দ্রুত বসব। এর আগে যখন কথা হয়েছে, আমি বলেছি, খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো গুরুত্বপূর্ণ নয়। যারা ভবিষ্যতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারে, এমন খেলোয়াড়দের নিয়ে এবারের ক্যাম্প হবে।

ঘরোয়া লিগের ব্যস্ততা থাকলেও এই ক্যাম্প চলবে বলে জানা গেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দল না পাওয়া তরুণরা এই ক্যাম্পে অনুশীলন করতে পারবেন। এইচপির হেড কোচের দায়িত্ব পাওয়া ডেভিড হেম্পের আজ বাংলাদেশে আসার কথা আছে। তাঁর সঙ্গে আগামীকাল আলোচনা করে গোটা বছরের পরিকল্পনা ঠিক করবেন এইচপি চেয়ারম্যান।

আগামী ৭ মে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।

এই সফরে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের টেস্ট খেলবে সফরকারীরা। ওয়ানডে তিনটি হবে রাজশাহীতে। চার দিনের ম্যাচের প্রথমটি হবে চট্টগ্রামে, দ্বিতীয় ও শেষ ম্যাচটি মিরপুরে হবে বলে জানা গেছে। চলতি বছর এর বাইরে আরেকটি দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করা যায় কি না, এ বিষয়েও পরিকল্পনা করছে বিসিবি।

এদিকে মিজানুর রহমান বাবুলকে টপকে এইচপির সহকারী কোচ হওয়ার দৌড়ে হান্নান সরকার এগিয়ে আছেন বলে জানা গেছে।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

ইপিএল, আর্সেনাল-চেলসি

পুনঃপ্রচার, সকাল ৯-৩০ মিনিট, সিলেক্ট ১

লিস্টার সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড

পুনঃপ্রচার, সকাল ১১টা, সিলেক্ট ১

ম্যানচেস্টার সিটি-ব্রাইটন

হাইলাইটস, রাত ৯-৩০ মিনিট, সিলেক্ট ১

আই লিগ, নমধারি-গোকুলাম কেরালা

সরাসরি, দুপুর ২-৩০ মিনিট, টেন ২

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

এশিয়ান লিজেন্ড লিগ, কোয়ালিফায়ার ২

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট

প্রাসঙ্গিক
মন্তব্য

জয়ের ধারায় এলিট আরামবাগ

শেয়ার
জয়ের ধারায় এলিট আরামবাগ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাফুফে এলিট একাডেমি ও আরামবাগ। গতকাল বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে এলিট একাডেমি ২-১ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে উত্তর বারিধারার বিপক্ষে একই ব্যবধানে জিতেছে আরামবাগ।

ফর্টিস মাঠে দিনের অন্য ম্যাচে ওয়ারীর বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছে পিডব্লিউডি।

সাব্বির আহমেদের গোলে ওয়ারী প্রথম এগিয়ে গেলেও মিনহাজুল করিম ও রুমন হোসেনের দুই গোল জিতিয়েছে পিডব্লিউডিকে। ফরাশগঞ্জের বিপক্ষে এলিটের হয়ে গোল করেছেন জয় আহমেদ ও মাহফুজ ইসলাম। ফরাশগঞ্জের গোলটি করেছেন তরিকুল।

মন্তব্য

আলকারাজের হার

শেয়ার
আলকারাজের হার

ইন্ডিয়ান ওয়েলসে হ্যাটট্রিক হলো না কার্লোস আলকারাজের। ব্রিটেনের জ্যাক ড্র্যাপারের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন দুবারের চ্যাম্পিয়ন এই স্প্যানিয়ার্ড। ১-৬ গেমে হেরে শুরুটা করেছিলেন বাজেভাবে। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরেরটি জিতে নেন ৬-০ গেমে।

কিন্তু শেষরক্ষা হয়নি। তৃতীয় সেটে জিতে প্রথমবার ফাইনালে ড্র্যাপার। এএফপি

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ