ক্রীড়া প্রতিবেদক : সাত বছরের অপেক্ষার অবসান হয়েছে সাদমান ইসলামের। এই বাঁহাতি ওপেনার লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৮ সালে। সাদমানের দীর্ঘ সেই খরা কেটেছে গতকাল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেটে ক্লাবের বিপক্ষে।
তাঁর ১১৫ রানের অপরাজিত ইনিংসে রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক।
এদিন আগে ব্যাটিং করে ওপেনার অমিত মজুমদারের ৮১ রানের ওপর ভর করে ২৬০ রানের সংগ্রহ দাঁড় করায় রূপগঞ্জ। সাদমানের সেঞ্চুরি আর ইমরুল কায়েসের ফিফটিতে ৩১ বল হাতে রেখে লক্ষ্য তাড়া করে ফেলে অগ্রণী ব্যাংক। সাদমানের মতোই দলের জয় সেঞ্চুরিতে রাঙিয়েছেন নুরুল হাসান। অপরাজিত ১৩২ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। তাতে আগে ব্যাটিং করে ধানমণ্ডি স্পোর্টস ক্লাব করে ৯ উইকেটে ২৭৭ রান। লক্ষ্য তাড়ায় ১৮০ রানে অলআউট হয় শাইনপুকুর। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম ৪ ও পেসার কামরুল ইসলাম ৩টি উইকেট নেন। আরেক ম্যাচে পারটেক্সকে ৫৭ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।
রূপগঞ্জ টাইগার্স-অগ্রণী ব্যাংক : রূপগঞ্জ ৫০ ওভারে ২৬০ (অমিত ৮১, আসাদুল্লাহ ৫৭; রুয়েল ৩/৪২)। অগ্রণী ব্যাংক ৪৪.৫ ওভারে ২৬১/৩ (সাদমান ১১৫*, ইমরুল ৬২; মাহমুদুল ২/৫০)। ফল : অগ্রণী ব্যাংক ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা : সাদমান ইসলাম।
ধানমণ্ডি স্পোর্টস ক্লাব-শাইনপুকুর : ধানমণ্ডি ৫০ ওভারে ২৭৭/৯ (নুরুল ১৩২*, হাবিবুর ৪৫; রায়ান রাফসান ৩/৪৫, রাফিউজ্জামান ২/৪৬)।
শাইনপুকুর ৪৫.৩ ওভারে ১৮০ (রহিম আহমেদ ৪২; সানজামুল ৪/৪৯, কামরুল ৩/২৩)। ফল : ধানমণ্ডি স্পোর্টস ক্লাব ৯৭ রানে জয়ী। ম্যাচসেরা : নুরুল হাসান।
গুলশান ক্রিকেট ক্লাব-পারটেক্স : গুলশান ৫০ ওভারে ২২১/৯ (আজিজুল ৬২, ইফতেখার ৩২; তৌফিক ৩/৫৬, শহিদুল ২/৪৬)। পারটেক্স ৪৩.২ ওভারে ১৬৪ (রবিউল ৩০; নিহাদুজ্জামান ২/৩৫, আসাদুজ্জামান ২/৩২)। ফল : গুলশান ৫৭ রানে জয়ী। ম্যাচসেরা : আজিজুল হাকিম।