ঢাকা, রবিবার ২৩ মার্চ ২০২৫
৮ চৈত্র ১৪৩১, ২২ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ২৩ মার্চ ২০২৫
৮ চৈত্র ১৪৩১, ২২ রমজান ১৪৪৬

সেঞ্চুরির সঙ্গে রুমানার ৫ উইকেট

শেয়ার
সেঞ্চুরির সঙ্গে রুমানার ৫ উইকেট

ক্রীড়া প্রতিবেদক : ব্যাট হাতে সেঞ্চুরির পর বোলিংয়ে পাঁচ উইকেট। গতকাল অনবদ্য পারফরম্যান্সে মোহামেডানকে একাই জেতালেন অলরাউন্ডার রুমানা আহমেদ। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১৮৯ রানে হারিয়ে মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে দলটি।

রুমানার ১২৬ বলে ১০০ ও শারমিন আক্তারের ৬৬ রানের সৌজন্যে ৪ উইকেটে ২৫০ রান করে মোহামেডান।

লক্ষ্য তাড়ায় নেমে রুমানার লেগ স্পিন ঘূর্ণিতে ৬১ রানে গুটিয়ে যায় খেলাঘর। এদিকে বিকেএসপির এক নম্বর মাঠে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে ২২ রানে হারিয়েছে আবাহনী। অন্য ম্যাচে ইউল্যাব মাঠে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে গুলশান ইয়ুথ ক্লাবের মেয়েরা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ক্রিকেট

আইপিএল, কলকাতা-বেঙ্গালুরু

সরাসরি, রাত ৮টা, স্টার স্পোর্টস ১, ২ ও ৩

ফুটবল

বিশ্বকাপ বাছাই, ইউরোপিয়ান অঞ্চল

 চেক প্রজাতন্ত্র-ফারো আইল্যান্ডস

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ৫

ওয়েলস-কাজাখস্তান

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ১

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

ডিপিএল

পারটেক্স-অগ্রণী ব্যাংক

সরাসরি, সকাল ৯টা

প্রাসঙ্গিক
মন্তব্য

সার্চ কমিটিকে ‘আলটিমেটাম’

শেয়ার
সার্চ কমিটিকে ‘আলটিমেটাম’

ক্রীড়া প্রতিবেদক : গত আগস্টে সার্চ কমিটি করা হলেও এখনো ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি পূর্ণাঙ্গ হয়নি। যা নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় গত পরশু কমিটিকে আলটিমেটাম দিয়েছে ২০ এপ্রিলের মধ্যে সব কটি ফেডারেশনের কমিটি পূর্ণাঙ্গ করার জন্য।

যদিও সার্চ কমিটির জমা দেওয়া কমিটি প্রকাশ করা নিয়ে মন্ত্রণালয় এর মধ্যেই দীর্ঘসূত্রতা দেখিয়েছে। গত পরশু নতুন করে পাঁচটি ফেডারেশনের কমিটি ঘোষণা করা হলেও সার্চ কমিটির অন্যতম সদস্য মেজর (অব.) ইমরোজ আহমেদ বলেছেন, এর মধ্যেও শ্যুটিং, বক্সিং ও উশুর কমিটি তারা (মন্ত্রণালয়) ঘোষণা করেনি।

যদিও কমিটিগুলো আমরা জমা দিয়ে রেখেছি। এক মাসেরও বেশি সময় পর এই পাঁচটি কমিটি দেওয়া হলো। এর আগের ধাপের কমিটিগুলোও জমা দেওয়ার অনেক পরে প্রকাশিত হয়েছে, সেখানে আবার নানা পরিবর্তন। মন্ত্রণালয় যদি আমাদের ওপর আস্থা রেখে কমিটিগুলো দ্রুত প্রকাশ করত, আমরাও তাতে উৎসাহ পেতাম।
মন্ত্রণালয়ের বর্তমান আলটিমেটামে বলা হয়েছে, কমিটিগুলো পূর্ণাঙ্গ হচ্ছে না বলে চলতি অর্থবছরের ফেডারেশনগুলোর জন্য বরাদ্দ অর্থও তারা ছাড় করতে পারছে না।

যদিও যেসব ফেডারেশনে কমিটি হয়েছে, সেখানেও এনএসসির অর্থের পুরোটা এখনো পাওয়া যায়নি। দাবায় যেমন চার কিস্তির মাত্র একটি দেওয়া হয়েছে, হকিতেও অর্ধেক। তা ছাড়া নতুন কমিটি না হওয়া পর্যন্ত পুরনোদেরই কাজ চালিয়ে নেওয়ার কথা।

তারা সেই অর্থ না পেলে কাজই বা করবে কিভাবে। ইমরোজ জানিয়েছেন, এর মধ্যে ২৪টি কমিটি তাঁরা জমা দিয়েছেন, যার ২১টি প্রকাশিত। বাকিগুলো নির্ধারিত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন।

মন্তব্য

সবার শেষে জহির

শেয়ার
সবার শেষে জহির

ক্রীড়া প্রতিবেদক : নানজিংয়ে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে হতাশ করেছেন জহির রায়হান। ৪০০ মিটারে নিজের হিটে সবার শেষে দৌড় শেষ করেছেন তিনি। সময় নিয়েছেন ৪৯.৮৪ সেকেন্ড, যা তাঁর গত বছরের এশিয়ান ইনডোরের টাইমিংয়ের চেয়ে অনেক বেশি। তেহরানে রুপা জয়ের পথে ৪৮.১০ সেকেন্ডে শেষ করেছিলেন এ স্প্রিন্টার।

নানজিংয়ে ভালো করতে না পারার পেছনে প্রস্তুতির অভাবকে দুষেছেন এই অ্যাথলেট, বিশ্ব অ্যাথলেটিকসের মতো আসরে অংশ নেব আমি, সেই অনুপাতে কি প্রস্তুতি নিতে পেরেছি আমি? বলতে গেলে কোনো প্রস্তুতি ছাড়াই তো এসেছি। আর্মি স্টেডিয়ামে সপ্তাহখানেক নিজের মতো অনুশীলন করেছি। এতে বিশ্ব আসরের প্রস্তুতি হয়? এই ট্র্যাকেই তো কোনো দিন দৌড়াইনি আমি। এর যে তীব্র বাঁক, সে বিষয়ে কোনো ধারণাই ছিল না।

আমি শুরুতে ভারসাম্যই রাখতে পারছিলাম না। কোনো রকমে দৌড় শেষ করেছি।

গত বছর তেহরানের সেই আসরের পর এ ধরনের ট্র্যাকে আর নামাই হয়নি জহিরের। নানজিংয়ে গেছেন তিনি একরকম অংশগ্রহণ করতেই।

আর শুধু অংশগ্রহণের মানসিকতা থেকে কখনোই ভালো কিছু হবে না বলে আক্ষেপ করেছেন, এই ধারণা থেকেই আমাদের এখন বেরিয়ে আসতে হবে। এখানে যারা অংশ নিয়েছে তাদের কারো চেয়েই আমার শারীরিক ফিটনেস খারাপ নয়। কিন্তু তাতে কী, আমার যে প্রস্তুতিই নেই। ৪০০ মিটারের আউটডোরে জহিরের রেকর্ড টাইমিং যদিও ৪৬.৮৬ সেকেন্ড। সেটিও করেছিলেন ২০১৯ সালে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ