দায়িত্ব নিতে হবে ফরোয়ার্ডদের

শেয়ার
দায়িত্ব নিতে হবে ফরোয়ার্ডদের

আন্তর্জাতিক মঞ্চে গত বছর গোলের জন্য হাহাকার করেছেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। রাকিব হোসেন, ফয়সাল হোসেন ফাহিম, শেখ মোরসালিনরা ছিলেন নিজেদের ছায়া হয়ে। বছরজুড়ে আট ম্যাচ খেলে গোল করেছেন স্রেফ তিনটি। এর দুটি আবার এসেছে মিডফিল্ডারদের পা থেকে, অন্যটি ভুটানের বিপক্ষে মোরসালিনের।

আগামীকাল এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে তাই আলোচনায় আক্রমণভাগ। এবার গোল হবে তো?

দায়িত্ব নিতে হবে ফরোয়ার্ডদেরদায়িত্ব নিতে হবে ফরোয়ার্ডদেরহামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে শক্তি বেড়েছে বাংলাদেশের। তবে তিনি তো আর প্রতি ম্যাচে গোল পাবেন না। তাঁর কাজ প্রতিপক্ষের আক্রমণ ভেঙে সতীর্থদের আক্রমণের সূত্র ধরিয়ে দেওয়া।

তাই গোল এনে দেওয়ার কাজটা করতে হবে রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিনদের। এক বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ফেরা ইব্রাহিম মনে করিয়ে দিলেন ফরোয়ার্ড লাইনের দায়িত্ব নেওয়ার কথা, আসলে গোল পাওয়াটা টিম ওয়ার্কের ওপর নির্ভর করে। আমরা সবাই চেষ্টা করব। যে সুযোগ পাবে, আমাদের লক্ষ্য থাকবে কোচ যে পরিকল্পনা করছেন, সেটা বাস্তবায়ন করা।
তবে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে।

গত দুই বছর প্রথাগত স্ট্রাইকার ছাড়া খেলিয়েছেন হাভিয়ের কাবরেরা। এবার দলে একমাত্র স্ট্রাইকার হিসেবে আছেন আল আমিন। মৌসুমের প্রথম পর্বে তাঁর নামের পাশে আছে ৯টি গোল। প্রাণশক্তিতে ভরপুর এই স্ট্রাইকার এবার আশা দেখাচ্ছেন।

শুধু বক্সে বলের জন্য অপেক্ষা করা নয়, আচমকা থ্রু বলে তিনি দুর্দান্ত গতির কারণে প্রতিপক্ষের ডিফেন্সকে পেছনে ফেলতে জুড়ি নেই। বিশেষ করে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে ট্রানজিশনে তিনি দারুণ কার্যকর। মাঝমাঠ থেকে হামজা পাস বাড়াবেন, আর সেটা জালে পাঠাবেন আল আমিনএমন কল্পদৃশ্য এরই মধ্যে এঁকে ফেলেছে ফুটবলপ্রেমীরা।

তবে ভারতের শক্তিশালী রক্ষণের বিপক্ষে রাকিব-ইব্রাহিমদের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। সেই চ্যালেঞ্জ উতরে যেতে আক্রমণভাগের খেলোয়াড়রা প্রস্তুত বলছেন ইব্রাহিম, সবাই চাচ্ছে ভালো কিছু করতে। জয় নিয়ে ফিরতে। আমরা প্রস্তুত আছি। আশা করছি ভালো কিছু হবে। লম্বা সময় পর জাতীয় দলে ফিরে একাদশে সুযোগ পেতে অনেক চ্যালেঞ্জ দেখছেন ইব্রাহিম। রাকিব, আল আমিন, মোরসালিন আছেন। লেফট উইংয়ে ইব্রাহিমের মূল প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার ইমন ও ফয়সাল আহমেদ। ইব্রাহিম তাই বলছিলেন, সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। ওই চ্যালেঞ্জটা নিয়েই এত দূর এসেছি আমি। দেখা যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। যদি খেলতে পারি, তাহলে অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা করব।

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ক্রিকেট

নিউজিল্যান্ড-পাকিস্তান, পঞ্চম টি-টোয়েন্টি

সরাসরি, দুপুর ১২-১৫ মিনিট, টেন ৫

নিউজিল্যান্ড নারী দল-অস্ট্রেলিয়া নারী দল

তৃতীয় টি-টোয়েন্টি

সরাসরি, সকাল ৭-৪৫ মিনিট, টেন ৫

ফুটবল

মেয়েদের চ্যাম্পিয়নস লিগ

লিওঁ-বায়ার্ন মিউনিখ

সরাসরি, রাত ১১-৪৫ মিনিট, ইউটিউব

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

আইপিএল, রাজস্থান-কলকাতা

সরাসরি, রাত ৮টা

প্রাসঙ্গিক
মন্তব্য

হাঙ্গেরিতে খেলছেন তাহসিন

শেয়ার
হাঙ্গেরিতে খেলছেন তাহসিন

ক্রীড়া প্রতিবেদক : প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ার এই মুহূর্তে ইউরোপ সফরে। সেখানে হাঙ্গেরিতে গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্ট খেলছেন তিনি। সিক্স ডেস বুডাপেস্ট গ্র্যান্ড মাস্টার্স দাবার প্রথম রাউন্ডে হারলেও পরের রাউন্ডেই জয় তুলে নিয়েছেন এই ফিদে মাস্টার।

দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মাস্টার আলেক্সান্ডার অস্ত্রোভস্কিকে হারিয়েছেন তিনি।

শুরুটা ভালো হয়নি, কারণ ভারতের ফিদে মাস্টার বোরগাওকার অক্ষয়ের কাছে সে ম্যাচটা হেরেছিলেন তিনি। অক্ষয় অবশ্য রেটিংয়ে তাঁর চেয়ে বেশ এগিয়ে ছিলেন। প্রায় সমান রেটিংয়ের অস্ত্রোভস্কির বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। বিসিবির আর্থিক সহায়তায় ইউরোপে এই সফরে কয়েকটি গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্ট খেলবেন তাহসিন।
তাঁর প্রথমটিই এটি।

তাহসিন কিছুদিন বিশ্ব জুনিয়র দাবায় খেলেছেন। গত সপ্তাহে শ্রীলঙ্কায় খেলেছেন এশিয়ান জোনাল দাবা। এর পরই হাঙ্গেরিতে গ্র্যান্ড মাস্টার্স টুর্নামেন্ট খেলার লক্ষ্যে গেছেন তিনি।

হাঙ্গেরিতে এই টুর্নামেন্টগুলোতে নর্মের চেষ্টা করবেন তাহসিন

প্রাসঙ্গিক
মন্তব্য

গফ-উইলসন বাদ

শেয়ার
গফ-উইলসন বাদ

আইসিসি এলিট প্যানেল আম্পায়ারের তালিকা থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের মাইকেল গফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। তাঁদের জায়গায় ঢুকেছেন দক্ষিণ আফ্রিকার আলাহুদিন পালেকার ও ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ। পালেকার ৪ টেস্ট, ২৩ ওয়ানডে ও ৬৭টি টি-টোয়েন্টি এবং ওয়ার্ফ ৭ টেস্ট, ৩৩ ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন। আইসিসি

মন্তব্য

সর্বশেষ সংবাদ