<p> যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এক টিনএজ কিশোর হান্টার গ্যান্ডি তার ছোট ভাই ব্র্যাডেনকে পিঠের সঙ্গে বেঁধে হাঁটা শুরু করেছেন। মস্তিষ্কের পক্ষাঘাতে (সেরিব্রাল পলজি) আক্রান্ত ভাইকে নিয়ে পায়ে হেঁটে ৫৭ কিলোমিটার পথ পাড়ি দেবেন তিনি। সেরিব্রাল পলজির ওপর জনসচেতনতা গড়ে তুলতে চান তিনি। এর আগে গত বছর হান্টার যখন তার ভাইকে নিয়ে ২ দিন ৪০ মাইল পথ টানা হেঁটেছিলেন, তখন তার বয়স ছিল ১৪ বছর এবং তার ছোট ভাইয়ের বয়স ছিল ৭ বছর। এ খবর দিয়েছে অনলাইন ফক্স নিউজ।<br /> পক্ষাঘাতে আক্রান্ত ব্র্যাডেন চলতে-ফিরতে পারে না। হাঁটতে গেলে অন্যের সাহায্য নিতে হয় তাকে। দুঃসহ এক জীবন বোঝার মতোই বয়ে বেড়াতে হয় তাকে। গত জুন মাসে নিজ শহরতলি টেম্পারেন্স থেকে অ্যান আরবার পর্যন্ত হেঁটেছিলেন হান্টার।<br /> এ বছরের ‘সেরিব্রাল পলজি সোয়্যাগার’ আয়োজনেও অংশ নিয়েছেন তারা। আগামীকাল মিশিগান ইউনিভার্সিটির অ্যান আরবারে এ হাঁটা শেষ হবে। কোন তহবিল সংগ্রহের উদ্দেশ্য নয়, শুধু মস্তিষ্কে পক্ষাঘাতের ওপর জনসচেতনতা বৃদ্ধি করতেই এ উদ্যোগ।</p>