<div> আবারও ভারতে আটক চার বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দিলো ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। দুই দিনে ১৫ বাংলাদেশিকে ফেরত দিলো তারা।<br /> শুক্রবার রাত ১২টার সময় হিলি চেকপোস্ট জিরো ২৮৫'র ১১ সাব পিলারের এক পতাকা বৈঠকে অনুষ্ঠিত হয়।<br /> বৈঠকে হিলি বিএসএফ ক্যাম্পের কম্পনি কমান্ডার সংগ্রাম বিশ্বওয়াল ও বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্পের নায়েক সুবেদার মো. রফিক নেতৃত্ব দেন।<br /> ওই বৈঠকশেষে রাত সাড়ে ১২টার সময় বিজিবির কাছে ওই ৪ বাংলাদেশি যুবককে হস্তান্তর করে বিএসএফ।<br /> বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের নায়েক সুবেদার মো. রফিক জানান, আটককৃতরা শুক্রবার দুপুরে অবৈধ ভাবে হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারে পাশ দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে।<br /> পরে বিজিবির পক্ষ থেকে তাদের ফেরত্ চেয়ে পত্র দিলে আনুষ্ঠানিকতা সেরে পতাকা  বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ।<br /> এদের সকলের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার বড়দা গ্রামে।<br /> বিজিবি আরও জানায়, ওদিকে গত বুধবার সেদেশে ১১ জন বাংলাদেশিকে আটক করার পর, দিন গত রাত ১২টায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিজিবি'র কাছে ফেরত দেয় বিএসএফ।</div>