আখাউড়া স্থলবন্দর
পাঁচ দিনে ভারতে গেল ২২ কোটি টাকার মাছ
► দুই যুগেরও বেশি সময়ে গত সোমবার প্রায় রেকর্ড পরিমাণ পাঁচ কোটি টাকার বেশি মাছ রপ্তানি ► অন্যান্য পণ্যের তুলনায় এখন মাছ রপ্তানি অনেক বেড়ে গেছে ► এই বন্দর দিয়ে মাছের চাহিদা নিয়মিত চাহিদার তুলনায় ৮-১০ গুণ বেড়েছে ► ভারতের সাতটি রাজ্যে বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা
বিশ্বজিৎ পাল বাবু, ব্রাহ্মণবাড়িয়া
সম্পর্কিত খবর