২০১৭-২০১৮ বছরের সরকারি অনুদানের ছবি ‘অলাতচক্র’। ২০১৯ সালে শুটিং শুরু, শেষ হয় গেল বছরের শুরুতে। করোনার সময় চলে পোস্ট প্রডাকশনের কাজ। দুই বছরের পরিক্রমা শেষে ছবিটি মুক্তি পাচ্ছে আগামীকাল।
অথঃ অলাতচক্র সমাচার
- আহমদ ছফার আত্মজীবনীমূলক উপন্যাস ‘অলাতচক্র’ অবলম্বনে আগামীকাল মুক্তি পাচ্ছে একই নামে সিনেমা। হাবিবুর রহমানের প্রথম চলচ্চিত্রটি দেশের প্রথম ত্রিমাত্রিক ছবিও বটে। ‘অলাতচক্র’ সিনেমা নিয়ে লিখেছেন লতিফুল হক
অন্যান্য

উপন্যাস অবলম্বনে সিনেমা হলে অবধারিতভাবে প্রশ্ন আসে—ছবি কতটা বইকে অনুসরণ করেছে? ট্রেলার দেখে বোঝা গেল উপন্যাসের নির্যাস অনেকটাই আছে। বিশেষ করে দানিয়েল প্রথমবার তায়েবাকে দেখতে হাসপাতালে হাজির হলে সে বলে, ‘আমার জন্য অল্প কটা ভাত আর সামান্য ছোট মাছের তরকারি রান্না করে নিয়ে আসবেন। মরিচ দেবেন না, কেবল জিরে আর হলুদ।’ ট্রেলারেও এই সংলাপ আছে, দানিয়েলেকেও দেখা যায় পাতিল থেকে তরকারি বাড়তে। তবে উপন্যাস আর সিনেমার মধ্যে তুলনা করতে রাজি নন পরিচালক, “সিনেমা আর সাহিত্য দুটো আলাদা মাধ্যম, কোনো তুলনাই আসা উচিত নয়। সত্যজিৎ রায়ও দেখবেন রবীন্দ্রনাথের ‘নষ্টনীড়’ থেকে ‘চারুলতা’ কতটা নিজের মতো বানিয়েছেন। আমরা অবশ্যই ‘অলাতচক্র’ থেকে প্রেরণা নিয়েছি, মূল সুরের কাছাকাছি থাকার চেষ্টা করেছি। কিন্তু সিনেমাটি আমাদের মতো করেই বানিয়েছি।” জয়া আহসান জানালেন, সিনেমাটির পুরো শুটিং হয়েছে ঢাকাতেই। এই শহরেই পুনর্নির্মাণ করা হয় কলকাতা শহরকে। উপন্যাসের মতো সিনেমায় তায়েবার নাম একই আছে। তবে দানিয়েল হয়ে গেছে ‘আহমেদ’।
‘অলাতচক্র’ দেশের প্রথম ত্রিমাত্রিক ছবি। কিন্তু দেশের সব প্রেক্ষাগৃহে যখন পুরোপুরিভাবে ত্রিমাত্রিক ছবির স্বাদ আস্বাদনের সুযোগ নেই তখন কেন এমন সিদ্ধান্ত? পরিচালক বললেন, ‘এটা একটা নতুন প্রযুক্তি। চলচ্চিত্রের একজন অনুরাগী হিসেবে নতুন এই মাধ্যমটাকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার চেষ্টা করেছি।’
‘অলাতচক্র’ জয়া আহসানের মুক্তিযুদ্ধভিত্তিক দ্বিতীয় ছবি। এর আগে তাঁর করা ‘গেরিলা’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছিলেন। ‘গেরিলা’তে ছিলেন আহমেদ রুবেল। যিনি আছেন ‘অলাতচক্র’তেও। ছবিতে আহমেদ (দানিয়েল) চরিত্র করেছেন তিনি। জয়া অভিনীত সর্বশেষ বাংলাদেশি ছবি ‘দেবী’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। সেই হিসাবে তিন বছর পর নিজের দেশে মুক্তি পাবে তাঁর ছবি। এর মধ্যে মহামারি এসেছে। অন্যান্য ক্ষেত্রের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে চলচ্চিত্র অঙ্গনও। এ অবস্থায় দর্শকদের আরো বেশি করে হলে আসার আহ্বান জানালেন জয়া, ‘চলচ্চিত্রকে বাঁচাতে আমরা যাঁরা কাজ করি তাঁদের সঙ্গে দর্শকদেরও ভূমিকা নিতে হবে। আমি চাইব সাবধানতা অবলম্বন করে দর্শক যেন হলে এসে বড় পর্দায় ছবিটি দেখে। এই সময়টা আমাদের উৎসবের, আমরা মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী পালন করছি, এটা মুক্তিযুদ্ধ নিয়ে ছবি, প্রথম থ্রিডি ছবি... সব মিলিয়ে বলব দর্শকদের আসতে। একজন নতুন পরিচালক সাহস করে আহমদ ছফার গল্প বলেছেন, তাঁকে সমর্থন দেবেন।’
‘অলাতচক্র’ ছবিতে জয়া, রুবেল ছাড়াও আছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম।
সম্পর্কিত খবর

স্টার অব দ্য উইক : জিয়াউল ফারুক অপূর্ব

তুমুল জনপ্রিয় এক চলচ্চিত্র তারকার হত্যাকাণ্ড নিয়ে ওয়েব সিরিজ। ভক্ত অপূর্ব নামছেন হত্যা রহস্য উদঘাটনে। সেই তারকা যে প্রয়াত সালমান শাহ, সেটা অবশ্য কোথাও উল্লেখ নেই। তবু ভক্তরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছেন।

শুভ জন্মদিন

এ সপ্তাহে যাঁদের জন্মদিন
(২৬ জানুয়ারি—১ ফেব্রুয়ারি)
সারিকা সাবরিন, দেবাশীষ বিশ্বাস, সাবিনা বারী লাকী (২৭ জানুয়ারি)
কোনাল, কল্যাণ কোরাইয়া, নিঝুম রুবিনা, শাওন জামান (২৮ জানুয়ারি)
খন্দকার বাপ্পী (৩০ জানুয়ারি)
কৃষ্ণকলি ইসলাম, কামরুজ্জামান কামু
(৩১ জানুয়ারি)
অনন্ত হীরা, সায়রা রেজা (১ ফেব্রুয়ারি)
।
ভারত ভুগছে ‘পাঠান’ জ্বরে
- শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি পেয়েছে গতকাল। ছবিটি ঘিরে ভারতজুড়ে চলছে উত্তেজনা। সেই উত্তেজনার কিছুটা জানাচ্ছেন শারমিন নুশি

৯ হাজার পর্দায় ‘পাঠান’
সারা দুনিয়ার ৯ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এর মধ্যে ভারতে চলছে সাড়ে পাঁচ হাজার হলে। হিন্দি ভাষায় পাঁচ হাজার এবং তামিল ও তেলুগুতে চলছে ৪৫০ প্রেক্ষাগৃহে।
প্রথম সপ্তাহেই ৩০০ কোটি?
আজ ভারতের প্রজাতন্ত্র দিবস।
প্রতিক্রিয়া ও ফাঁস
ভারতের বিভিন্ন শহরে শাহরুখ ভক্তরা মিছিল নিয়ে রীতিমতো ভিড় করেছে প্রেক্ষাগৃহে। বাংলাদেশ থেকেও কয়েকজন ভক্ত কলকাতায় গিয়ে প্রথম দিনের প্রথম শো দেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর ও ছবি শেয়ার করেছেন তাঁরা।
‘বয়কট’ তুলে নিল বিশ্ব হিন্দু পরিষদ
‘আমাদের আপত্তিতে সিনেমাটিতে যে যে পরিবর্তন করা হয়েছে, তা একদম সঠিক। যদি আবার কিছু সমস্যা পাই, তাহলে আপত্তি করব।’ এই মন্তব্য করে বিশ্ব হিন্দু পরিষদের তরফে তুলে নেওয়া হলো ‘বয়কট’।
আলিয়ার শুভেচ্ছা
কোনো ছবি নিয়ে নাকি এর আগে এত উত্তেজিত হননি আলিয়া ভাট, দাবি করেছেন খোদ ‘হাইওয়ে’ অভিনেত্রী। ‘পাঠান’-এর জন্য শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন অভিনেত্রী।

সাবরিনা এখন জাহান
- গত বছর হইচইতে হয়েছিলেন ‘সাবরিনা’, আজ চরকিতে মুক্তি পাবে আতিক জামানের ওয়েব ছবি ‘জাহান’। এই ছবির নাম ভূমিকায়ও আছেন নাজিয়া হক অর্ষা। অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন মীর রাকিব হাসান

জাহান শান্ত স্বভাবের মেয়ে। স্বামী শিহাবকে নিয়ে তার সংসার। পোস্ট ট্রমাটিক ডিস-অর্ডারের কারণে প্রায়ই কল্পনা আর বাস্তব গুলিয়ে ফেলে। একদিন একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে জাহান।
গত বছর মার্চে আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’র নাম ভূমিকায় মেহজাবীন ও অর্ষা বেশ আলোচিত হয়েছিলেন। মুক্তির পর হঠাৎ ডুব দিয়েছিলেন অর্ষা। ডুবেছিলেন আতিক জামানের ‘জাহান’-এ।
অর্ষা বলেন, ‘চরিত্রটার জন্য ওজন বাড়িয়েছি। যতগুলো সাইকোলজিক্যাল ডিস-অর্ডার আছে, এগুলোর অসুস্থতায় বিভিন্ন ধরনের লেয়ার থাকে। জাহান আসলে কোন জনরার পেশেন্ট।
তবে এই ‘চ্যালেঞ্জিং’ ছবিটি ঘিরে অর্ষার কোনো প্রত্যাশা নেই, আছে শুধু আবদার। অর্ষা যা বললেন, ‘কাজটি করতে আমার বেশ কষ্ট হয়েছে। জাহান চরিত্রটির ইনার সাইট ডার্ক, আবার কিছুটা ইনোসেন্ট। জাহান অনেক কিছু ইনোসেন্সের জায়গা থেকে করে বসে, তবে সচেতন অবস্থায় তা ব্যালান্স করতে পারে না। ছবিটি নিয়ে দর্শকের কাছে তেমন প্রত্যাশা নেই আমার, গল্প সহজে সবাই বুঝবে কি না সেটাও একটা ব্যাপার। যে ওয়েতে গল্পটা উপস্থাপন করা হয়েছে সেটা ডিফারেন্ট। আমি চাই সবাই যেন কনটেন্টটা দেখে তারপর প্রতিক্রিয়া জানায়।’
‘জাহান’-এ অর্ষার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। এর আগে ‘সাহস’ ছবিতেও স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দুজন। এবার কাজ করে কেমন লাগল?
অর্ষা বলেন, ‘পেশাদারির জায়গায় সহকর্মীদের আমরা সব সময় কমফোর্ট জোনে রাখার চেষ্টা করি। চ্যালেঞ্জিং ক্যারেক্টার এলে সেটাকে কিভাবে পোট্রে করব সেটা নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করতে হয়। উনি সেই সময়টা দেওয়ার চেষ্টা করেন। উনি তো মেথড অ্যাক্টিংয়ের প্র্যাকটিস করেন। সব সময় চরিত্রের মধ্যে থাকার চেষ্টা করেন। আমিও চেষ্টা করি শুটিংয়ের সময় চরিত্রের মধ্যে থাকতে। এমন ভালো বন্ডিং আছে বলেই আমরা উত্তর মেরু, দক্ষিণ মেরু দুই ধরনের দুই কাজ করতে পারলাম।’
জাহান-এর শুটিংয়ের পর অভিনয় থেকে কিছুটা ‘বিরতি’ নিয়েছিলেন অর্ষা। কারণ বললেন, ‘আমার বিশ্রাম নিতে হয়েছে। শুটিং করার পর ভয়ংকর মানসিক প্রেসার তৈরি হয়েছিল। এত ডার্ক শেড চরিত্রটাতে, সেটার সঙ্গে আমার ব্যক্তিগত অবস্থাও কখনো ম্যাচ হয়, কখনো হয় না। বিরতি নিয়ে চরিত্রটা থেকে বের হতে হয়েছে আমাকে।’
‘জাহান’-এর পর করেছেন দুটি কাজ। একটি পঙ্কজ চৌধুরীর ‘বনফুল’। আগামীকাল মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি। এখন অর্ষা ব্যস্ত রয়েছেন আবু হায়াত মাহমুদের পরিচালনায় ওটিটি প্ল্যাটফরম দীপ্ত প্লের সিরিজ ‘হৃদমাঝারে’ নিয়ে।