<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা থেকে চায়না সাউদার্ন এয়ারলাইনসের সরাসরি ফ্লাইটে পাঁচ ঘণ্টারও কম সময়ের যাত্রা। বেইজিংয়ে আগমনী বার্তা ঘোষণা দেওয়ার সঙ্গে জানানো হলো, বাইরে তাপমাত্রা মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস। ভোরে বেইজিংয়ের তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার জন্য হাঁটার পথটুকুতেই বাড়তি শীতের আঁচ লাগল।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় ১০ বছর আগে বেইজিংয়ে গিয়েছিলাম সেপ্টেম্বরে। ডিসেম্বরের মতো এত ঠাণ্ডা ছিল না। এবার ঠাণ্ডা থাকলেও তুষার দেখার সুযোগ হয়নি। আমাদের গাইড মাইকেল একদিন আবহাওয়ার পূর্বাভাসের বরাত দিয়ে বেইজিংয়ে তুষারপাত হওয়ার আশঙ্কার কথা বলেছিলেন। কিন্তু তুষারপাত না হওয়ায় পরদিন দুঃখ প্রকাশ করেছিল আবহাওয়া অফিস।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের গন্তব্য ওয়াংফুজিংয়ের পার্ক প্লাজা হোটেল। দূরত্ব ৬০ কিলোমিটারেরও বেশি। তখনো রাতের অন্ধকার কাটেনি। যাত্রাপথে বেইজিংয়ের জীবনযাত্রা, অফিসে যাওয়ার জন্য মানুষের ছোটাছুটি, গাড়ির বাড়তি চাপ চোখে পড়ল। এই শহরে প্রতিদিন এক কোটির বেশি মানুষ শুধু পাতালপথে যাতায়াত করে।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১০ বছর আগে সহযাত্রী যুক্তরাজ্যের সাবেক এক বাসিন্দা বলেছিলেন, তিনি বিশ্বের বড় বড় শহরে গেছেন। এই শহরগুলোর পার্থক্য শুধু সাইনবোর্ডের ভাষায়। চাকচিক্য, আলোর ঝলকানি, জীবনের আয়োজন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় সবই একই রকম।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতবার বেইজিং সফরের সময় রাস্তায় যত সাইনবোর্ড, নামফলক দেখেছিলাম, প্রায় সবই ছিল চীনা ভাষায়। পথচলার জন্য ইংরেজি ভাষা বোঝেন এমন লোক খুঁজতে হয়েছিল।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এবারের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। রাস্তাঘাটের নামফলকগুলোতে চীনা ভাষার পাশাপাশি ইংরেজিতেও লেখা হয়েছে। ইংরেজি ভাষা বোঝেন এবং বলতে পারেন এমন লোকজনের সংখ্যাও বেড়েছে। যাঁরা বোঝেন না তাঁরাও মোবাইল ফোনের অ্যাপসের মাধ্যমে অনুবাদ করে বুঝতে এবং জবাব দিতে পারেন। দেশে ফেরার সময় আমাদের এক সহযাত্রী চীনাভাষীদের সঙ্গে রীতিমতো আড্ডা জমিয়েছিলেন ট্রান্সলেটর অ্যাপসের মাধ্যমে। বেইজিংয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে যাত্রীর পাসপোর্ট অনুযায়ী নির্দেশক ভাষা ঠিক হয়ে যায়। যেমন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের বাংলাদেশি পাসপোর্ট মেশিনে স্ক্যান করার সঙ্গে সঙ্গে আঙুলে ছাপ দেওয়ার জন্য স্বয়ংক্রিয় নির্দেশনাগুলো আসছিল বাংলায়।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এবার শীত থাকলেও আতিথেয়তার উষ্ণতার কমতি ছিল না। ঢাকায় চীনা দূতাবাসের দুজন কর্মকর্তার পাশাপাশি ছিলেন ট্যুর গাইড মাইকেল ও ভিক্টোরিয়া। নিজেদের চীনা নামের পাশাপাশি ইংরেজি নাম রেখেছেন তাঁরা বিদেশিদের সঙ্গে যোগাযোগ সহজ করার জন্য। আগেরবার চীন সফরের সময়ও এমনটি দেখেছি।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীনাদের দুপুরের খাবারের সময় শুরু দুপুর ১২টায়, আর রাতের খাবারের সময় শুরু সন্ধ্যা ৬টায়। আমরা এর চেয়ে অনেক পরে খেয়ে অভ্যস্ত। আমাদের বাংলাদেশি প্রতিনিধিদলের সুবিধার জন্য যতটা দেরিতে সম্ভব খাওয়ার আয়োজনের চেষ্টা ছিল আয়োজকদের।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রথম দিন দুপুরেই ঐতিহ্যবাহী </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হটপট</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> খাবার। পটের গরম পানিতে নির্দিষ্ট সময় মাংসসহ অন্যান্য খাবার রেখে খেতে হয় এই খাবার। গাইড মাইকেল এই খাবারের হাজার বছরের ইতিহাস সংক্ষিপ্ত আকারে তুলে ধরলেন। খ্রিস্টপূর্ব ১০৪৬ সাল থেকে খ্রিস্টপূর্ব ২৫৬ সাল ঝাও সাম্রাজ্যেও হটপটের প্রচলন ছিল। অনেকে মনে করেন, মঙ্গোলীয় যোদ্ধাদের মাধ্যমে হটপটের জনপ্রিয়তা বেড়েছে। ছিং রাজবংশের সময় রাজা নিয়মিত হটপট খাবার খেতেন।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেইজিংয়ে ছাত্র আন্দোলনে স্মৃতিবিজড়িত ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে যাওয়ার সুযোগ হয়েছিল সেদিন। এরপর </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরবিডেন সিটি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বা নিষিদ্ধ নগরী ঘুরে দেখার পালা। মিং রাজবংশ থেকে চিং রাজবংশ পর্যন্ত চীনের ওই প্রাসাদটি এখন জাদুঘর। আগেরবার নিষিদ্ধ নগরীতে পর্যটক যত দেখেছি, এবারও তার চেয়ে মোটেও কমতি ছিল না।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরদিন সকালে হুয়াওয়ে স্মার্ট সিটি পরিদর্শন। ট্রাফিক, আবাসন, জ্বালানি সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা থেকে দূষণ নিয়ন্ত্রণ আর অপরাধ দমন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগর ব্যবস্থাপনার সব উপাদান একই প্ল্যাটফরমে নিয়ে এসেছে হুয়াওয়ে। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্মার্ট সিটি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অ্যাপ্লিকেশন ব্যবহার করে স্মার্ট সিটি ইন্টেলিজেন্ট অপারেশন সেন্টারের (আইওসি) মাধ্যমে এমন ব্যবস্থাপনায় গেছে বিশ্বের প্রায় সাত শ শহর। চীনা প্রযুক্তি কম্পানি হুয়াওয়ে এই ব্যবস্থাপনাকে বলছে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওয়ান স্ক্রিন সিটি থ্রিসিক্সটি ডিগ্রি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। এতে শুধু একটি স্ক্রিনেই সব ধরনের সমস্যা ও তার সমাধানের প্রক্রিয়া একীভূত করা হয়েছে।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হুয়াওয়ে স্মার্ট সিটি থেকে ঐতিহ্যবাহী </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রেট ওয়াল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (মহাপ্রাচীর)। চীনের মহাপ্রাচীর দেখে ফেরার পথে বুলেট ট্রেন দেখারও সুযোগ মিলল। এরপর সন্ধ্যায় বেইজিং জাতীয় স্টেডিয়াম </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বার্ড</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স নেস্ট</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এলাকা ঘুরিয়ে দেখানো হলো। এই স্টেডিয়ামে ২০২২ সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চায়না ন্যাশনাল অপেরা হাউসে চীনের জাতীয় সংগীতের সুরকার নিইয়ের জীবনীভিত্তিক নাট্যকাহিনি দেখল বাংলাদেশ প্রতিনিধিদল। সেটি শুধু নাটক নয়, ছিল সংগীত, অর্কেস্ট্রা দল ও অভিনেতাদের সমন্বিত পারফরম্যান্স।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরদিন বেইজিং ইলেকট্রিক কম্পানি লিমিটেড পরিদর্শনের সময় অত্যাধুনিক সব গাড়ি শুধু দেখাই নয়, চড়ার সুযোগও হলো আমাদের। চীনের বিভিন্ন অঞ্চলে বৈচিত্র্যময় আবহাওয়ায় গাড়িগুলো ট্রায়াল দেওয়ার পরই সেগুলো বাজারে ছাড়া হয়। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেম্পল অব হেভেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ও (স্বর্গের মন্দির) বড় স্থাপত্য নিদর্শন। চীনা দূতাবাস সেই স্থাপত্য নিদর্শন দেখার সুযোগ করে দিয়েছিল। বেইজিংয়ের ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফরমিং আর্টসে (এনসিপিএ) সংগীতসন্ধ্যায় দেশি-বিদেশিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীনা দূতাবাসের আমন্ত্রণে বাংলাদেশ প্রতিনিধিদল বেইজিংয়ে চীনের সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি, সংবাদপত্র পিপলস ডেইলি ও চায়না ডেইলি কার্যালয় পরিদর্শন করে। বেইজিংয়ে সিনহুয়া নিউজ এজেন্সির অত্যাধুনিক স্টুডিওটি আকর্ষণীয়। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি পশ্চিমা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পশ্চিমা বিভিন্ন প্রচারণার জবাব দেয় চীনা গণমাধ্যমগুলো। তাদের ভাষায় সংযত ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনাও করে তারা।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীনের ক্ষমতাসীন পিপলস পার্টির মুখপাত্র পিপলস ডেইলির </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেসেজ বোর্ড ফর লিডারস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামে অনলাইনে অভিযোগ জানানোর ব্যবস্থা চালু করেছে। সেখানে নাগরিকরা তাঁদের সমস্যাগুলো জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। পিপলস ডেইলির একজন মুখপাত্র বলেন, ২০০৬ সালে চালু হওয়ার পর থেকে এখানে যুক্ত হয়েছেন ৯১ লাখ ২৮ হাজার ৮৭৭ জন। এঁদের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যুক্ত আছেন ২০ হাজার ৭৬২ জন। গত দেড় যুগে প্রায় ৬০ লাখ তাৎক্ষণিক বার্তা পেয়েছে পিপলস ডেইলি, যার মধ্যে প্রায় ৬১ লাখ বার্তা নিষ্পত্তি করা হয়েছে।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছুটির দিনে চীনের জাতীয় জাদুঘরের সামনে অপেক্ষমাণ দর্শনার্থীদের দীর্ঘ সারিই এই জাদুঘরের প্রতি আকর্ষণ জানান দেয়। দুই লাখ বর্গমিটারের ওই ভবনে ৪৮টি প্রদর্শনী হল রয়েছে। জাদুঘরটির সংগ্রহের তালিকায় ১৪ লাখেরও বেশি আইটেম রয়েছে।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পার্ক প্লাজা হোটেল এলাকা ওয়াংফুজিং রাতেও বেশ জমজমাট। মার্কেট, দোকানপাট ছাড়াও বেশ কিছু রেস্তোরাঁও আছে এখানে। অ্যাপল স্টোর বা অভিজাত বিপণিবিতান কিংবা পথের পাশে বিলবোর্ডের ডিসপ্লে, রাস্তায় শৃঙ্খলা। পশ্চিমা বড় শহরগুলোর সঙ্গে বেইজিংয়ের পার্থক্য করাটা কঠিন।</span></span></span></span></p>