।
সম্পর্কিত খবর
নিচে মোট ছয়টি বাংলাদেশি কয়েন আছে। এখন সেখান থেকে একটি মাত্র কয়েন সরিয়ে দুটি লাইন তৈরি করতে পারবে যেখানে প্রতিটি লাইনেই চারটি করে কয়েন থাকবে?
♦ গ্রাফিকস : শেখ মানিক
।
বার্ষিক পরীক্ষা ঘনিয়ে আসতেই টনক নড়ে ধ্রুবর। সারা বছর বলতে গেলে কোনো পড়াশোনাই হয়নি। এখন চোখে সরষে ফুল ঝিলিক দিচ্ছে। এই মুহূর্তে কোনো জাদুমন্ত্র ছাড়া আর রক্ষা নেই।
পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে ধ্রুবর পকেট খসায়। তার কাছ থেকে টাকা নিয়ে ওস্তাদ ম্যাজিশিয়ানের কাছ থেকে একটি মন্ত্র নিয়ে হাজির বাকী ভাই। তা এমনই এক মন্ত্র—উচ্চারণ করতে গেলে দাঁত পড়ার জোগাড়।
ব্যস, পরামর্শমতো কাজ শুরু। কৌটা সামনে নিয়ে মন্ত্র আওড়াতে থাকে ধ্রুব। তখনই ঘটল আরেক ঘটনা।
♦ কামাল হোসাইন
শারমীনা ফাহমদাি বর্ণা, তৃতীয় শ্রেণি, প্রতিভা মডেল স্কুল, ময়মনসিংহ
মাহিমা আক্তার মারিয়ম, চতুর্থ শ্রেণি, মর্নিং বার্ড চাইল্ড কেয়ার, মুন্সীগঞ্জ
।নীলচে পাহাড়
রূপের বাহার
আমায় কাছে ডাকে,
আলো ঝিলমিল—
মনের আকাশ
স্বপ্নছবি আঁকে।
গেলাম কাছে
দেখার আছে
সেই পাহাড়ের খেলা,
পাহাড় বেয়ে—
ঝরনা ম্যাজিক
দেখে কাটে বেলা।
শিক্ষা নিলাম
দীক্ষা নিলাম
ছন্দে কথা বলতে,
এই বনিয়াদ—
লাগবে কাজে
সরল পথে চলতে।
।