<p>কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার যেসব আসামি দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের দেশে ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। সেজন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে আসামিদের বিষয়ে ‘রেড অ্যালার্ট’ জারির কথা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।</p> <p>রবিবার (১০ নভেম্বর) সকালে পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।</p> <p>একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে সে সময়ের আওয়ামী লীগ সরকার। শুরু থেকে ট্রাইব্যুনালের বিচারকাজ চলে আসছিল পুরাতন হাইকোর্ট ভবনে। একসঙ্গে দুটি ট্রাইব্যুনালের বিচারকাজ চলেছে এই ভবনে। কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করে ভবনটি থেকে ট্রাইব্যুনাল সরিয়ে নেওয়া হয়। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তবর্তী সরকার ভবনটি সংস্কারের উদ্যোগ নেয়। সে ধারাবাহিকতায় গত ৮ আগস্ট ভবনটির সংস্কারকাজ শুরু হয়। আর শুরু থেকেই সংস্কার কাজের অগ্রগতি নিয়মিত পরিদর্শন করছেন আইন উপদেষ্টা। সেই ধারাবাহিকতায় রবিবার সকালেও তিনি পরিদর্শনে আসেন।   </p> <p>এ সময় এক সাংবাদিকের প্রশ্নে আসিফ নজরুল বলেন, ‘খুব দ্রুতই ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হবে। পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে।’</p> <p>আরেক প্রশ্নে এই উপদেষ্টা বলেন, ‘দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে, মানুষকে বিভ্রান্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশনে ভিত্তিহীন অভিযোগ করে মামলা বলে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এ ধরনের অভিযোগ যে কোনো ব্যক্তিই করতে পারে। আমরা এসবে গুরুত্ব দিচ্ছি না।’</p> <p>সংস্কার কাজ পরিদর্শনের সময় আইন উপদেষ্টার সঙ্গে ছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউট মোহাম্মদ তাজুল ইসলাম।<br />  </p>