ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা, প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে গঠিত নীতি-সহায়তা প্রদান সংক্রান্ত বাছাই কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিবিধ নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ক্ষতিগ্রস্তদের সচল ও লাভজনক পর্যায়ে উন্নীত করে নীতি-সহায়তা দিতে সুপারিশ করবে বাছাই কমিটি।

আরো পড়ুন

আইসিডিডিআরবির হাজারেরও বেশি কর্মী চাকরি হারালেন যে কারণে

আইসিডিডিআরবির হাজারেরও বেশি কর্মী চাকরি হারালেন যে কারণে

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের (ডিসিপি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বিবিধ নিয়ন্ত্রণবহির্ভূত কারণে (কভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক নিম্ন প্রবৃদ্ধি, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ ও সর্বোপরি রাজনৈতিক প্রেক্ষাপট) সৃষ্ট অভিঘাত মোকাবেলা করে দেশের অর্থনীতিকে চলমান রাখা এবং ব্যাংক খাতকে সুসংহত করার উদ্দেশ্যে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

 

আরো পড়ুন

বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের উপর হামলা, গ্রেপ্তার বাবা-ছেলে

বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেপ্তার বাবা-ছেলে

 

এরই ধারাবাহিকতায় নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসা ও প্রতিষ্ঠান পুনর্গঠনের মাধ্যমে সচল ও লাভজনক পর্যায়ে উন্নীত করে ব্যাংকের ঋণ আদায় নিশ্চিতে প্রয়োজনীয় নীতি-সহায়তা দিতে সুপারিশ করার লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ঋণগ্রহীতা প্রকৃতই ক্ষতিগ্রস্ত হয়েছে কি না এবং সমস্যাসংকুল প্রতিষ্ঠানের পুনর্গঠন ও উক্ত প্রতিষ্ঠানকে নীতি-সহায়তার মাধ্যমে ব্যবসায় ফিরিয়ে আনার সুযোগ রয়েছে কি না তা যাছাই-বাছাইপূর্বক কমিটি সুপারিশ করবে। কমিটিতে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও ব্যবসায়ী প্রতিনিধি ও অভিজ্ঞ ব্যাংকার রয়েছেন। কমিটির কার্যপরিধিতে ৫০ কোটি ও তদূর্ধ্ব অঙ্কে যেসব ঋণনিয়ন্ত্রণবহির্ভূত কারণে শ্রেণীকৃত হয়েছে, ঋণগুলো অন্তর্ভুক্ত হবে।

আরো পড়ুন

রাতের আধারে দেয়ালে শেখ হাসিনার প্রতি আস্থাসূচক পোষ্টার!

রাতের আঁধারে দেয়ালে শেখ হাসিনার প্রতি আস্থাসূচক পোস্টার!

 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আর শিখা জানান, পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের নির্বাহী পরিচালক (ইডি) মেজবাহ-উল-হক, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. দেলোয়ার হোসেন, অর্থনীতিবিদ মামুন রশীদ, হক বে থেকে বাণিজ্য প্রতিনিধি আবদুল হক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সৈয়দ শাহরিয়ার আহসান।

কাজটি শেষ করার ক্ষেত্রে কোনো সময় নির্ধারণ করে দেওয়া হয়নি জানিয়ে তিনি আরো বলেন, মাসে সর্বোচ্চ দুইবার বৈঠকের জন্য তাদের পারিতোষিক দেওয়া হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

খেলাপি ঋণ ছাড়াল ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
খেলাপি ঋণ ছাড়াল ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা

২০২৪ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ তিন লাখ ৪৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল এক লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ কো‌টি টাকা। আর ছয় মাসে বেড়েছে এক লাখ ৩৪ হাজার কো‌টি টাকা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ তথ্য জানিয়েছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে-বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে, নিয়মনীতি স‌ঠিক প‌রিপালনের কারণে এখন তা খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। ফলে ব্যাংক থেকে বিতরণ করা ঋণের ২০ দশ‌মিক ২ শতাংশ বর্তমানে খেলাপিতে পরিণত হয়েছে।

মন্তব্য

অনলাইনে সংশোধিত আয়কর রিটার্ন দাখিল করবেন যেভাবে

আনিসুর বুলবুল
আনিসুর বুলবুল
শেয়ার
অনলাইনে সংশোধিত আয়কর রিটার্ন দাখিল করবেন যেভাবে
ছবি: কালের কণ্ঠ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তবে করদাতাদের কিছু অসুবিধার মুখোমুখি হতে হয়েছে, বিশেষ করে রিটার্ন জমা দেওয়ার পর কোনো ভুল হলে তা সংশোধনের সুযোগ না থাকার বিষয়টি। এবার করদাতাদের এই সমস্যার কথা বিবেচনা করে এনবিআর সংশোধিত রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করেছে।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, রিটার্ন দাখিলের পর করদাতারা যদি কোনো ভুল পান, তাহলে আয়কর আইন ২০২৩-এর ১৮০(১) ধারা অনুযায়ী মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন।

এই ব্যবস্থা চালু হওয়ায় করদাতারা এখন তাদের রিটার্নে ভুল সংশোধন করে সঠিক তথ্য জমা দিতে পারবেন। এটি করদাতাদের জন্য একটি বড় সুবিধা, কারণ আগে অনলাইনে রিটার্ন দাখিলের পর কোনো ভুল হলে তা সংশোধনের সুযোগ ছিল না।

যেভাবে সংশোধিত আয়কর দাখিল করবেন

ই-রিটার্ন ওয়েবসাইটে (https://etaxnbr.gov.bd) প্রবেশ করে সংশোধিত আয়কর রিটার্ন দাখিল করা যায়। এজন্য প্রথমে ওয়েবসাইটের বাম পাশে থাকা 'রিভাইসড রিটার্ন ইউ/এস-১৮০(২)' অপশনে ক্লিক করতে হবে।

এরপর 'রিটার্ন সাবমিশন কনফার্মেশন' শিরোনামে একটি সতর্কবার্তা প্রদর্শিত হবে। এই বার্তায় আপনার পূর্বে দাখিলকৃত রিটার্নের তথ্য যেমন রেফারেন্স নম্বর, সাবমিশনের তারিখ এবং সংশোধিত রিটার্ন দাখিলের শেষ তারিখ উল্লেখ থাকবে।

সতর্কবার্তায় বলা হবে, 'আপনি ইতিমধ্যে ধারা ১৮০ অনুযায়ী রিটার্ন জমা দিয়েছেন। যদি আপনি এগিয়ে যান, তাহলে আপনার পূর্বের নিয়মিত রিটার্ন স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে।

' যদি আপনি সংশোধিত রিটার্ন দাখিল করতে চান, তাহলে 'প্রোসিড টু রিভাইসড রিটার্ন' বাটনে ক্লিক করুন। এরপর 'আর ইউ শিউর' শিরোনামে আরেকটি পপ-আপ বার্তা আসবে, যেখানে লেখা থাকবে— 'এই পরিবর্তনটি চূড়ান্ত এবং এটি পূর্বাবস্থায় ফেরানো যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান?'

যদি আপনি সংশোধন করতে চান, তাহলে 'প্রোসিড' বাটনে ক্লিক করুন। আর যদি না চান, তাহলে 'ক্যান্সেল' বাটনে ক্লিক করে প্রক্রিয়া বাতিল করতে পারেন।

'প্রোসিড' বাটনে ক্লিক করলে আপনাকে পূর্বের রিটার্নের 'অ্যাসেসমেন্ট ইনফরমেশন' পেজে নিয়ে যাবে।

সেখানে প্রয়োজনীয় তথ্য সংশোধন করে সাবমিট করলেই সংশোধিত রিটার্ন দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হবে।

এই পুরো প্রক্রিয়াটি সহজ, স্বচ্ছ এবং ব্যবহারকারীবান্ধব। শুধু সতর্কতার সাথে ধাপগুলো অনুসরণ করুন এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করে নিন। এতে করে আপনার আয়কর সংশোধনের কাজটি নির্ভুল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

আরো পড়ুন

ই-রিটার্ন পূরণে হিমশিম খাচ্ছেন? চিন্তা নেই!

ই-রিটার্ন পূরণে হিমশিম খাচ্ছেন? চিন্তা নেই!

 


 

মন্তব্য

অনলাইনেই সংশোধন করা যাবে আয়কর রিটার্ন দাখিলের ভুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
অনলাইনেই সংশোধন করা যাবে আয়কর রিটার্ন দাখিলের ভুল
সংগৃহীত ছবি

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ব্যাপক সাফল্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে কিছু বিষয়ে অস্বস্তিতে পড়েছিলেন করদাতারা। তার মধ্যে একটি হলো কোনো ভুল হলে অনলাইনে সংশোধনের সুযোগ না থাকা। এবার করদাতাদের সমস্যার বিষয়টি মাথায় রেখে সংশোধন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে এনবিআর।

আরো পড়ুন

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

 

গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, রিটার্ন দাখিলের পর করদাতা রিটার্নে কোনো ভুল করলে আয়কর আইন ২০২৩-এর ১৮০(১) ধারা অনুযায়ী মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় সংশোধিত রিটার্ন দাখিল করা যায়।

যে সব করদাতা অনলাইনে মূল আয়কর রিটার্ন দাখিলের পর ভুলের কারণে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে চান তারা ওয়েবসাইট ব্যবহার করে সংশোধিত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। তবে যারা সংশোধন অপশন ব্যবহারের জন্য অনলাইনে প্রবেশ করবেন তাদেরকে অবশ্যই সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে।

আরো পড়ুন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৯তম জন্মবার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৯তম জন্মবার্ষিকী আজ

 

এনবিআর সূত্র জানায়, ২০২৪-২০২৫ করবর্ষে অনলাইনে ১৪ লাখ ৩২ হাজার করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এছাড়া ১৮ লাখ ৭৫ হাজার করদাতা ই-রিটার্নের জন্য রেজিষ্ট্রেশন করেছেন। 

উল্লেখ্য, আয়কর দিবসের পরও বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার সুবিধা চালু করা হয়।

মন্তব্য

আগামী বাজেটে মূল্যস্ফীতিসহ অগ্রাধিকার পাবে ৪ বিষয়

মিরাজ শামস
মিরাজ শামস
শেয়ার
আগামী বাজেটে মূল্যস্ফীতিসহ অগ্রাধিকার পাবে ৪ বিষয়
সংগৃহীত ছবি

আগামী ২০২৫-২৬ অর্থবছরের নতুন বাজেট তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী বাজেটে অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি কমানো বিষয়টি। এছাড়া সংস্কার কার্যক্রম, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাসহ মোট চারটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গতানুগতিক ধারাবাহিক বাজেটের চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে আগামী অর্থবছরে ভিন্নমাত্রার পরিকল্পনা যুক্ত থাকবে, যাতে বৈষম্য দূর করতে সহায়ক হয়।


   
সম্প্রতি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থাকে এসব বিষয় বিবেচনায় রেখে বাজেট প্রণয়নের পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আগামী ১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুনির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যানসংবলিত প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।  

আগামী ২০২৫-২৬ অর্থবছরের নতুন বাজেট পরিকল্পনায় প্রাথমিকভাবে আট লাখ ৩০ হাজার কোটি টাকা ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে।

বাজেটের আকারের এমন প্রাক্কলনের ওপর আয়-ব্যয়ের খসড়া রূপরেখা সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এই বাজেট পরিকল্পনায় সম্মতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। 

অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্যে অন্তর্ভুক্তির জন্য অর্থ বিভাগের দেওয়া চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে, আগামী বাজেটে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা পুনরুদ্ধার ও আর্থ-সামাজিক উন্নয়নের গতি বেগবান করতে নেওয়া পদক্ষেপের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া সুশাসন প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্য বিমোচন, অসমতা হ্রাস, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে উল্লেখযোগ্য নীতি এবং সংস্কার পরিকল্পনা, পদক্ষেপ ও কর্মকাণ্ড বাজেট প্রস্তাবে অগ্রাধিকার দিতে হবে।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় নেওয়া পরিকল্পার প্রতিফলন থাকতে হবে বাজেট প্রস্তাবে। বাজেটে প্রত্যেক দপ্তরের অধিভুক্ত ক্ষেত্রগুলোও গুরুত্ব্ব বিবেচনায় রাখতে হবে।

সূত্রে জানা যায়, আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রণয়নের জন্য এবং অন্তর্বর্তী সরকারের চলমান ও ভবিষ্যত্ কর্মকাণ্ডের মূল্যবান দলিল হিসেবে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তথ্য চেয়েছে অর্থ মন্ত্রণালয়। এতে বলা হয়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের এ পর্যন্ত প্রণয়ন করা উল্লেখযোগ্য নীতি, আইন ও পরিকল্পনা এবং বাস্তবায়িত কার্যক্রমে গুরুত্বপূর্ণ অর্জন তুলে ধরা হবে। বর্তমান সরকারের গ্রহণ করা নীতি, আইন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা এতে উপস্থাপন করা হবে।

আগামী অর্থবছর ও মধ্য মেয়াদে নেওয়া কর্মপরিকল্পনা ও সংস্কার কার্যক্রম প্রাধান্য পাবে। অর্থনীতিবিদরা বলছেন, দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বড় ধরনের চাপে রয়েছে। বিশেষ করে উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের জীবনযাত্রা সংকটের মধ্য দিয়েই যাচ্ছে। এই পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন। পাশাপাশি আগামী বাজেটে পিছিয়ে পড়া মানুষের সুরক্ষাও নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। এর জন্য রাজস্ব আহরণ বাড়াতে হবে। রাজস্ব আয় বাড়লে সরকারের ঋণের চাপ কম থাকবে। 

ব্যাংকঋণ নির্ভরতা কমিয়ে রাজস্ব আয় দিয়েই সরকারের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা সম্ভব হবে। সরকারি ব্যয়ে অর্থের অপচয় কমাতে বর্তমান সরকার জোর দিয়েছে। এ বিষয়ে আগামী বাজেটে আরো সুনির্দিষ্ট পদক্ষেপ থাকা দরকার। চলতি অর্থবছরের প্রথমার্ধে ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে। বেসরকারি খাত ঘুরে দাঁড়াতে বিশেষ নজর দিতে হবে। যাতে মূল্যস্ফীতির চাপের মুখে থাকা মানুষের আয় বাড়ানো সম্ভব হয়। এ জন্য আগামী বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে নজর দিতে হবে।

গত ১৭ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী অর্থবছরের বাজেটে ব্যাপক পরিবর্তন টের পাওয়া যাবে। তবে কী পরিবর্তন আসছে, তা তিনি ব্যাখ্যা করেননি।  

গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আগামী বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থানে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত। পাশাপাশি এলডিসি উত্তরণ পরবর্তী আমাদের অর্থনীতি সমন্বয় করার ক্ষেত্রে নজর দিতে হবে।’ তিনি বলেন, ‘অর্থনৈতিক সংস্কার নতুন বাজেটে বিশেষ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে কর কাঠামোর পরিবর্তন এনে বেসরকারি খাতের সক্ষমতা বাড়ানো দরকার। আমাদের দেশে পরোক্ষ কর অনেক বেশি। এই ধারা পরিবর্তন করে প্রত্যক্ষ করের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। কারণ আমাদের এলডিসি উত্তরণ-পরবর্তী প্রস্তুতির জন্য তিন বছর সময়ের মধ্যে যাতে সক্ষমতা অর্জন হয়।’ মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের উন্নয়ন বাজেট পুরোটাই ঋণনির্ভর। এ ধরনের অর্থায়ন কাঠামো টেকসই নয়। বিশেষ করে বিদেশি ঋণের বোঝা ভারী হচ্ছে, যা আগামী দিনের অর্থনীতিতে ঝুঁকি বাড়াচ্ছে। এসব বিষয় বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করতে হবে।’

অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি : আগামী অর্থবছর (২০২৫-২৬) শেষে গড় মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনতে চায় সরকার। তাই সংকোচনমূলক মুদ্রানীতির সঙ্গে সমন্বয় করে সরকারি ব্যয়ে সাশ্রয়ী পদক্ষেপ অব্যাহত রাখা হবে। প্রকল্পের ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করা হবে। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, গত আড়াই বছরেরও বেশি সময় দেশে সার্বিক মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে রয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ