<p style="text-align:justify">কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র জনতার গণঅভ্যুত্থান জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ ও জুলাই বিপ্লবের স্পিরিটকে ছড়িতে দিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজন করেছে ‘জুলাইলিপি’ প্রতিযোগিতা। </p> <p style="text-align:justify">রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের ১ লক্ষ ৮০ হাজার টাকার পুরষ্কার দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান যেকোনো শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে বলে বিবৃতিতে জানানো হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণের বিস্তারিত তথ্য ঢাবি শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেজে দেওয়া হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে সংস্কৃতিবাংলার আহ্বায়ক কমিটি গঠন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730037556-cc4f67ba3302868816dffdd10eaa8d65.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে সংস্কৃতিবাংলার আহ্বায়ক কমিটি গঠন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/27/1439766" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বিবৃতিতে বলা হয়, ‘জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। শহীদ-গাজীদের অকাতরে জীবন কুরবান ও তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। নতুন বাংলাদেশ বিনির্মাণে শহীদদের অদম্য সাহস ও বুলেটের সামনে পেতে দেয়া বুক আমাদের জন্য প্রেরণার উৎস। জুলাই বিপ্লবের শহীদেরা আমাদের জাতীয় বীর। সেই বীরদের যথাযথ স্মরণে এবং জুলাই বিপ্লবের স্পিরিটকে ছড়িয়ে দিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে জুলাইলিপি প্রতিযোগিতা।’</p> <p style="text-align:justify">জুলাই বিপ্লবের স্মৃতিচারণ, প্রবন্ধ, আন্দোলনের অভিজ্ঞতা, শহীদদের জীবনী, গবেষণা প্রবন্ধ ইত্যাদি বিষয় নিয়ে লিখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।</p>