<p style="text-align:justify">জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, চাকরিজীবী ও বিবাহিতদের পদায়ন করার অভিযোগ তুলেছেন পদবঞ্চিতরা। একই সঙ্গে কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগীদের চরমভাবে অবমূল্যায়ন করা হয়েছে বলেও অভিযোগ তাদের।</p> <p style="text-align:justify">সোমবার (৩০ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।</p> <p style="text-align:justify">এ সময় অতি দ্রুত কমিটি বিলুপ্ত করে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক কমিটি গঠনের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে জবি শাখা ছাত্রদলের শতাধিক পদবঞ্চিত নেতাকর্মী উপস্থিত ছিলেন।</p> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সদ্য সাবেক কমিটির ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃবৃন্দকে উপেক্ষা করে স্বেচ্ছাচারী কায়দায় নিষ্ক্রিয় ও অযোগ্য এমনকি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে বিপ্লবোত্তর সময়ে ছাত্রদলে আসা কর্মীদের পদায়ন করা হয়েছে।’</p> <p style="text-align:justify">তিনি অভিযোগ করে বলেন, ‘২০১৩-২০১৪ ও ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সব নেতাকর্মীকে তথাকথিত আহ্বায়ক কমিটিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্থান দেওয়া হয়নি। চাকরিজীবী, বিবাহিত এবং বিতর্কিত ব্যক্তিদের পদায়ন করে ত্যাগীদের চরমভাবে অবমূল্যায়ন করা হয়েছে।’</p> <p style="text-align:justify">সবুজ আরো বলেন, ‘জুলাই বিপ্লবে সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলনে অংশগ্রহণকারী সব ছাত্রসংগঠনের বিপক্ষে অবস্থান নিয়ে হামলার পরিকল্পনাকারী ও পরিচালনাকারী এম তানভীর রহমানকে এই তথাকথিত কমিটিতে আহ্বায়ক সদস্য করে জুলাই বিপ্লবের আহত ও নিহত ছাত্রদলসহ সব ছাত্রসংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের রক্তের সাথে চরমভাবে বেঈমানি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ২০০৯-২০১০ সেশন তথা ৫ম ব্যাচ থেকে সদস্যসচিব করা সত্ত্বেও একই ব্যাচের সাবেক কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাত পাটোয়ারী এবং ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম সবুজকে কোনো কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে এই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।’</p> <p style="text-align:justify">সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘বিশ্ববিদ্যালয় ২০১০-২০১১ সেশনের নাহিদ চৌধুরী সদ্য সাবেক কমিটির সহসভাপতি হওয়া সত্ত্বেও তাকে কমিটিতে জুনিয়রদের নিচে রাখা হয়েছে। যা খুবই লজ্জাজনক। বিশ্ববিদ্যালয় ২০১২-২০১৩ সেশনের ৭ম ব্যাচের সাইফুল ইসলাম নিবিড় গত কমিটিতে ব্যাচের মধ্যে ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও তাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।’</p> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাতিন, সহ সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুস শুকুর আইমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান, সহ-সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মিনহাজুল আলম প্রমুখ।</p> <p style="text-align:justify">প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও বাংলা বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী শামসুল আরেফিনকে সদস্যসচিব করে ২৭ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।</p>