ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

লঞ্চে দুই বোনকে ধর্ষণ চেষ্টার আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
লঞ্চে দুই বোনকে ধর্ষণ চেষ্টার আসামি গ্রেপ্তার

প্রতারণামূলক সম্পর্ক গড়ে তুলে দুই বোনকে ধর্ষণের চেষ্টা করেছিল সেনা সদস্য পরিচয়দানকারী আলমগীর খাঁ (২৫)। ৩০ ডিসেম্বর দুই বোনকে কৌশলে বরিশালগামী কীর্তনখোলা লঞ্চে তুলে নেয়। এরপর কেবিনে উঠিয়ে রাতে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এ ঘটনায় পলাতক আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে।

জিজ্ঞাসাবাদে জানা গেছে তার প্রতারণামূলক নানা অপকর্মের কথা।

র‌্যাব সূত্র জানায়,গ্রেপ্তার আলমগীর খাঁ নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কাটাকুশিয়া গ্রামের এলাহি নেওয়াজ খাঁর ছেলে। সে নিজেকে সেনা সদস্য হিসেবে পরিচয় দিয়ে বেশ কিছু অপরাধ করেছে। ২০১২ সালে ঢাকা সেনানিবাসস্থ কচুক্ষেত আর্মি স্টোরে চাকুরি নিয়েছিল আলমগীর।

সেখান থেকে কৌশলে সেনাবাহিনীর ভূয়া আইডি কার্ড ও ট্রাউজার সংগ্রহ করে। পরে সেগুলো দেখিয়ে মানুষের সাথে প্রতারণা করত। সে সেনাবাহিনীর সদস্য হিসেবে মিথ্যা পরিচয়ে ফেসবুক আইডি খুলেছিল।

ফেসবুকে মিথ্যা পরিচয়ে এক তরুণীর সাথে আলমগীর ভাই-বোনের সম্পর্ক গড়ে তুলে।

গত ২৫ ডিসেম্বর আলমগীর তাদের বাড়িতে যায় এবং কৌশলে ঘনিষ্ঠ কিছু ছবি মোবাইলে ধারণ করে। সেখানে গভীর রাতে তরুণীকে ধর্ষণের চেষ্টা হয়েছিল বলে জানা যায়। এরপর ভয়ভীতি দেখিয়ে ঘটনা কাউকে না জানাতে বাধ্য করে তরুণীকে। আলমগীর গত ৩০ ডিসেম্বর তরুণী ও তার বোনকে বরিশাল বেড়াতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। প্রস্তাবে সম্মত না হলে তাদের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এরপর ঢাকা থেকে দুই বোনকে কৌশলে বরিশালগামী কীর্তনখোলা লঞ্চের কেবিনে তুলে নেওয়া হয়। রাত আনুমানিক ১১টার দিকে আলমগীর লঞ্চের কেবিনের ভিতর পর্যায়ক্রমে দুই বোনকে ধর্ষণের চেষ্টা চালায়। তাদের আপত্তিকর ছবি তুলে রাখে। ধর্ষণে ব্যর্থ হয়ে আলমগীর দুই বোনের মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশের সহযোগিতায় দুই বোন বাড়িতে ফেরেন।

এদিকে ভিকটিমের পরিবারের অভিযোগ পেয়ে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারী ও তথ্য অনুসন্ধান করতে থাকে। মঙ্গলবার বিকালে সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র‌্যাব আলমগীরকে গ্রেপ্তারে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর তার অপকর্ম স্বীকার করে নেয়।

মন্তব্য

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির পুটিয়া নামকস্থানে ঢাকাগামী লেনে চাউল বোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) তার সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দুদু মিয়ার ছেলে বেলাল হোসেন (৩০) ও অপরজন ট্রাকের হেলপার নোয়াখালীর সেনবাগ উপজেলার মোস্তফার ছেলে ইয়াকুব (৩৫)।

জানা যায়, মরদেহ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের গৌরীপুর হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়েছে।

আরো পড়ুন

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে পলিথিন-প্লাস্টিক বর্জন ও পরিবেশ বিষয়ে সচেতনতা

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে পলিথিন-প্লাস্টিক বর্জন ও পরিবেশ বিষয়ে সচেতনতা

 

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কাওসিক আহাম্মেদ ও এসআই মনিরুল ইসলাম চৌধুরী জানান, গভীর রাতে মহাসড়কের পুটিয়া নামক স্থানে চাল বোঝাই ট্রাক ও প্লাস্টিকের ড্রাম বোঝাই কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক ও ট্রাকের হেলপার নিহত হন এবং আরো দুজন আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মন্তব্য

উখিয়ায় প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
উখিয়ায় প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ায় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা দিতে পারেনি ১৩ জন শিক্ষার্থী। পরীক্ষা দিতে না পেরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

জানা গেছে, উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে এক স্কুলে ১৩ জন পরীক্ষার্থীর কাউকে প্রবেশপত্র দেওয়া হয়নি, ফলে তারা কেউই পরীক্ষায় অংশ নিতে পারেনি।

আরো পড়ুন
পানি ব্যবস্থাপনা নিয়ে পরিবেশ উপদেষ্টার সঙ্গে গুইন লুইসের বৈঠক

পানি ব্যবস্থাপনা নিয়ে পরিবেশ উপদেষ্টার সঙ্গে গুইন লুইসের বৈঠক

 

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে প্রবেশপত্র দেওয়ার কথা ছিল ওই শিক্ষার্থীদের।

তারা বিদ্যালয়ে এসে দেখে গেটে তালা, তখন কান্নায় ভেঙে পড়ে তারা। ফলে এসএসসি পরীক্ষা দিতে না পেরে অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, ‘উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে একটি প্রতিষ্ঠানের ১৩ জন শিক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা দিতে পারছে না এমন অভিযোগ পেয়েছি। বিদ্যালয়টির কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেন পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে।

পরে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি যে তারা বোর্ডে ফরমও পূরণ করেনি।’

তিনি আরো বলেন, ‘মূলত ব্যাঙের ছাতার মতো গড়ে এসব প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের জীবন নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবকরা আমাদের লিখিত অভিযোগ দিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’

আরো পড়ুন
সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৫০

সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৫০

 

পরিক্ষায় অংশ গ্রহণ করতে না পারা এক শিক্ষার্থীর অভিভাবক নুর আলম বলেন, ‘আমার মেয়ের ফরম পূরণের টাকাও দিয়েছি।

সকালে প্রবেশপত্র দেওয়ার কথা ছিল। এখানে এসে দেখি বিদ্যালয় তালাবদ্ধ। প্রধান শিক্ষকসহ সবাই পলাতক রয়েছেন।’

মন্তব্য

চাঁদপুরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রতিনিধি
শেয়ার
চাঁদপুরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল
ছবি: কালের কণ্ঠ

সারাদেশে আজ থেকে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরুর প্রথম দিনে চাঁদপুরে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দেওয়া; পরীক্ষা সহায়ক শিক্ষাসামগ্রী যেমন-প্লাস্টিক ফাইল, স্কেল, কলম  বিতরণ করেছে সংগঠনটি। 

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীদের পাশে থেকে এমন ভূমিকা পালন করেছে জেলা ছাত্রদল ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল।

এ সময় পরীক্ষার্থীদের হাতে বোতলজাত খাবার পানিও তুলে দেন সংগঠনটির নেতা-কর্মীরা।এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ।

এদিকে পরীক্ষা শুরু হলে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন জেলা শহরসহ বেশকিছু কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পরীক্ষার কেন্দ্র ও তার আশপাশের পরিবেশ শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান তিনি।

 

চাঁদপুরে এবার এসএসসি, দাখিল এবং ভোকেশনাল মিলিয়ে মোট ৩৩ হাজার ৯৬৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। তাদের মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসির ৪৬টি কেন্দ্রে ২৪ হাজার ৭২৬ জন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১৯টি কেন্দ্রে ৭ হাজার ৪৫৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনালের ১২টি কেন্দ্রে ১ হাজার ৭ ৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

মন্তব্য

সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৫০

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৫০
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুরের সালথায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে হামলা-পাল্টা হামলা চালিয়ে স্থানীয় একটি বাজারের অন্তত ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়।

গতকাল বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭ থেকে ১০টা পর্যন্ত উপজেলা গট্টি ইউনিয়নের বালিয়া বাজারে সালাথা-ফরিদপুর আঞ্চলিক সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় পুরো এলাকা রণক্ষেত্র পরিণত হয়। প্রায় ৬ ঘণ্টা ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরো পড়ুন
মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত রানাকে নেওয়া হচ্ছে ভারতে

মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত রানাকে নেওয়া হচ্ছে ভারতে

 

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে বেশিরভাগ সময় গট্টি ইউনিয়ন নিয়ন্ত্রণ করেছেন সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।

তবে ৫ আগস্টের পর তিনি কয়েকমাস কারাভোগ করেন। পরে ওয়াদুদ মাতুব্বরের গ্রাম্যদলের লোকজন প্রতিপক্ষের সঙ্গে মিলে যান। ওই লোকজনকে দলে মেশানো নিয়ে স্থানীয় নুরু মাতুব্বরের সঙ্গে জাহিদ মাতুব্বরের বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে এলাকায় উত্তেজনা চলছিল।

নুরু মাতুব্বর বর্তমানে কারাগারে আছেন। তার অনুপস্থিতিতে বর্তমানে গ্রাম্যদলের নেতৃত্ব দিচ্ছেন তার ভাই উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মুনছুর মাতুব্বর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিনউদ্দীন। এই বিরোধের জেরে গতকাল বুধবার সন্ধ্যায় বালিয়া বাজারে সালথা-ফরিদপুর সড়কের উপর দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ১২টি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়।

এ সময় পুরো এলাকা রণক্ষেত্র পরিণত হয়। প্রায় ৬ ঘণ্টা সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল।

আরো পড়ুন
চাকরিজীবীদের টানা চার দিনের ছুটির সুযোগ

চাকরিজীবীদের টানা চার দিনের ছুটির সুযোগ

 

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাদের মধ্যে ৩০ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করে বক্তব্য দিয়েছেন উভয়পক্ষের নেতারা।

জাহিদ মাতুব্বর বলেন, ‘২০১৮ সালে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়িতে হামলা করে আওয়ামী লীগের লোকজন। এখন তারাই এলাকায় আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। কোনো কারণ ছাড়াই বুধবার বিকেলে বালিয়া গট্টি ও ভাবুকদিয়া গ্রামের মাঝে থেকে প্রথমে আমার দুই কর্মীকে মারধর করে। পরে আবার বালিয়া বাজার থেকে ব্যবসায়ী মামুন শেখকে কুপিয়ে জখম করে। এরপরেই সংঘর্ষ শুরু হয়। নুরু মাতুব্বর, তার ভাই মুনছুর মাতুব্বর ও মহিনউদ্দীন তারা আওয়ামী লীগের দোসর। তাদের প্রত্যেকের দলীয় পদ আছে। এরা চাচ্ছে এলাকায় আওয়ামী লীগের আধিপত্য ধরে রাখতে।’

আরো পড়ুন
বিনা মূল্যে পাটবীজ ও সার পেলেন ৮০০ কৃষক

বিনা মূল্যে পাটবীজ ও সার পেলেন ৮০০ কৃষক

 

মুনছুর নিজেকে বিএনপি নেতা দাবি করে বলেন, ‘আমরা বিএনপি করি। জাহিদ মাতুব্বর আওয়ামী লীগের সাবেক এমপি লাবু চৌধুরীর লোক। বিগত দিনে তার অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। গতকাল বুধবার বিকেলে বড় বালিয়ার গ্রামের সবুর খান খামখা মারধর করে জাহিদের লোকজন। পরে সংঘর্ষের ঘটনা ঘটে।’

সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, ‘খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এলাকার পুলিশ শান্ত রাখতে বালিয়া বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ