গোয়াল খালি করে কৃষকের ৬টি গরু নিয়ে গেছে চোর। শুক্রবার রাতে কৃষক আফান ফকিরের গোয়াল থেকে চুরি হয় গরুগুলো। সব গরু চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক। বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের ছোট নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গোয়াল খালি করে দিল চোর
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

ক্ষতিগ্রস্ত কৃষক আফান ফকির জানান, তিনি শুক্রবার সন্ধ্যায় ৬টি গরু গোয়ালে বেঁধে রাখেন। প্রতিদিনের মতো শনিবার সকালে গরু নামাতে গিয়ে গোয়াল ফাঁকা দেখে হতাশ হয়ে পড়েন। পরে শরণখোলা থানা পুলিশকে গরু চুরি ঘটনা জানান। তার ৬টি গরুর দাম তিন লক্ষাধিক টাকা বলে জানান তিনি।
শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, ছয়টি গরু চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।
সম্পর্কিত খবর

টঙ্গীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর

টঙ্গীতে এক কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের এক কলেকছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন। নাফিস হোসেন ভুঁইয়া নিলয় (২৯) নামে একজনকে প্রধান আসামি করে তার বোনসহ দুজনের বিরুদ্ধে এই মামলা করেন ভিকটিম।
রবিবার (৬ এপ্রিল) টঙ্গী পশ্চিম থানায় এই মামলা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, ভিকটিম টঙ্গী সরকারি কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী।
২০২৪ সালের ২২ অক্টোবর নিলয় বিয়ের কথা বলে ভিকটিমকে তার খালি বাসায় নিয়ে ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয়ে গেলে ভিকটিম নিলয়কে বিয়ের জন্য চাপ দেয়। চলতি বছর ৬ জানুয়ারি নিলয় টঙ্গীর এশিয়া জেনারেল হাসপাতালে নিয়ে টেবলেটের মাধ্যমে বাচ্চা নষ্ট করে ফেলে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে সংবাদটি নিশ্চিত করে বলেন মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নীলফামারীর উত্তরা ইপিজেডে মেশিন বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ
নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কারখানার মেশিন বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ওই দুই শ্রমিক হলেন- সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলি গ্রামের রমজান আলী (২২) ও জেলা সদরের পঞ্চপুকুর গ্রামের খায়রুল ইসলাম (২১)। ইপিজেডের সনিক বিডি লিমিটেড নামে খেলনা তৈরির একটি কারখানায় তারা রাত্রিকালীন শিফটে কর্মরত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একাধিক শ্রমিক জানায়, রাতের শিফটে কাজ শুরু হলে একটি মেশিনের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দুই শ্রমিক আগুনে দগ্ধ হয়।
উত্তরা ইপিজেডের জিএম মোহাম্মদ আব্দুল জব্বার সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা বারের আইনজীবী শহরের হিলালপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সুজন মিয়া দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন।
রবিবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে মৌলভীবাজার কোট রোডস্থ পৌরসভার সামনে ফুসকার পাশে তাকে ছুরিকাহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান।

নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি গঠন
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নাঙ্গলকোট উপজেলা নতুন কমিটিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়াকে পুনরায় আহ্বায়ক করা হয়।
রবিবার (৬ এপ্রিল) রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম নজির আহমেদ ভূঁইয়ার হাতে উপজেলা ও পৌরসভা কমিটি হস্তান্তর করেন। উপজেলা কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক নূরুল আফসার নয়নকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নাঙ্গলকোট পৌরসভা বিএনপি নতুন কমিটিতে আনোয়ার হোসেন মুকুলকে পুনরায় আহ্বায়ক ও আব্দুল কাদের জিলানীকে পুনরায় সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।