ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

উলিপুরে আনসার আল ইসলামের দুই সদস্য আটক

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
শেয়ার
উলিপুরে আনসার আল ইসলামের দুই সদস্য আটক

কুড়িগ্রামের উলিপুরে মিনহাজুল ইসলাম (২১) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে র‍্যাব। আজ বুধবার ভোররাতে উপজেলার পৌর শহরের নারিকেল বাড়ি খাতিরের মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

রংপুর র‍্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। মিনহাজুল ইসলাম ওই গ্রামের দিনমজুর আব্দুল হাই এর পুত্র এবং নরসিংদী মাধবদীর একটি মাদরাসা শিক্ষার্থী।

এ ছাড়া একই অভিযোগে কুড়িগ্রাম সদর থেকে ওই রাতে আব্দুল কাদের সালমান নামে আরও এক যুবককে নিয়ে গেছে র‍্যাব। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বুধবার বিকেলে উপজেলার পৌর শহরের নারিকেল বাড়ি খাতিরের মাঠ এলাকায় মিনহাজুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায় শুনসান নীরবতা। সবার মনে এক অজানা আতঙ্ক।

এসময় মিনহাজুলের মা মমিনা বেগম বলেন, রাত প্রায় সাড়ে ৩টার দিকে কিছু লোক এসে আমার ছেলে মিনহাজুলকে ধরে নিয়ে যায়। আমার ছেলের অপরাধ জানতে চাইলে তারা কিছু বলেনি। এসময় তারা বাড়িঘরে তল্লাশি চালায়। তাদের পরনে র‍্যাবের পোশাক ছিল।

তবে মিনহাজুল কোনো সংগঠনের সাথে জড়িত কি-না এ বিষয়ে কিছু জানাতে পারেনি তার মা।

প্রতিবেশী খোকা মিয়া, সাহেব আলী, খতিব আলীসহ কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, মিনহাজুল খুবই ভালো ছেলে। তার কোনো খারাপ আচরণ আমাদের চোখে পড়েনি। মিনহাজুল মাদরাসা থেকে বাড়িতে আসলে প্রতিবেশী কারো সাথে তেমন কথা বলত না। মসজিদের পাশে বাড়ি হওয়ায় শুধু নামাজ পড়ার জন্য বাড়ির বাহির হত।

তবে যখনি কারো সাথে দেখা হত তখনি সে শুধু নামাজ কালাম ও আখিরাতের কথা বলত। সে এলাকায় একজন ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল।

র‍্যাবের মিডিয়া উইংয়ের কর্মকর্তা মাহমুদ বশির আহমেদ বলেন, 'আনসার আল ইসলাম নামক নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে মিনহাজুল ও আব্দুল কাদেরকে আটক করা হয়েছে। প্রেস রিলিজের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য

পরীক্ষা শেষে বাড়ি ফিরেই দুঃসংবাদ পেল মেয়েটি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পরীক্ষা শেষে বাড়ি ফিরেই দুঃসংবাদ পেল মেয়েটি
সংগৃহীত ছবি

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন শেরপুরের নকলায় মেয়েকে কেন্দ্রে রেখে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় শিরিনা বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে অটোরিকশার চাপায় শেরপুরের নকলায় উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ওই নারী পার্শ্ববর্তী রেহারচর গ্রামের সোহেল রানার স্ত্রী।

আরো পড়ুন
চাকরির কথা বলে বাসায় এনে যুবককে ধর্ষণ, ক্ষোভে হত্যা

চাকরির কথা বলে বাসায় এনে যুবককে ধর্ষণ, ক্ষোভে হত্যা

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে শিরিনা বেগম তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে পৌঁছে দেন। পরে তিনি বাড়ি ফিরে যাওয়ার সময় দুপুর ১২টার দিকে চরবসন্তি এলাকায় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন।

পরে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন
মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

 

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

যুবলীগ নেতা মাসুদ গ্রেপ্তার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
শেয়ার
যুবলীগ নেতা মাসুদ গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নওগাঁর মহাদেবপুর যুবলীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহাদেবপুর কুঞ্জবন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মাসুদুর রহমান মহাদেবপুর উপজেলা যুবলীগের সদস্য। তিনি উপজেলার খেজুর ইউনিয়নের কুঞ্জবন গ্রামের জসিম উদ্দীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন আলম বলেন, ‘গতকাল রাতে বদলগাছী থানা পুলিশ ও মহাদেবপুর থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বদলগাছী থানায় নেওয়া হয়েছে।’

আরো পড়ুন
বেলকুচিতে বিএনপির ২ নেতার পদ স্থগিত, যুবদলের ৭ নেতাকে বহিষ্কারের সুপারিশ

বেলকুচিতে বিএনপির ২ নেতার পদ স্থগিত, যুবদলের ৭ নেতাকে বহিষ্কারের সুপারিশ

 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, গ্রেপ্তারের পর থানা হেফাজতে মাসুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত বছরের ৫ নভেম্বর ককটেল বিস্ফোরণের ঘটনায় বদলগাছী থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য

সাবেক এমপির ভাই ফরিদ মোল্লার কারাদণ্ড, কোটি টাকা অর্থদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি
শেয়ার
সাবেক এমপির ভাই ফরিদ মোল্লার কারাদণ্ড, কোটি টাকা অর্থদণ্ড
সংগৃহীত ছবি

পটুয়াখালী-২ (বাউফল) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ স ম  ফিরোজের ছোট ভাই এ কে এম ফরিদ মোল্লাকে এক বছরের কারাদণ্ড এবং এক কোটি ৮০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে পটুয়াখালী যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. বেলাল হোসেন এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার প্রথম শ্রেণির ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স হোসেন অ্যান্ড ব্রাদার্স’-এর স্বত্বাধিকারী এ টি এম মোকাম্মেল হোসেনের কাছ থেকে দীর্ঘ ব্যাবসায়িক সম্পর্কের সুবাদে ফরিদ মোল্লা বিভিন্ন সময়ে মোট এক কোটি ৮০ লাখ টাকা ধার নেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিয়ে ক্ষমতাবান ভাইয়ের প্রভাব দেখিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন।

পরে ২০১৯ সালের ২২ ডিসেম্বর ফরিদ মোল্লা তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব (মেসার্স মনিরা এন্টারপ্রাইজ) থেকে বাদীকে এক কোটি ৮০ লাখ টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু পরদিন চেকটি রূপালী ব্যাংকের পটুয়াখালী নিউ টাউন করপোরেট শাখায় জমা দিলে তা ডিজ-অনার হয়।

এরপর বাদী ২০২০ সালের ৯ জানুয়ারি আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু আসামি বাদীর দাবি অস্বীকার করেন।

নিরুপায় হয়ে বাদী মোকাম্মেল হোসেন আদালতের দ্বারস্থ হন।

বাদীপক্ষ অভিযোগ করেন, আসামির ভাই ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা হওয়ায় তাদের দাপটে অভিযোগের বিচারিক কার্যক্রম প্রভাবিত হয়ে আসছিল। তবে ৫ আগস্টের পর মামলার বিকচারিক কার্যক্রমে গতি আসে। এরপর রায় পেয়ে বাদী আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

ব্যবসায়ী এ টি এম মোকাম্মেল হোসেন বলেন, ‘আমি সব সময় সততার সঙ্গে ব্যবসা করেছি। দীর্ঘ ছয় বছর ধৈর্য ধরার পর আজ ন্যায়বিচার পেয়েছি। ন্যায়বিচার প্রতিষ্ঠা করায় আদালতের প্রতি কৃতজ্ঞ।’

আসামিপক্ষের বিরুদ্ধে ন্যায়বিচার প্রভাবিত করার অভিযোগ প্রসঙ্গে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মামলাটি প্রভাবিত করার চেষ্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আইনের বিজয় হয়েছে।

’ 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল-আমীন সুজন বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে তারা নানাভাবে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। সর্বশেষ এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।’

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের ১৫ বছর পটুয়াখালীতে দল ও ভাইয়ের প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ বাগিয়ে নিয়েছেন ফরিদ। এ ছাড়া অন্যের দরপত্র পাওয়া কাজও নিজে প্রভাব খাটিয়ে ভাগিয়ে নিয়েছেন।

মন্তব্য

শেরপুরে অটোরিক্সা চাপায় গৃহবধূ নিহত

শেরপুর প্রতিনিধি
শেরপুর প্রতিনিধি
শেয়ার
শেরপুরে অটোরিক্সা চাপায় গৃহবধূ নিহত

শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় শিরিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২ টার দিকে শেরপুরের নকলা উপজেলার চরসন্তি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ শিরিনা বেগম ওই এলাকার রেহারচর গ্রামের সোহেল রানার স্ত্রী। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন নকলা থাকার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান।

 

ওসি হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

স্থানীয়দের বরাতে ওসি জানান, বৃহস্পতিবার সকালে শিরিনা বেগম তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নকলার গৌরদ্বার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দেন। পরে তিনি একটি অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে চরবসন্তি মোড়ে অটো থেকে নামেন।

তারপর বাড়িতে যাওয়ার জন্য আরেকটি অটোরিক্সার নিতে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করেন। এসময় পাশ দিয়ে যাওয়া আরেকটি অটোরিক্সা তাকে চাপা দিলে শিরিনা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ