ঢাকা, বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১, ০৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১, ০৩ শাওয়াল ১৪৪৬

হিলির ফার্মেসিতে মিলছে না জ্বরের ওষুধ

হিলি প্রতিনিধি
হিলি প্রতিনিধি
শেয়ার
হিলির ফার্মেসিতে মিলছে না জ্বরের ওষুধ

করোনা মহামারির মধ্যে জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় হিলির ফার্মেসিগুলোতে কোনো কম্পানির জ্বরের ওষুধ পাওয়া যাচ্ছে না। দুই-একটি দোকানে মিললেও বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ফার্মেসি, বাজারের ফার্মেসি এবং প্রত্যন্ত অঞ্চলের ওষুধের দোকানগুলোতে জ্বরের ওষুধ বেক্সিমকো গ্রুপের নাপা সিরাপ, নাপা ট্যাবলেট, নাপা এক্সটেন্ডেড, নাপা এক্সট্রা, নাপা ওয়ান এবং স্কয়ার গ্রুপের এইচএইচ প্লাস, এইচ ৫০০-সহ অন্যান্য কম্পানির জ্বরের ওষুধ।

জ্বরের ওষুধ নিতে আসা মাসুদ রানা নামের একজনের সঙ্গে কথা হলে তিনি বলেন, 'আমার মেয়ের জ্বর আসছে তাই ওষুধের দোকানে জ্বরের ওষুধ নিতে আসলাম।

এসে শুনি দোকানে জ্বরের ওষুধই নেই। এতে আমাদের বিপাকে পড়তে হচ্ছে।'

কথা হয় নাসিম আহম্মেদ নামের আরেকজনের সঙ্গে। তিনিও বলেন, সবার ঘরে ঘরে জ্বর দেখে কী কেউ ওষুধের সংকট সৃষ্টি করল কি-না সেটা প্রশাসনকে ক্ষতিয়ে দেখার অনুরোধ করছি।

কারণ আমরা হাসপাতালে গেলে ডাক্তাররা মূলত আমাদের এসব ওষুধ খাওয়ার পরামর্শ দিচ্ছেন। কিন্তু কিনতে গেলে তা আর পাওয়া যাচ্ছে না।' 

আমিরুল ইসলাম নামের আরো একজন অভিযোগ করে বলেন, 'যদিও দুই-একটি দোকানে ওষুধ মিলছে, কিন্তু চাহিদা থাকায় তারা বেশি দামে বিক্রি করছেন।' 

বেক্সিমকোর হিলির রিপ্রেজেন্টিভ আলেমন হোসেন  বলেন, 'বর্তমানে ঘরে ঘরে মানুষের জ্বর হওয়ায় উৎপাদনের তুলনায় চাহিদা বাড়ছে।

এ কারণে বাজারে সরবরাহ কমেছে। তবে এই মাসের মধ্যে বাজারে ওষুধটির সরবরাহ স্বাভাবিক হবে।'

হাকিমপুর (হিলি) ঔষধ ফার্মেসির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বলেন, 'আমাদের উপজেলায় নাপা এক্সট্রা, নাপা এক্সটেনসহ এই গ্রুপের ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে।

'

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. গাদ্দাফী সিকদার বলেন, 'আমাদের উপজেলায় জ্বরের প্রকোপটা একটু বেশি। বাজারে কোনো ওষুধের সরবরাহ নেই, সেটা আমি বলতে পারব না। তবে জ্বরের ব ধরনের ওষধ পর্যাপ্ত  হাসপাতালে রয়েছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর এ আলম বলেন, 'করোনা মহামারির এ সংকট মুহূর্তে যদি কোনো ফার্মেসি মালিক সংকট তৈরি করে, দাম বেশি নেয় তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, 'ওষুধের সংকট তৈরি করে দাম বেশি নিচ্ছে এমন অভিযোগ পেলে সেখানে অভিযান পরিচালনা করা হবে।'  

মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদের ছুটিতে মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকের উপচেপড়া ভিড়

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
শেয়ার
ঈদের ছুটিতে মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকের উপচেপড়া ভিড়
মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকের ভিড়

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার প্রকৃতি কন্যা মাধবকুণ্ড জলপ্রপাত, চা বাগান, হাকালুকি হাওর আর হাকালুকি হাওরপারের হাল্লা পাখিবাড়ি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। সারা বছরই এ উপজেলার পর্যটন স্পটগুলোতে কমবেশি পর্যটকের আনাগোনা থাকে। আর বড় কোনো উৎসবের ছুটি হলে তো কথাই নেই! এবারও তার ব্যতিক্রম হয়নি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের সরকারি ছুটি মিলেছে।

দীর্ঘ ছুটিতে পর্যটকেরা ছুটে গিয়েছেন মাধবকুণ্ড জলপ্রপাত, চা বাগান, হাকালুকি হাওর আর হাকালুকি হাওরপারের হাল্লা পাখিবাড়িতে। তবে এবার ঈদের উৎসবে পর্যটকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে প্রকৃতি কন্যা মাধবকুণ্ড জলপ্রপাতে। ফলে মাধবকুণ্ড ইকোপার্ক ও জলপ্রপাত এলাকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, ইজারাদারসহ সবার মুখে ফিরেছে তৃপ্তির হাসি।

আরো পড়ুন
সেচ দেওয়াকে কেন্দ্র করে চা বিক্রেতাকে পিটিয়ে হত্যা, আটক ২

সেচ দেওয়াকে কেন্দ্র করে চা বিক্রেতাকে পিটিয়ে হত্যা, আটক ২

 

সরেজমিনে আজ বুধবার (২ এপ্রিল) বিকেলে দেখা যায়, মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের কাঁঠালতলি বাজার থেকে মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটনকেন্দ্রের সড়কটি ভীষণ ব্যস্ত।

পর্যটকরা বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে হইহুল্লোড় করে ছুটে চলেছেন প্রকৃতি কন্যা মাধবকুণ্ডের দিকে। জলপ্রপাতের প্রবেশ ফটকের সামনের টিকিট কাউন্টারে পর্যটকের উপচেপড়া ভিড় ছিল। বিভিন্ন পণ্যের দোকান, খাবার হোটেলগুলোতেও পর্যটকের ভিড় দেখা গেছে। হইহুল্লোড়ে মেতে ওঠেছেন পর্যটকেরা।
কেউ কেউ জলপ্রপাতের ঝরনার পানিতে গোসল করছেন। কেউ বা ছবি তুলছেন প্রিয়জনের সাথে। জলপ্রপাতের কাছাকাছি দাঁড়িয়ে কেউ কেউ সেলফি তুলছেন। স্থানীয় আলোকচিত্রীরাও পর্যটকদের ছবি তুলায় ব্যস্ত সময় পার করছেন।  

বরিশাল বিভাগের ঝালকাটি জেলার নলছিটি উপজেলা থেকে বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন শহিদুল ইসলাম।

তিনি বলেন, এই প্রথম মাধকুণ্ডে এসেছি। এখানকার পরিবেশ খুবই সুন্দর। অন্য এলাকার চেয়ে সিলেট ও মৌলভীবাজারে অনেক সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র রয়েছে।

আরো পড়ুন
ধানক্ষেতে ছিন্নভিন্ন দেহ, স্বজনের দাবি নিখোঁজ জব্বারের লাশ

ধানক্ষেতে ছিন্নভিন্ন দেহ, স্বজনের দাবি নিখোঁজ জব্বারের লাশ

 

মাধবকুণ্ড জলপ্রপাতের প্রধান ফটকের কাউন্টারে থাকা জলপ্রপাত ইজারাদার কর্তৃপক্ষের কর্মচারী সাজু আহমদ বলেন, এবার পর্যটক কিছুটা কম। ঈদের দিন ২ হাজার ৫০০ জন, পরদিন মঙ্গলবার আনুমানিক ১ হাজার ৫০০ জন আর বুধবার ২ হাজারের একটু বেশি পর্যটক হতে পারেন। তবে ছুটি আরও আছে। তাই পর্যটক সমাগম বাড়বে বলে আশা করছি।

বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা রবিন্দ্র কুমার সিংহ বলেন, পর্যটকেরা নির্বিঘ্নে মাধবকুণ্ডে আনন্দ উপভোগ করছেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পর্যটন পুলিশ কাজ করছে। পাশাপাশি বন বিভাগ ও ইজারাদার পক্ষের লোকজন সার্বক্ষণিক কাজ করছে।

মন্তব্য

সেচ দেওয়াকে কেন্দ্র করে চা বিক্রেতাকে পিটিয়ে হত্যা, আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রতিনিধি
শেয়ার
সেচ দেওয়াকে কেন্দ্র করে চা বিক্রেতাকে পিটিয়ে হত্যা, আটক ২

ধানক্ষেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে আনারুল ইসলাম (৪৭) নামের এক চা বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা জেলার সদর উপজেলার ধুলিহর সানাপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

আনারুল ইসলাম (৪৭) ওই এলাকার আমের আলীর ছেলে।

 

আটককৃতরা হলেন ধুলিহর সানাপাড়ার লক্ষ্মণ চন্দ্র পাল (৫০) ও তার স্ত্রী নমিতা পাল।

নিহত আনারুল ইসলামের ভাই মনিরুল ইসলাম মনি জানান, তার ভাই আনারুল ইসলাম উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে চা বিক্রি করে। একই সঙ্গে তিনি এবার আট শতক জমিতে বোরো চাষ করেছে। বোরো চাষের জন্য প্রতিবেশী লক্ষ্মণ পালের শ্যালো মেশিন থেকে চুক্তিভিত্তিক পানি নিতো সে।

বুধবার দুপুর একটার দিকে জমিতে পানি কম দেওয়াকে কেন্দ্র করে লক্ষ্মণ পালের স্ত্রী নমিতা পালের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এ পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির শুরু হয়। এক পর্যায়ে নমিতা পাল লাঠি দিয়ে আনারুলের মাথায় আঘাত করে। এতে আনারুল মাটিতে পড়ে যায়।
সদর হাসপাতালে নেওয়ার পথে আনারুল মারা যায়। এ ঘটনায় লক্ষ্মণ পাল ও তার স্ত্রী নমিতা পালকে আটক করে পুলিশ।

লক্ষ্মণ চন্দ্র পাল ও নমিতা পাল দম্পত্তির ছেলে কলেজ ছাত্র জয় কুমার পাল বলেন, ‘খেতে পানি কম দেওয়া হয়েছে এমন অভিযোগে আনারুল ইসলাম আমার মাকে ধাক্কা মেরে ফেলে দিলে আত্মরক্ষার্থে আমার মা লাঠি দিয়ে আঘাত করলে আনারুল পড়ে গিয়ে আহত হয়।’

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক সুশান্ত কুমার ঘোষ জানান, আনারুল হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লক্ষ্মণ পাল ও তার স্ত্রী নমিতা পালকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

 

মন্তব্য

দুর্গাপুরে ঈদের ছুটিতে সড়কে প্রাণ গেল ১ জনের

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
দুর্গাপুরে ঈদের ছুটিতে সড়কে প্রাণ গেল ১ জনের
প্রতীকী ছবি

ঈদের ছুটির তিন দিনে নেত্রকোনার দুর্গাপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। বুধবার (২ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান। এ সময় আহত হয়েছে অন্তত ২৪ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, সোমবার ঈদের দিন সকাল থেকে বুধবার বিকেল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে এসেছে ২৪ জন।

তার মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে দুজন।

আরো পড়ুন
ঈদ করতে এসে ধরা পলাতক আ. লীগ নেতা

ঈদ করতে এসে ধরা পলাতক আ. লীগ নেতা

খোঁজ নিয়ে জানান গেছে, সোমবার সন্ধ্যায় চণ্ডীগড় ইউনিয়নের মধুয়াকোনা এলাকায় বেপরোয়া অটোর ধাক্কায় আব্দুল খালেক (৮০) নামের এক বৃদ্ধ আহত হন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহে পাঠান।

ওই দিন রাতেই সেখানে চিকিৎসাধীন মারা যান তিনি। মধুয়াকোনা গ্রামের বাসিন্দা তিনি। 

স্থানীয় বাসিন্দা জামাল তালুকদার বলেন, ‘চলন্ত পিকআপে গান বাজিয়ে নাচানাচি করছে কিছু তরুণ। তাল মেলাচ্ছেন চালকও, এতেই ঘটে দুর্ঘটনা।

ঈদ মানে আনন্দ কিন্তু এমন অশ্লীল আনন্দ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ রকম বেহায়াপনার বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি।’

আরো পড়ুন
অসহায় আত্মসমর্পণ সাংবাদিকদের মানায় না : কাদের গনি চৌধুরী

অসহায় আত্মসমর্পণ সাংবাদিকদের মানায় না : কাদের গনি চৌধুরী

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অটোর ধাক্কায় ময়মনসিংহে চিকিৎসাধীন একজন মারা গেছেন। তিনি আরো বলেন, ‘চলন্ত পিকআপে গান-বাজনা বাজিয়ে বেপরোয়া চলাচল দেখলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মন্তব্য

ঈদ করতে এসে ধরা পলাতক আ. লীগ নেতা

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ঈদ করতে এসে ধরা পলাতক আ. লীগ নেতা
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২ এপ্রিল) সকালে হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া গ্রামে তার ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, হেদায়েতুল আলম রেজা হাটিকুমরুল হাইওয়ে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ, সলঙ্গা থানায হামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে হওয়া ৩টি মামলার এজাহারভুক্ত আসামি।

 

আরো পড়ুন
একসঙ্গে দেখা গেল পলাতক সাবেক ৪ মন্ত্রীকে

একসঙ্গে দেখা গেল পলাতক সাবেক ৪ মন্ত্রীকে

 

স্থানীয়রা জানায়, জুলাই অভ্যুত্থানের পর থেকে হেদায়েতুল আলম রেজা পলাতক ছিলেন। ঈদের দ্বিতীয় দিন সকালে পরিবারের সাথে দেখা করার জন্য তার ভাইয়ের বাড়িতে এসেছিলেন। সংবাদ পেয়ে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ