ঈদুল আজহা উপলক্ষ্যে বগুড়ার শেরপুরে গরিবদের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফের চাল আজও বিতরণ করা হয়নি। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা ও ইউপি চেয়ারম্যানের সঙ্গে কার্ড ভাগাভাগি নিয়ে বিরোধের জেরধরে চার হাজার কেজি দুস্থদের এসব চাল পরিষদের অস্থায়ী কার্যালয়ের গোডাউনে বস্তাবন্দি করে রাখা হয়েছে। ঈদের পর ১৪দিন পার হলেও গরিবদের এসব চাল বিতরণ করা সম্ভব হয়নি। এমনকি কবে নাগাদ এসব চাল বিতরণ করা হবে তাও কেউ বলতে পারছেন না।
গোডাউনে 'ইঁদুর' খাচ্ছে গরিবের চাল!
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

শাহবন্দেগী ইউনিয়নের মেম্বার (ইউপি সদস্য) মাহমুদুল হাসান লিটনসহ একাধিক মেম্বার বলেন, যে গোডাউনে চালগুলো রাখা হয়েছে সেটি একটি পরিত্যক্ত গোডাউন। তাই ওই গোডাউনটি এখন ইঁদুর আর পোকার বসতঘর।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষ্যে অতি দরিদ্রের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নে ২৪ হাজার ৯৮০টি পরিবারের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শাহবন্দেগী ইউনিয়নে দুই হাজার ৪৯৮ পরিবারের অনুকূলে ২৪ দশমিক ৯৮০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এই চাল বিতরণের কার্ড ভাগাভাগি নিয়ে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ইউপি চেয়ারম্যানের বিরোধ তৈরি হয়। এতে করে বরাদ্দ পাওয়া ভিজিএফের চাল সম্পূর্ণ বিতরণ করা সম্ভব হয়নি। ফলে চার হাজার কেজি চাল পরিষদের গোডাউনেই পড়ে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শাহবন্দেগী ইউনিয়নের একাধিক মেম্বার (সদস্য) অভিযোগ করে বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে এই ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে। একই ব্যক্তির নিকট থেকে একাধিক স্বাক্ষর ও টিপসই নিয়ে চাল উত্তোলন দেখিয়ে তা কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়েছে।
ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন মন্ডল বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা ভিজিএফের ৭০০ কার্ড দাবি করে বসেন। তবে তাদের ৪০০ কার্ড দেওয়া হয়। কিন্তু দুস্থদের মধ্যে এসব কার্ড বিতরণ করা হয়নি। তাই কেউ চাল নিতে আসেননি। এই কারণে ওইসব কার্ডের চাল পরিষদের গোডাউনেই পড়ে আছে।
চেয়ারম্যান অভিযোগ করে বলেন, বিগত সময়ে দলীয় নেতাকর্মীদের যেসব কার্ড দেওয়া হয়েছিল তা কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়। এবারও সেই কাজই করা হয়। তাই কার্ড পাওয়া দুস্থ ব্যক্তিদের না এনে দু-একজন নেতা তাদের ভাগের ভিজিএফের সব চাল নিতে এলেও তাদের দেওয়া হয়নি। একপর্যায়ে চাল না পেয়ে বাধার সৃষ্টি করেন তারা। পরবর্তীতে তাদের কার্ডের চালগুলো রেখে বাকি চাল গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এই চাল বিতরণে কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি বলেও দাবি করেন তিনি।
শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ভিজিএফের চাল বিতরণে চেয়ারম্যান নিজেই নয়-ছয় করেছেন। মাস্টাররোল ভুয়া নাম তালিকা করে এই চাল বিতরণ দেখিয়েছেন। আমরা কেবল চেয়ারম্যানের ওইসব অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ জানিয়েছি মাত্র। এছাড়া দলীয়ভাগ হিসেবে তাদেরকে কোনো ভিজিএফের কার্ডই দেওয়া হয়নি। তাই কার্ড বিতরণ না করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
ইউনিয়নের সচিব ইকবাল হোসেন দুলাল বলেন, সামান্য জটিলতার কারণে চাল বিতরণ করা সম্ভব হয়নি। তবে অচিরেই পরিষদের বৈঠক ডেকে বিষয়টি সমাধানের পাশাপাশি ওইসব চাল বিতরণ করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দ্রুত চালগুলো বিতরণের জন্য ইউনিয়ন পরিষদে মিটিং ডাকতে বলা হয়েছে। সেখানে সিদ্ধান্ত নিয়ে চালগুলো বিতরণ করা হবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ঈদের দুদিন আগে ভিজিএফের চালগুলো বিতরণ শুরু করা হয়। কিন্তু সেখানে চেয়ারম্যান-মেম্বারদের মধ্যে বিরোধ রয়েছে। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও চেয়ারম্যান দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। পরবর্তীতে চাল বিতরণে বিশৃঙ্খলার খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই। পাশাপাশি সৃষ্ট জটিলতা নিরসন করে চাল বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

টঙ্গীতে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর

টঙ্গীতে একটি খোলা মাঠে আলিমুল (২৫) নামে এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত আলিমুল নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কলিমুদ্দিনের ছেলে। সে মুদাফ এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করতেন।
রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে টঙ্গী পশ্চিম থানাধীন ৫২নং ওয়ার্ডের বড় দেওড়া মুদাফা এলাকার উত্তরা প্রবর্তন সিটির মাঠে এই ঘটনা ঘটে।
নিহতের বুকের বাম পাশে দাঁড়াল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত যুবকের গায়ে সাদাকালো চেক শার্ট ও নেভি ব্লু জিন্স প্যান্ট ছিল।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রবর্তন মাঠে হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শোনে মানুষ দৌড়ে যায়। সেখানে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত যুবককে উদ্ধার করে স্থানীয় লোকজন উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
নিহতের চাচা রেজওয়ান জানান, আমার ভাতিজা মুদাফা এলাকার একটি গার্মেন্টসে চাকরি করে। আগামীকাল তার অফিস খোলা। কিন্তু একদিন আগেই আলিমুল বাড়ি থেকে টঙ্গীতে যান।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে খুনের সংবাদটি নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় শনাক্ত ও আসামি গ্রেপ্তারে কাজ চলছে।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় ৬ নেতা বহিষ্কার
রংপুর অফিস

রংপুরের বদরগঞ্জে একটি টিনের দোকানকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন দলের হাইকমান্ড। রবিবার (৬ এপ্রিল) দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য ৬ নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে রংপুর জেলা বিএনপি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর জেলা বিএনপির সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির মানিক, বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল হক মানিক, উপজেলার ১০নং মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, ১৩নং কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল হক এবং ১৪নং বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া।
।
বিয়ের অনুষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল হামিদ মনসুরকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) বিকেলে তাকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়।
মনসুর উপজেলার ৩ নম্বর চরআলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি নয়াপড়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে।

দীর্ঘদিন টমেটো ভালো রাখবেন যেভাবে
স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেল ৩টার দিকে ভাটিপাড়া এলাকায় বন্ধুর ভাতিজির বিয়েতে যান মনসুর। ওই সময় পুলিশের একটি দল তার উপস্থিতি নিশ্চিত করে গ্রেপ্তার করে।

জুলাই যোদ্ধা শহীদ হৃদয়ের বাবাকে রিকশা সহায়তা
পটুয়াখালী প্রতিনিধি

জুলাই যোদ্ধা শহীদ মো. আশিকুর রহমান হৃদয়ের (১৭) বাবাকে রিকশা ও আর্থিক সহায়তা দিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন। রবিবার (৬ এপ্রিল) জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এই সহায়তা তুলে দেন।
জেলা প্রশাসক বলেন, ‘একজন সাহসী তরুণের মৃত্যুর খবর আমাদের নাড়া দিয়েছে। তার পরিবারের কষ্ট লাঘবে আমরা যতটুকু সম্ভব সহায়তা করছি।

৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি
তিনি আরো বলেন, ‘সরকার সব সময় মানুষের পাশে আছে। বিশেষ করে যারা গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছে।
হৃদয় ৪ এপ্রিল বিকেলে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মারা গেছে। জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়।

মায়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন