ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

এক ইউনিয়নে আওয়ামী লীগের ১১ চেয়ারম্যান পদপ্রার্থী!

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
শেয়ার
এক ইউনিয়নে আওয়ামী লীগের ১১ চেয়ারম্যান পদপ্রার্থী!

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসিলভূক্ত হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন। এখানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়ে আবেদন করেছেন ১১জন। আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যানপ্রার্থী মাস্টার আবুল খায়ের মৃত্যুতে প্রথম ধাপের তফসিলভূক্ত এ ইউনিয়নটির নির্বাচন বন্ধ হয়ে যায়। 

দ্বিতীয় ধাপের তফসিলভূক্ত হওয়ায় আগামী ২ নভেম্বর এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওই ঘোষণামতে গতকাল (শুক্রবার) বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ দলীয় নমিনেশন প্রত্যাশীদের আবেদন নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এখানে দলের ১১জন নেতা নৌকা প্রতীক চেয়ে আবেদন করেছেন।

আবেদনকারীরা হচ্ছেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খান, বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম হাওলাদার, ইছাহাক আলী হাওলাদার, মাস্টার সাইদুর রহমান, মো. হাসিব খান, আমির হোসেন মানিক, আলমগীর হোসেন হাওলাদার, সায়েদুজ্জামান সাইদ, সরোয়ার হোসেন হাওলাদার, রেজাউল করিম ও প্রায়াত দলীয় চেয়ারম্যান প্রার্থী মাস্টার আবুল খায়ের হাওলাদারের ছেলে আবু সাহরিয়ার শান্ত।

শনিবার (২ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা প্রতিটি আবেদন যাচাই বাছাই করে জেলা কমিটির কাছে প্রস্তাবনা পাঠাবো।

মন্তব্য

সম্পর্কিত খবর

নোয়াখালী

দাঁড়িয়ে থাকা ট্রাকে বালুভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ২

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
দাঁড়িয়ে থাকা ট্রাকে বালুভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ২
সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুভর্তি আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বুধবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার নাজিরপুর এলাকার নোয়াখালী-লক্ষীপুর মহাসড়কের জালালের গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফাজিলপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. সজিব (১৮) ও একই ইউনিয়নের কেন্দুর ভাগ এলাকার শাহ আলমের ছেলে সাকিব (২০)।

আরো পড়ুন
‘প্রাণ বাঁচাতে’ ওসির রুমে অবরুদ্ধ ছাত্র-জনতা

‘প্রাণ বাঁচাতে’ ওসির রুমে অবরুদ্ধ ছাত্র-জনতা

 

স্থানীয়রা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাটিতে ধাক্কা দিলে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ট্রাকের হেলপার সজিব ও চালকের পাশে থাকা বন্ধু সাকিব ঘটনাস্থলেই নিহত হয়। পরে ভোর ৫টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাক কেটে তাদের বের করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  ট্রাকের চালক আহত অবস্থায় পালিয়ে যায়।

আরো পড়ুন
বৈশাখের অনুষ্ঠানে যাননি অসুস্থ বিএনপি নেতা, শোকজ পাঠাল দল!

বৈশাখের অনুষ্ঠানে যাননি অসুস্থ বিএনপি নেতা, শোকজ পাঠাল দল!

 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন বলেন, 'পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। লক্ষীপুর থেকে আসা একটি বালুভর্তি ট্রাক দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।'

মন্তব্য

বৈশাখের অনুষ্ঠানে যাননি অসুস্থ বিএনপি নেতা, শোকজ পাঠাল দল!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শেয়ার
বৈশাখের অনুষ্ঠানে যাননি অসুস্থ বিএনপি নেতা, শোকজ পাঠাল দল!

অসুস্থতার কারণে পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিতে না পারায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনগত ও জামিনে সহায়তাকারী হিসেবে অভিযোগ তুলে বিএনপি নেতাকে শোকজ করা হয়েছে। রাজশাহীর বাঘা উপজেলায় এ ঘটনা ঘটেছে। উপজেলার বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ রঞ্জুকে এর জন্য ৪৮ ঘন্টার মধ্যে জবাবও দিতে বলা হয়েছে। 

গত ১৩ এপ্রিল তারিখ দিয়ে কারণ দর্শানোর ওই নোটিশে স্বাক্ষর করেছেন বাজুবাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবুল ও সদস্য সচিব আশরাফুল আলী মলিন।

তবে গত ১৪ এপ্রিল ওই নোটিশের একটি কপি কিছুক্ষণের জন্য ফেসবুকে শেয়ার করেন বাজুবাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবুল। পরবর্তীতে তিনি সেটি ডিলিট করে দেন। 

বিএনপি নেতা অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু বলেন, ‘আসল ঘটনা হলো পহেলা বৈশাখের অনুষ্ঠানে বাঘার প্রতিটি ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী নিয়ে উপস্থিত হতে ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আমি হার্ট ও ডায়াবেটিসের কারণে অসুস্থ থাকায় ওই অনুষ্ঠানে যেতে পারিনি।

এতে ক্ষুব্ধ হয়ে আমার নামে মিথ্যা অভিযোগ তুলে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে বলে আমি শুনেছি। উপজেলা বিএনপির সভাপতি কারণ দর্শানোর ওই নোটিশটি তার ফেসবুকে পোস্ট করলেও পরবর্তিতে তিনি সেটি রিমুভ করে দিয়েছেন। কিন্তু আমি এখনও পর্যন্ত (মঙ্গলবার) এই ধরনের কোনো নোটিশ পাইনি।’

তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, সে ধরনের ঘটনার কোনো সত্যতা নেই।

কেও প্রমাণ দিতে পারলে তিনি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করে রাজনীতি থেকেই অবসরে যাবেন। তিনি বলেন, 'আমি রাজনীতি করতে গিয়ে জেল খাটা মানুষ। রাজনীতির জন্য অনেক ত্যাগ আছে আমার। আর সেই আমি এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিনে আইনী সহায়তা করব এটা কল্পনা করা যায় না। আমাকে মূলত সমাজে হেয় প্রতিপন্ন করতেই এই ধরনের মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

এদিকে, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতিকে দেওয়া নোটিশে বলা হয়, 'আপনি দলের দায়িত্বশীল পদে থাকা অবস্থায় আপনার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ থাকায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনী সহায়তাসহ জামিনে সহায়তা করায় দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাকে বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে কেন অব্যাহতি প্রদান করা হবে না, তার উপযুক্ত জবাব ৪৮ ঘন্টার মধ্যে বাঘা থানা বিএনপির নিকট লিখিতভাবে দেওয়ার জন্য নিদের্শ প্রদান করা হলো।'

বিষয়টি নিয়ে জানতে চাইলে বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবুল কালের কণ্ঠকে বলেন, ‘একটা ছোট বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। তবে এটি নিয়ে আপনারা সংবাদ প্রকাশ করেন না। আমরা চাই না দলের মধ্যে বিশৃঙ্খলা বাড়ুক।’

মন্তব্য

ববিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী আটক, পুলিশে দিল ছাত্রদল

ববি প্রতিনিধি
ববি প্রতিনিধি
শেয়ার
ববিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী আটক, পুলিশে দিল ছাত্রদল
সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী টিকলী শরীফসহ তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। পরে তাদের বন্দর থানার হেফাজতে রাখা হয়।

আটক টিকলী শরীফ খুলনা মহানগর ছাত্রলীগের উপ-ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন কর্মী হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর দাবি, টিকলী শরীফ পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ছিলেন।

তবে বাকি দুইজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী একটি গোপন বৈঠক করছিলেন। সহপাঠীরা বিষয়টি জানালে আমি সেখানে যাই এবং পরে পুলিশে দেওয়া হয়।”

ছাত্রলীগ সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই, তাই সুনির্দিষ্টভাবে বলা কঠিন।

তবে টিকলী শরীফ ছাড়াও আটক তিনজনের একজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।”

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ছাত্রদের মাধ্যমে আটকের খবর পেয়েছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। বিস্তারিত যাচাই করা হচ্ছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, “কিছু শিক্ষার্থীর কাছ থেকে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই।

পরে পুলিশ এসে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।”

মন্তব্য
আশুলিয়া

ফ্লাইওভারের পিয়ার ক্যাপ সাটার ভেঙে কাভার্ডভ্যানের ওপর

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভার (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
ফ্লাইওভারের পিয়ার ক্যাপ সাটার ভেঙে কাভার্ডভ্যানের ওপর
সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় নির্মাণাধীন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ার ক্যাপ সাটার ভেঙে ওই কাভার্ডভ্যানের ওপর পড়েছে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় নবীনগর চন্দ্রা মহাসড়কের বলিবদ্র এলাকায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছিল। এসময় রাত ৮টার দিকে চন্দ্রা থেকে নবীনগরগামী একটি কাভার্ডভ্যান এক্সপ্রেসওয়ের একটি পিলারে ধাক্কা দেয়ে। এতে পিলারের ওপর থাকা লোহার সাটার কাভার্ডভ্যানের ওপর ভেঙে পড়ে । তবে এ ঘটনায় কেও আহত হয়নি।

এ সময় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত উদ্ধার কাজ শুরু করে যৌথবাহিনী ও সড়ক কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক্সপ্রেসওয়ের একজন ইন্জিনিয়ার বলেন, 'লরির উচ্চতা বেশি ছিল। তাই গার্ডারের সঙ্গে বেঁধে যায়।

এখানে ভেঙে পড়ার কোনো ঘটনা ঘটেনি।'

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, 'আমি ফোনে শুনেছি আমাদের লোকজন সেখানে গেছে। একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাটারের ওপর ধাক্কা দিয়েছে। এতে সেটি ভেঙে পড়েছে। তবে কেও আহত হয়নি।

'

তিনি আরো বলেন, 'ঈদের আগেই পিয়ার ক্যাপ ও পিলারের ঢালাই কাজ হয়েছে। সে পিলারের সাটার খুলে ফেলা হচ্ছে। যেহেতু সাটার গুলো পার্ট পার্ট থাকে তাই সব একটু লুজ রাখা হয়। এমন অবস্থায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত করছে। এতেই সব কাভার্ডভ্যানের ওপর পড়ে গেছে। আমাদের সব ঠিক আছে। কিছু সাটার ভেঙে গেছে। বাকী এক্সপ্রেসওয়ের সব ঠিক আছে।'

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, 'সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার পর্যায়ে রয়েছে। ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে, বিস্তারিত পরে জানাতে পারব।'

মন্তব্য

সর্বশেষ সংবাদ