অসুস্থতার কারণে পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিতে না পারায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনগত ও জামিনে সহায়তাকারী হিসেবে অভিযোগ তুলে বিএনপি নেতাকে শোকজ করা হয়েছে। রাজশাহীর বাঘা উপজেলায় এ ঘটনা ঘটেছে। উপজেলার বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ রঞ্জুকে এর জন্য ৪৮ ঘন্টার মধ্যে জবাবও দিতে বলা হয়েছে।
গত ১৩ এপ্রিল তারিখ দিয়ে কারণ দর্শানোর ওই নোটিশে স্বাক্ষর করেছেন বাজুবাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবুল ও সদস্য সচিব আশরাফুল আলী মলিন।
তবে গত ১৪ এপ্রিল ওই নোটিশের একটি কপি কিছুক্ষণের জন্য ফেসবুকে শেয়ার করেন বাজুবাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবুল। পরবর্তীতে তিনি সেটি ডিলিট করে দেন।
বিএনপি নেতা অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু বলেন, ‘আসল ঘটনা হলো পহেলা বৈশাখের অনুষ্ঠানে বাঘার প্রতিটি ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী নিয়ে উপস্থিত হতে ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আমি হার্ট ও ডায়াবেটিসের কারণে অসুস্থ থাকায় ওই অনুষ্ঠানে যেতে পারিনি।
এতে ক্ষুব্ধ হয়ে আমার নামে মিথ্যা অভিযোগ তুলে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে বলে আমি শুনেছি। উপজেলা বিএনপির সভাপতি কারণ দর্শানোর ওই নোটিশটি তার ফেসবুকে পোস্ট করলেও পরবর্তিতে তিনি সেটি রিমুভ করে দিয়েছেন। কিন্তু আমি এখনও পর্যন্ত (মঙ্গলবার) এই ধরনের কোনো নোটিশ পাইনি।’
তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, সে ধরনের ঘটনার কোনো সত্যতা নেই।
কেও প্রমাণ দিতে পারলে তিনি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করে রাজনীতি থেকেই অবসরে যাবেন। তিনি বলেন, 'আমি রাজনীতি করতে গিয়ে জেল খাটা মানুষ। রাজনীতির জন্য অনেক ত্যাগ আছে আমার। আর সেই আমি এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিনে আইনী সহায়তা করব এটা কল্পনা করা যায় না। আমাকে মূলত সমাজে হেয় প্রতিপন্ন করতেই এই ধরনের মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।’
এদিকে, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতিকে দেওয়া নোটিশে বলা হয়, 'আপনি দলের দায়িত্বশীল পদে থাকা অবস্থায় আপনার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ থাকায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনী সহায়তাসহ জামিনে সহায়তা করায় দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাকে বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে কেন অব্যাহতি প্রদান করা হবে না, তার উপযুক্ত জবাব ৪৮ ঘন্টার মধ্যে বাঘা থানা বিএনপির নিকট লিখিতভাবে দেওয়ার জন্য নিদের্শ প্রদান করা হলো।'
বিষয়টি নিয়ে জানতে চাইলে বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবুল কালের কণ্ঠকে বলেন, ‘একটা ছোট বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। তবে এটি নিয়ে আপনারা সংবাদ প্রকাশ করেন না। আমরা চাই না দলের মধ্যে বিশৃঙ্খলা বাড়ুক।’