সিলেটের বরেণ্য আলেম শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হক (গাছবাড়ি) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৭ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে দরগাহ মাদরাসায় নিজ বিশ্রামকক্ষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
সিলেটের বরেণ্য আলেম মুহিব্বুল হক গাছবাড়ি আর নেই
সিলেট অফিস

আজ বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিটে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানের তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন জামিয়া কাসিমুল উলূম দরগাহর শিক্ষক মাওলানা জুনাঈদ কিয়ামপুরী।
মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি ১৯৪৫ সালের ৬ ডিসেম্বর সিলেটের কানাইঘাট উপজেলার ফখেরচটি গ্রামে জন্মগ্রহণ করেন।
মাওলানা মুহিব্বুল হক বর্তমানে জামিয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল রহ. সিলেটের মুহতামিম ও শায়খুল হাদিসের দায়িত্ব পালন করেছেন।
সম্পর্কিত খবর

উখিয়ায় প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা দিতে পারেনি ১৩ জন শিক্ষার্থী। পরীক্ষা দিতে না পেরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
জানা গেছে, উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে এক স্কুলে ১৩ জন পরীক্ষার্থীর কাউকে প্রবেশপত্র দেওয়া হয়নি, ফলে তারা কেউই পরীক্ষায় অংশ নিতে পারেনি।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে প্রবেশপত্র দেওয়ার কথা ছিল ওই শিক্ষার্থীদের।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, ‘উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে একটি প্রতিষ্ঠানের ১৩ জন শিক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা দিতে পারছে না এমন অভিযোগ পেয়েছি। বিদ্যালয়টির কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেন পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে।
তিনি আরো বলেন, ‘মূলত ব্যাঙের ছাতার মতো গড়ে এসব প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের জীবন নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবকরা আমাদের লিখিত অভিযোগ দিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’
পরিক্ষায় অংশ গ্রহণ করতে না পারা এক শিক্ষার্থীর অভিভাবক নুর আলম বলেন, ‘আমার মেয়ের ফরম পূরণের টাকাও দিয়েছি।

চাঁদপুরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল
চাঁদপুর প্রতিনিধি

সারাদেশে আজ থেকে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরুর প্রথম দিনে চাঁদপুরে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দেওয়া; পরীক্ষা সহায়ক শিক্ষাসামগ্রী যেমন-প্লাস্টিক ফাইল, স্কেল, কলম বিতরণ করেছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীদের পাশে থেকে এমন ভূমিকা পালন করেছে জেলা ছাত্রদল ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল।
এ সময় পরীক্ষার্থীদের হাতে বোতলজাত খাবার পানিও তুলে দেন সংগঠনটির নেতা-কর্মীরা।এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ।
এদিকে পরীক্ষা শুরু হলে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন জেলা শহরসহ বেশকিছু কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পরীক্ষার কেন্দ্র ও তার আশপাশের পরিবেশ শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান তিনি।
চাঁদপুরে এবার এসএসসি, দাখিল এবং ভোকেশনাল মিলিয়ে মোট ৩৩ হাজার ৯৬৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। তাদের মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসির ৪৬টি কেন্দ্রে ২৪ হাজার ৭২৬ জন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১৯টি কেন্দ্রে ৭ হাজার ৪৫৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনালের ১২টি কেন্দ্রে ১ হাজার ৭ ৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৫০
সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে হামলা-পাল্টা হামলা চালিয়ে স্থানীয় একটি বাজারের অন্তত ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়।
গতকাল বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭ থেকে ১০টা পর্যন্ত উপজেলা গট্টি ইউনিয়নের বালিয়া বাজারে সালাথা-ফরিদপুর আঞ্চলিক সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে বেশিরভাগ সময় গট্টি ইউনিয়ন নিয়ন্ত্রণ করেছেন সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।
নুরু মাতুব্বর বর্তমানে কারাগারে আছেন। তার অনুপস্থিতিতে বর্তমানে গ্রাম্যদলের নেতৃত্ব দিচ্ছেন তার ভাই উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মুনছুর মাতুব্বর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিনউদ্দীন। এই বিরোধের জেরে গতকাল বুধবার সন্ধ্যায় বালিয়া বাজারে সালথা-ফরিদপুর সড়কের উপর দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ১২টি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাদের মধ্যে ৩০ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করে বক্তব্য দিয়েছেন উভয়পক্ষের নেতারা।
জাহিদ মাতুব্বর বলেন, ‘২০১৮ সালে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়িতে হামলা করে আওয়ামী লীগের লোকজন। এখন তারাই এলাকায় আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। কোনো কারণ ছাড়াই বুধবার বিকেলে বালিয়া গট্টি ও ভাবুকদিয়া গ্রামের মাঝে থেকে প্রথমে আমার দুই কর্মীকে মারধর করে। পরে আবার বালিয়া বাজার থেকে ব্যবসায়ী মামুন শেখকে কুপিয়ে জখম করে। এরপরেই সংঘর্ষ শুরু হয়। নুরু মাতুব্বর, তার ভাই মুনছুর মাতুব্বর ও মহিনউদ্দীন তারা আওয়ামী লীগের দোসর। তাদের প্রত্যেকের দলীয় পদ আছে। এরা চাচ্ছে এলাকায় আওয়ামী লীগের আধিপত্য ধরে রাখতে।’
মুনছুর নিজেকে বিএনপি নেতা দাবি করে বলেন, ‘আমরা বিএনপি করি। জাহিদ মাতুব্বর আওয়ামী লীগের সাবেক এমপি লাবু চৌধুরীর লোক। বিগত দিনে তার অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। গতকাল বুধবার বিকেলে বড় বালিয়ার গ্রামের সবুর খান খামখা মারধর করে জাহিদের লোকজন। পরে সংঘর্ষের ঘটনা ঘটে।’
সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, ‘খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এলাকার পুলিশ শান্ত রাখতে বালিয়া বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

বিনা মূল্যে পাটবীজ ও সার পেলেন ৮০০ কৃষক
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলায় ৮০০ কৃষকের মাঝে বিনা মূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে এ সার ও বীজ বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নূর এ নবীর সভাপতিত্বে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।
এ সময় সদর উপজেলার ৮০০ কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি উন্নত জাতের পাটের বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ নিয়ে সদর উপজেলায় মোট ৮০০ কেজি পাটবীজ ও আট মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।