<p>প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ খবর শুনেই জামালপুরে বিক্ষুব্ধ সাধারণ মানুষ রাস্তায় বিজয়োল্লাস করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজমের বাসভবন ভাঙচুর লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাসভবনে সব কিছুই লুটপাট করে।</p> <p>সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় বাসভবন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এর পর থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত লুটপাট চলছে।</p> <p>সদ্যোবিদায়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার খবর পাওয়ার পরপরই পরেই জেলা শহরে আনন্দ মিছিল শুরু করে বিক্ষুব্ধ জনতা। পরে শহরে বকুলতলায় এলাকায় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজমের বাসভবনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এরপর থেকেই ওই বাসভবন আসবাবসহ সব কিছু লুটপাট শুরু করে। </p> <p>শহরের বকুলতলা এলাকায় জেলা আওয়ামী লীগের অফিস ও সহসভাপতি সোহরাব হোসেন ওরফে বাবুলের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে ভাঙচুর করা হয়। সন্ধ্যার দিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের ব্যক্তিগত অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও পাটগুদামে অগ্নিসংযোগ করা হয়। এরপর একে একে জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সৈয়দ আতিকুর রহমান ও আমান উল্লাহ ওরফে আকাশের বাড়িতে ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটে।</p>