<p>অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার (২৩ আগস্ট) কুমিল্লার লাকসামে বন্যার্তদের একটি আশ্রয়কেন্দ্র করেছেন।</p> <p>ওইদিন বিকেলে তিনি ঢাকা থেকে সড়ক পথে নোয়াখালী যাওয়ার সময় আকস্মিকভাবে লাকসাম উপজেলার উত্তরদা উচ্চ বিদ‍্যালয়ে বন‍্যার্তদের জন‍্য স্থাপিত আশ্রয়কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে থাকা অসহায় মানুষদের খোঁজ-খবর নেন এবং তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।</p> <p>এ সময় কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. মুশফিকুর রহমান, লাকসাম সুরক্ষা হসপিটালের ব‍্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান ভুট্টুসহ সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p> <p>যুব ও ক্রীড়া উপদেষ্টা কিছু সময় আশ্রয়কেন্দ্রটি ঘুরে দেখেন। পরে তিনি নোয়াখালীর উদ্দেশ্য পুনরায় যাত্রা করেন।</p>