<p>গ্রামে গ্রামে অসহায় মানুষের সুপেয় নিরাপদ পানি নিশ্চিত করতে বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে ৫০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।</p> <p>আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুরইল ঈদগাহ মাঠে দুপচাঁচিয়ার গুনাহার ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মাদ আবু তাহের এসব টিউবওয়েল বিতরণ করেন। </p> <p>নুর মোহাম্মাদ আবু তাহের বলেন, ‘যেসব টিউবওয়েল বিতরণ করা হয়েছে প্রত্যেকটি স্থাপন (বসানো) করতে প্রয়োজনীয় খরচও দেওয়া হচ্ছে। নিরাপদ পানি নিশ্চিত করতে প্রথম পর্যায়ে নসরতপুর ও কুন্দুগ্রাম ইউনিয়নে ৫০টি এবং পর্যায়ক্রমে দুই হাজার টিউবওয়েল বিতরণ করা হবে। এ ছাড়া যেসব মসজিদে ওযুর ব্যবস্থা নেই সেখানে ওযুখানার ব্যবস্থা করা হবে।’</p> <p>এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর মাওলানা তরিকুল ইসলাম, নসরতপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, উপজেলা জামায়াত নেতা গোলাম মোস্তফা ও এমদাদুল হক বাদশা প্রমুখ।  </p>