<p>ছাত্র-জনতার আন্দোলনে ফেনীর শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।</p> <p>শনিবার (২১ সেপ্টেম্বর) ফুলগাজীর উত্তর আনন্দপুরের শহীদ ইশতিয়াক হোসেনের কবর জিয়ারতে যান উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।</p> <p>কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম বলেন, এরই মধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সরকারি তহবিল থেকে সেখানে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পাহাড়ে অস্থিরতা সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত : ফখরুল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/21/1726914222-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পাহাড়ে অস্থিরতা সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত : ফখরুল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/09/21/1427513" target="_blank"> </a></div> </div> <p>উপদেষ্টা আরো বলেন, ‘আমরা আহতদের কাছে দ্রুত আর্থিক সহায়তা তুলে দিচ্ছি। দীর্ঘ মেয়াদে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও পুনর্বাসনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সর্বোপরি জুলাই আন্দোলনের সবগুলো বিষয় ডকুমেন্টেশন করা হচ্ছে।’</p>