<p style="text-align:justify">ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক এমপি হাজী রহিম উল্যাহকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। শনিবার (১২ অক্টোবর) বিকালে ধানমণ্ডি ৬ নম্বর রোডের ১০ নম্বর ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। </p> <p style="text-align:justify">তিনি ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে স্বতন্ত্র এমপি নির্বাচিত হন। এমপি নির্বাচিত হওয়ার এক বছরের মাথায় ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি।</p> <p style="text-align:justify">র‍্যাব, পুলিশ ও তার পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনী শহরের পুরাতন কারাগারের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টমটমচালক জাফর আহমদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতে পালানোর সময় যুগ্ম সচিব গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/12/1728738421-e7430dccffe3374a51f5e4ef7aac15a3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতে পালানোর সময় যুগ্ম সচিব গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/12/1434429" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ ঘটনায় তার স্ত্রী ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা আছিয়া বেগম বাদী হয় গত ৪ সেপ্টেম্বর সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রধান আসামি করে ২০৫ জনের নাম উল্লেখসহ ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় হাজী রহিম উল্যাহকে ৬ নম্বর আসামি করা হয়।</p> <p style="text-align:justify">মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার এসআই নাজমুল হাসান তানিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।</p> <p style="text-align:justify">সাবেক এমপি হাজী রহিম উল্যাহর স্ত্রী পারভীন আক্তার বলেন, ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি ঢাকার বাসায় ছিলেন। তিনি সৌদি আরবে একজন বড় ব্যবসায়ী ছিলেন। সে রাজনীতি থেকেও অনেকটা দূরে ছিলেন। কিন্তু তাকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। তিনি স্বামীর দ্রুত মুক্তি কামনা করেছেন। তার স্বামী ডায়াবেটিসসহ নানা রোগে অসুস্থ বলে তিনি দাবি করেন।</p>