<p>সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি। বুধবার (১৬ অক্টোবর) সুলতান মার্কেট (ডানা রোড), সারদা গঞ্জ, কাশিমপুর, ও গাজীপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।</p> <p>অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া চারটি পয়েন্ট বিচ্ছিন্ন করণের পাশাপাশি প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন বাসাবাড়িতে দেওয়া ৭০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং সংযোগে ব্যবহৃত নিম্নমানের ৫০০ মিটার পাইপ অপসারণ করা হয়েছে। এ ছাড়া অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত চুলা, রাইজারসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="উপদেষ্টা নাহিদের উদ্দেশ্যে যা বললেন সোহেল রানা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729086718-98adaaeb2c459f75aa47520487517375.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>উপদেষ্টা নাহিদের উদ্দেশ্যে যা বললেন সোহেল রানা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/10/16/1435822" target="_blank"> </a></div> </div> <p>অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে উপস্থিত ছিলেন জোবিঅ-আশুলিয়া-এর আওতাধীন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম, উপব্যবস্থাপক আনিসুজ্জামান, প্রকৌশলী মো. আসোয়াত হোসেন, সহকারী প্রকৌশলী মো. সুমন আলী, উপ-সহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারসহ জোনাল বিপণন অফিসের তিতাসের কারিগরি টিমের সদস্যগণ। এ ছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।</p> <p>ভবিষ্যতেই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চলমান রাখার কথা বলে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির (জোবিঅ-আশুলিয়া) ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বুধবার জোবিঅ আশুলিয়ার আওতাধীন সুলতান মার্কেট (ডানা রোড), সারদা গঞ্জ, কাশিমপুর, ও গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৭০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণের পাশাপাশি তিন কিলোমিটার এলাকাজুড়ে দেওয়া অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত নিম্নমানের ৫০০ মিটার পাইপ, চুলা ও রাইজারসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।</p>