<p>মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল ইসলাম তায়েফকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর ৪টায় কুলাউড়া থানার ওসি গোলাম আপছারের নেতৃত্ব এসআই সুজন তালুদার ও এএসআই আবু তাহেরসহ পুলিশের একটি দল কাদিপুরে তায়েফের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p>গত ৫ আগস্টের পর থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি তায়েফ পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় কুলাউড়া থানায় মামলা দুটি মামলা দায়ের হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রেললাইনে শুয়ে আত্মহননের চেষ্টা নারীর, যেভাবে রক্ষা করলেন লোকোমাস্টার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729143901-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রেললাইনে শুয়ে আত্মহননের চেষ্টা নারীর, যেভাবে রক্ষা করলেন লোকোমাস্টার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/17/1436059" target="_blank"> </a></div> </div> <p>কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃত তায়েফের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’</p>