ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
শেয়ার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষ
বাজার করছেন ৭৫ বছর বয়সী সুখী বেগম। ছবি : কালের কণ্ঠ

বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে দেশের নিম্ন আয়ের মানুষ এক চরম সংকটময় পরিস্থিতির মুখোমুখি হয়ে পড়েছে। করোনা-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের প্রচেষ্টা চলমান থাকলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ।

দিনাজপুরের বীরগঞ্জের দিনমজুর, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ জানিয়ে বলেন, তাদের আয় অপরিবর্তিত থাকলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়েছে, যা তাদের দৈনন্দিন জীবনযাপন কঠিন করে তুলেছে।

বর্তমানে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭০০ টাকা, খাসির মাংস ৯০০ টাকা, দেশি মুরগি ৪৫০ টাকা এবং রুই মাছ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির দামও অতিমাত্রায় বেড়েছে, যা নিম্নবিত্তদের সংকটে ফেলেছে।

আরো পড়ুন
সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান ও আ. লীগ নেতার নামে মামলা

সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান ও আ. লীগ নেতার নামে মামলা

 

উপজেলার পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড-এর বাসিন্দা ৭৫ বছর বয়সী সুখী বেগম বলেন, ‘আমার বয়স হয়েছে, ঠিকমতো কাজ করতে পারি না। কারো কাছে চাইতে লজ্জা লাগে, কিন্তু জিনিসপত্রের যে দাম তাতে খুব কষ্টে দিন পার করছি।

আজ ২০ টাকার বেগুন, ১০ টাকার কাঁচা মরিচ, আর ৬০ টাকার মাছ কিনেছি। সরকার যে বয়স্ক ভাতা দেয়, তা দিয়েই কোনোরকমে চলছি।’

একই উপজেলার পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ড বাসিন্দা রিকশাচালক ইয়াসিন আলী জানান, তার দৈনিক আয় ২০০ থেকে ৩০০ টাকা, যা দিয়ে পরিবারের খরচ মেটানো প্রায় অসম্ভব। ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের কমরপুরের বাসিন্দা ফুটপাতে পুরনো কাপড় বিক্রেতা মো. মিন্টু জানা, তার দোকানে দৈনিক ৮০০ থেকে ১২০০ টাকা বিক্রি হলেও  সংসার খরচ, দোকানভাড়া ও ঋণের চাপ নিয়ে চিন্তিত।

আরো পড়ুন
৭৫ উপজেলায় বিশেষ কর্মসূচি নিচ্ছে সরকার : দুর্যোগ উপদেষ্টা

৭৫ উপজেলায় বিশেষ কর্মসূচি নিচ্ছে সরকার : দুর্যোগ উপদেষ্টা

 

উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের সাদুল্লাহপাড়া ও কাজল গ্রামের বাসিন্দা হোটেল শ্রমিক শফিকুল ইসলাম এবং দোকান কর্মচারী আলামিন ইসলাম জানান, তাদের বর্তমান আয় দিয়ে মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় খরচ বহন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

বীরগঞ্জ পৌর দোকান মালিক সমিতির ক্যাশিয়ার মোহাম্মদ আলী জানান, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব এবং দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে নিম্ন আয়ের মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। সরকার দ্রুত পদক্ষেপ নেবে এবং এই সংকটের সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার মনোহরগঞ্জে শুক্রবার (১১ এপ্রিল) পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। নিহত ওই শিশুরা হলো- উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরল্লা গ্রামের হাশেম মাষ্টারের বাড়ির মাঈন উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (৪) এবং মহিন উদ্দিনের ছেলে মাহাদী (৩)। ওই শিশু দুজন আপন চাচাতো ভাই।

স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে শিশু দুজন বাড়ির পাশে খেলা করছিল।

দীর্ঘক্ষণ তাদের না দেখে স্বজনরা খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন স্বজনরা। তাৎক্ষণিক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুদের স্বজনরা জানান, খেলার ফাঁকে কোনো এক সময় সবার অলক্ষ্যে শিশুদ্বয় পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়।

ফলে তারা কূলে উঠতে না পেরে পানিতে ডুবে মারা যায়।

মন্তব্য

টঙ্গীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, পলাতক স্বামী সুনামগঞ্জে গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
টঙ্গীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, পলাতক স্বামী সুনামগঞ্জে গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় পলাতক ঘাতক স্বামী জাহিরকে (৩৫) সুনামগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-৯ এর যৌথ আভিযানিক দল।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার জাহির সিলেট জেলার ওসমানীনগর থানার পশ্চিম রোকনপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভুক্তভোগী নারগিস (২৪) ও তার স্বামী জাহির গত ৭/৮ মাস যাবৎ টঙ্গীতে একটি ভাড়া বাসায় বাস করতেন।

সাংসারিক খুঁটিনাটি বিষয়াদি নিয়ে উভয়ের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ ও মারামারি হতো। গত ২০ ফেব্রুয়ারি বিকালে ভিকটিমের বাবা সামসুদ্দিন স্থানীয় লোক মারফত জানতে পারেন তার মেয়ে নারগিস মারা গেছে। পরে তিনি ঘটনাস্থলে এসে দেখেন নারগিস মৃত অবস্থায় পরে আছে। এ সময় তার স্বামী জাহিরের সঙ্গে যোগাযোগ চেষ্টা করে কোনো হদিস পাননি শামসুদ্দিন।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে জাহিরকে আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ ও র‌্যাব-৯ যৌথ অভিযান চালিয়ে ঘাতক জাহিরকে সুনামগঞ্জ জেলার ছাতক এলাকা থেকে শুক্রবার সকালে গ্রেপ্তার  করে।

র‌্যাব আরো জানায়, ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে ঝগড়ার একপর্যায়ে ভিকটিমের মাথায় ঘুষি মারে ও শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই র‌্যাব কর্মকর্তা।

মন্তব্য

বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
শেয়ার
বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে উপজেলার পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামের এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। শুক্রবার (১১ এপ্রিল) ইছামতি নদীতে ওই যুবকের মরদেহ ভেসে ওঠে।

ওয়াসিম বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে। 

বাঘাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য ওবাইদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে হুদাপাড়া গ্রামের এক কৃষক মাঠে যাওয়ার পথে লাশ ভাসতে দেখেন।

বিজিবি ঘটনাস্থলে গিয়ে লাশের বিষয়টি নিশ্চিত করে।

আরো পড়ুন
ডা. জাফরুল্লাহ চৌধুরীকে জাতীয় বীর ঘোষণার আহ্বান

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে জাতীয় বীর ঘোষণার আহ্বান

ওয়াসিমের বড় ভাই বুনোপাড়ার মেহেদী হাসানের দাবি, তার ভাই ওয়াসিম ৩-৪ দিন ধরে নিখোঁজ। মাঝেমধ্যে তিনি ভারতে ধুড় নিয়ে যাতায়াত করতো বলে শুনেছি। ৮ এপ্রিল ওয়াসিমসহ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতে যায়।

ভারত থেকে ফেরার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ধাওয়া করলে অন্যান্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ধরা পড়ে ওয়াসিম। তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

দ্রুত লাশ উদ্ধারের দাবি জানিয়ে নিহতের বাবা রমজান আলী বলেন, বিভিন্ন সূত্রে তিনি জানতে পেরেছি, লাশটি ওয়াসিমের।

আরো পড়ুন
চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীর ওপর হামলা

খালিশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, লাশটি ইছামতি নদীর ভারতীয় অংশে থাকায় উদ্ধার করা যায়নি।

তবে বিএসএফকে জানানো হয়েছে। 

তিনি বলেন, মৃতদেহটি বাংলাদেশি না ভারতীয় তা এখনো আমরা জানতে পারিনি। এ ছাড়া কোনো পরিবার তাদের সদস্য নিখোঁজ থাকার বিষয়েও জানায়নি। 

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন মনিরা জানান, 'ইছামতি নদীর ভারতীয় অংশে একটি লাশ ভাসছে, এটা শুনেছি। তবে লাশের পরিচয় মেলেনি।

'

আরো পড়ুন
ড. ইউনূসে লাভ কী, সারজিসেরই প্রধানমন্ত্রী হওয়া উচিত : দুদু

ড. ইউনূসে লাভ কী, সারজিসেরই প্রধানমন্ত্রী হওয়া উচিত : দুদু

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, 'ইছামতী নদীর ভারতীয় অংশে বাংলাদেশ সীমান্তের ওপারে একটি লাশ পড়ে আছে। বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে। বিএসএফের সঙ্গে বিজিবি যোগাযোগ করে ব্যবস্থা নিবেন। কাজেই বিজিবি না জানানো পর্যন্ত আমরা কোনো কিছু নিশ্চিত করে বলতে পারছি না।'

মন্তব্য

পীরগাছায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
শেয়ার
পীরগাছায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ
প্রতীকী ছবি

রংপুরের পীরগাছায় মানসিক ও বাকপ্রতিবন্ধী এক তরুণীকে (২৭) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। 

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রেজোয়ান আলী (২২) পেশায় ভ্যানচালক। তিনি ওই গ্রামের আলী হোসেনের ছেলে।

ভুক্তভোগীর মায়ের ভাষ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১টার দিকে তিনি বাড়ির পাশে গোয়ালঘরে কাজ করছিলেন। সেই সময় তার মেয়ে ও শাশুড়ি বাড়িতে ছিলেন। হঠাৎ মেয়ে চিৎকার শুরু করলে তিনি দৌড়ে ঘরে এসে দেখেন অভিযুক্ত রেজোয়ান পেছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, আমার মেয়ে স্পষ্টভাবে কথা বলতে পারে না, মানসিকভাবেও দুর্বল।

এই সুযোগে এর আগেও একাধিকবার উত্যক্ত করেছে রেজোয়ান। আজ একেবারে ঘরে ঢুকে এমন ঘৃণ্য কাজ করার চেষ্টা করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ওসি (তদন্ত) নাহিদ হাসান বলেন, ‘ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে।

বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ