<p style="text-align:justify">ঝিনাইদহে আনোয়ারুজ্জামান আজাদ ওরফে চঞ্চল নামের এক আন্তর্জাতিক মানবাধিকার কর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই মানবাধিকার কর্মী। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরিটি করেন তিনি।</p> <p style="text-align:justify">আনোয়ারুজ্জামান আজাদ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের সদস্য ও শহরের কাঞ্চননগর এলাকার প্রয়াত ভাষা সৈনিক আমির হোসেন মালিতার ছেলে।</p> <p style="text-align:justify">আনোয়ারুজ্জামান জানান, বিগত স্বৈরাচার সরকারের সময় তাদের দোসরদের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবাদ করেছিলাম। এজন্য একাধিকবার দমন-পীড়নের শিকার হয়েছিলাম। সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় এক শ্রেণির দুর্বৃত্তরা দখল-লুটতারাজসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। </p> <p style="text-align:justify">এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সভা-সেমিনারে আমি প্রতিবাদ জানাই। তারপর থেকেই ওই দুর্বৃত্তরা আমার ব্যবহৃত মেসেঞ্জার ও হোয়াইটসঅ্যাপে কলসহ প্রকাশ্যে আমাকে হুমকি প্রদান করে আসছে।</p> <p style="text-align:justify">এ বিষয়ে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>